skip
Thursday , June 1 2023

অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষার খুঁটিনাটি ও পরীক্ষার মানবন্টন – Auditor and Junior Auditor Exam – 2020 details and distribution

Auditor and Junior Auditor Exam details and distribution  

Controller General of Accounts (CGA)

প্রফেসর’স অডিটর ও জুনিয়র অডিটর প্রশ্ন ব্যাংক (২০০৯-২০১৯) ও আপনাদের জন্য রয়েছে বিশেষ সংযোজন অডিটর ও জুনিয়র অডিটর বিগত পরীক্ষার আলোকে নম্বর বন্টন বিশ্লেষণ –
Most Important: চাকরির পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস হয় না তাই কি আসবে বা কি ধরনের প্রশ্ন হবে এটা বলা সম্ভব না  এইচ আর তার নিজের ইচ্ছা অনুযায়ী মান বন্টন করে নিতে পারে । তাই এগুলো থেকে আপনি একটা প্রথমিক ধারনা নিবেন মাত্র । সাধারণত বিগত পরীক্ষায় এই ধরনের প্যার্টানে প্রশ্ন করা হয়েছিলো । আশা করা যায় এরকমই হবে , তবে প্রতিষ্ঠান চাইলে পরীক্ষার ধরন পরিবর্তন করতে পারে ।

বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে বিশ্লেষণঃ

বাংলা ব্যাকরণ ও সাহিত্য

১. সমার্থক/প্রতিশব্দ বা শব্দের অর্থ
২. বানান/ বাক্য শুদ্ধিকরণ
৩. বাগধারা
৪. এক কথায় প্রকাশ।
৫. বিভিন্ন লেখকের উক্তি/ উপাধি/ ছন্দনাম
৬. ধ্বনি/ বর্ণ
৭. পদ প্রকরণ
৮. বিপরীত শব্দ/ সমাস/ সন্ধি
৯. উপসর্গ/ অনুসর্গ
১০. বিভিন্ন লেখকের লেখা বইয়ের নাম

ইংরেজী

১. Fill in the gap
২. Identify the underlined word or phrase which is incorrect
৩. World Meaning/Synonym/ Antonym
৪. Select the missing word
৫. Find the odd Word
৬. Pin Point error
৭. Sentence Correction/ Spelling
৮. Idiom or Phrase/ Group Verb

গণিত

১. দিন ও কাজ/ ঐকিক নিয়ম
২. বয়স
৩. শতকরা
৪. সুদ নির্ণয়
৫. অনুপাত/ সমানুপাত/ মিশ্রণ
৬. সংখ্যা/দূরত্ব ও বেগ
৭. ধারা
৮. নল ও চৌবাচ্চা
৯. লাভ/ ক্ষতি
১০. পরিমিতি

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক

১. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও বিশ্ব)
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৩. উপজাতি সহ বাংলাদেশের সীমারেখা/ ভূ-রাজনীতি/ সরকার ব্যবস্থা
৪. খেলাধুলা বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট ২০২০
৫. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার A to Z
৬. বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রাচীনতম নির্দশন এবং আলোচিত শহর আর স্থাপনা
৭. বেসিক কম্পিউটার ( আসতেও পারতে আবার নাও পারে)

 

২০১৯ সালের অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন করা হয়েছিলো সেটা দেখে নিন – 

নিয়োগ পরীক্ষা ২টি ধাপে হয়ঃ
১.লিখিত (শুধু প্রিলি)
২.মৌখিক/ভাইভা

তবে জুনিয়র অডিটর নিয়োগে কম্পিউটার অপারেটিংয়ের উপর এক্সট্রা একটা ব্যবহারিক পরীক্ষা দিতে হয় বিগত পরীক্ষাগুলোয় দেখা গেছে, অডিটর ও জুনিয়র অডিটর পদের লিখিত পরীক্ষা(MCQ) হয় ৭০ নম্বর । 

Controller General of Accounts (CGA)

Exam Date: 12 July 2019
Exam time: 10.30 AM to 11.30 AM
Exam Taker: IBA, DU
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে ৭০ টি প্রশ্ন ৭০ নম্বর তবে অনেকেই বলছিলো ভুল উত্তরে ০.২৫ নম্বর কেটে নেয়া হবে একটু কনফিউশন ছিলো , আপনার প্রথম কাজ হবে পরিক্ষার সময় প্রশ্ন হাতে পাবের পরে ভালো করে পড়ে নেওয়া । যদি নেগেটিভ নম্বর থাকে তবে সেটা অবশ্যই প্রশ্নপত্রে বলা থাকবে । 
এর পরেও কনফিউশন থাকলে পরীক্ষার হলে যারা গার্ড দেবে ওদের কাছে শুনে নিতে পারেন ।

মূল প্রশ্নপত্র

বাংলা—১৫
অংক—-২০
ইংরেজি—২০
সাধাঃ জ্ঞাণ—১৫
NOTE: ICT (তথ্য প্রযুক্তি) থেকে প্রশ্ন হতে পারে তাই এগুলোর পাশাপাশি ICT ভালো করে পড়তে হবে । 

বিষয়ভিত্তিক ভাবে দেখে নিন
বাংলা

বিগত বছরে যেভাবে প্রশ্ন হয়েছে
শব্দার্থ—৬টি
বানান—৪ টি
বাগধারা–২টি
সাহিত্য–২টি
বাক্য সংকোচন — ১ টি

অংক

লাভ-ক্ষতি –৫টা
অনুপাত—৪টা
কাজ—২টা
ট্রেন–১টা
সময়–১টা
গড়–১টা
বয়স–১টা
পারসেন্টেজ —৩/৪ টা

ইংরেজী

সিনোনিম–৫টি
পিন পয়েন্ট ইরর–২টি
শূন্যস্থান –১৩ টি( এই অংশটা পাঁমিশালি।শব্দার্থ,প্রিপজিশান,ফ্রেজ সবকিছু মিলিয়ে)

সাধারণ জ্ঞান

সাম্প্রতিক —৩টি
মুদ্রা—১টি
গোয়েন্দা সংস্থা–১ টি
রাজধানী—১টি
শহর/নগর/নদী কোথায় অবস্থিত—৪টি
সংস্থা —১টি
বাকি ২টা কমন টাইপ

তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি থেকে ৫ থেকে ৭ টি প্রশ্ন করা হতে পারে ভালো করে দেখে যেতে হবে ।

প্রফেসর’স অডিটর ও জুনিয়র অডিটর প্রশ্ন ব্যাংক (২০০৯-২০১৯)

Just Click on the download button. Please Help Others By Sharing each files. Share To other students. Don’t Forget to Comment on our site because Our all post uploaded according to your valuable comment. Help: If You are faching any problem to Download This file please comment below on Blogger Comment Box. We also Provide Media Fire Link. Please Go Forword To Download.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !