skip
Thursday , June 1 2023

অলিভ অয়েল গরমের সময় ত্বকে ব্যবহার করা যাবে কি ?

Can olive oil be used on the skin during hot weather ?

অলিভ অয়েলে ভিটামিন এ, ডি, ই ও কে থাকার কারণে, এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

তাই শীতকাল ও গরমকালে অলিভ অয়েল ব্যবহার করা যায় কিন্তু শীতকাল ও গরমকালে অলিভ অয়েল ব্যবহারের পদ্ধতি আলাদা।

    গরমকাল —

এই সময়ে বাতাসে জলের পরিমাণ বেশি থাকায়, ত্বক তৈলাক্ত লাগে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের তো শিরে সংক্রান্তি!

কিন্তু অনেকেই ভাবেন যে তৈলাক্ত ত্বক বলে গ্রীষ্মে আলাদা করে কোনো ময়েসচারাইজার ব্যবহার করার প্রয়োজন নেই। অথচ, সঠিক কথা এটাই, যে ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে এবং অতিরিক্ত তৈলাক্ততা থেকে ত্বক মুক্তি পায়।

তাই অলিভ অয়েল বা জলপাইয়ের তেল সেই আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

গ্রীষ্ম কালে, স্নানের পূর্বে অলিভ অয়েল মেখে, তারপর স্নান করা উচিত। এতে অতিরিক্ত তৈলাক্ততা এবং রুক্ষতা থেকে ত্বক রক্ষা পায়।

শীতকাল —

গরমকালে যে রুক্ষতা চোখে পড়ে না, শীতকালে সেই রুক্ষতা সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করে। তাই শীতকালে, স্নানের পরে অলিভ অয়েল মাখা উচিত। এমনিতেই স্নানের পরে ময়শ্চারাইজার মাখলে, সেটি দীর্ঘস্থায়ী হয়। তাই অলিভ অয়েল স্নানের পরে মাখলে, ত্বকের আর্দ্রতা অনেকক্ষণ ধরে বজায় থাকে। ত্বক মসৃন হয়।

কীভাবে বুঝব যে কোন অলিভ অয়েল কেনার উপযুক্ত?

শীতকাল, গ্রীষ্মকাল নির্বিশেষে, অলিভ অয়েল ত্বকের পক্ষে খুবই উপকারী। কিন্তু অলিভ অয়েল কেনার আগে, তার উপকরণের তালিকাটি ভালো করে দেখে নেবেন।

    অলিভ অয়েল অত্যন্ত দামী। অধিকাংশ অলিভ অয়েলেই সিংহভাগ মিনারেল অয়েল থাকে প্রায় ৭০%। কিন্তু অলিভ অয়েল থাকে হতো ০.১ থেকে ২%।
    উপকরণের তালিকায় যদি শতকরা লেখা না থাকে, তাহলে তালিকার প্রথম দিকে যদি অলিভ অয়েলের উল্লেখ থাকে, তাহলে সেটির মধ্যে অনেকটাই অলিভ অয়েল থাকার কথা।
    নইলে, অলিভ অয়েল না কিনে, অন্য কোনো হার্বাল ময়শ্চারাইজার কেনাই ভালো, অথবা বাড়িতে তৈরী করা কোনো তেল ব্যবহার করাই ভালো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !