When should a person be avoided ?
এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মানুষকে এড়িয়ে চলা সমীচীন বলেই মনে করি ।
- যিনি তাঁর কথাবার্তার অধিকাংশ সময়টায় পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। মনে রাখবেন, যিনি অন্যের বিরুদ্ধে আপনার কাছে সমালোচনা করছেন, তিনি আপনার নামেও অন্যকে বলবেন। তাঁর স্বভাবই ওটা।
- যাঁর কথায় চাটুকারিতা প্রকাশ পায় এবং একজনকে উঁচু দেখাতে গিয়ে অন্যজনকে ছোটো করতে, অসম্মান করতে পিছপা হয় না।
- অন্যকে judge করা অভ্যাস যাঁর, সে কারুর অর্থনৈতিক অবস্থা নিয়েই হোক বা বেশভূষা নিয়ে হোক।
- যে ব্যক্তির আলোচনার সিংহভাগে অন্যদের প্রাপ্তি নয়, কে কি দোষ করেছে সেটাই প্রকাশ পায়।
- যাঁর চিন্তাভাবনা এবং কথা বলার ধরণ কুরুচিপূর্ণ।
- যিনি পরের ঘরের ঝামেলা নিয়ে চটুল আলোচনা করতে পছন্দ করেন।
- যিনি ইতিবাচক কথার পরিবর্তে নেতিবাচক কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সবকিছুতেই সমস্যা খুঁজে বেড়ান।