skip
Monday , May 29 2023

একা একা থাকলে কী কী সুবিধা ও কী কী অসুবিধা হতে পারে ?

 একা থাকার সুবিধা:

  •     একা একা নিরবে শান্তির ঘুম দেবেন।
  •     আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না।
  •     কাজে ব্যাঘাত ঘটানোর কেউ থাকবে না।
  •     কেউ আপনাকে হিংসে করবে না।
  •     আপনাকে রাগ দেখিয়ে কথা বলার কেউ থাকবে না।
  •     কেই বলবে না, “এই, এটা করো না, ওটা কর””এভাবে না, ওভাবে”
  •     চারিদিক থাকবে শান্ত, নিস্তব্ধ, নিরব।

অসুবিধা:

  • আপনাকে নিজের সব কাজ নিজে করতে হবে।
  • কোনো সমস্যায় পড়লে একটা Helping Hand কাছে পাবেন না।
  • ভালোবাসা, আবেগ, ভাব, অনুভূতি আদান প্রদান করার কেউ থাকবে না। ফলে আপনি আস্তে আস্তে রোবট টাইপের হতে থাকবেন।
  • আপনার রাগ করার জন্য কেউ থাকবে না। কার উপর আপনি রাগ করবেন?? কেউ তো নেই। রাগ করার কেউ না থাকলে এর উল্টোটাও সত্যি। দিনদিন “হাসি” নামক জিনিসটা আপনার মধ্য থেকে হারিয়ে যাবে।
  • আর “হাসি” নামক জিনিসটা না থাকলে কিন্তু আপনার হৃদয়ে অবস্থিত “তেল” এবং “রঙ” সবকিছু দিনদিন ফুরিয়ে যাবে।
  • আর দিনদিন বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলবেন।
  • এর একটাই পরিণতি — বিষাদগ্রস্ত হওয়ার কারণে “আত্মহত্যা”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !