-
What is SEO ?
-
Why do SEO ?
-
How to do SEO ?

এসসিও কিঃ আপনি গুগলে কিছু সার্চ করলে কিছু সার্চ রেজাল্ট আসে । এই সার্চ রেজাল্ট এর প্রথমে আপনার সাইট’টি দেখালে কি হতো, অবশ্যই আপনার ওয়েবসাইটের ভিজিটর বেড়ে যেতো । গুগল সার্চ রেজাল্ট এর শুরুতে কোনো সাইট দেখানোর প্রচেষ্টাই হলো SEO (Search Engine Optimization) ।
এসসিও কেনো করতে হয়ঃ
✓ সার্চ রেজাল্টের ভালো অবস্থানে বা প্রথমে সাইট দেখানোর জন্য
✓ প্রচুর পরিমানে ভিজিটর পাওয়ার জন্য
✓ ওয়েবসাইট-কে সফল করতে
✓ ওয়েবসাইট হতে আয় করার জন্য
✓ অনলাইন মর্কেটিং এ সফলতা পাওয়ার জন্য
বর্তমানে সবকিছুতেই প্রতিযোগিতা আপনি আজকে যেই আর্টিকেল লিখবেন বলে ভাবছেন ওটা গুগলে সার্চ করে দেখুন কতজন ওটা আগেই লিখে ফেলেছে । এবার বলুন আপনি আজ যা লিখছেন অথচ ওটা দুই তিন বছর আগেই লেখা হয়েছে আর গুগলে সার্চ করলেই দেখাচ্ছে । এখন বলতে পারেন কিভাবে আপনার পোষ্ট সার্চ রেজাল্টের ভালো অবস্থানে বা প্রথমে নিয়ে আসা যায় ।
আপনার ওয়েবসাইটের এসসিও কিভাবে করবেন ?
বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ গুগোলের প্রডাক্ট ব্যবহার করে এই আর্টিকেলটি আপনি পড়ছেন এটাও গুগোলের সাইট । তাই আপনার কাজ হবে যাতে আপনার ওয়েবসাইট গুগোল সার্চে দেখায় সেদিকে লক্ষ রাখা । গুগোলের অধিকাংশ প্রডাক্টই ফ্রিতে পাওয়া যায় । ওয়েবসাইট গুগোল সার্চে র্যাংক করাতে হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে ।
✓ আপনার ওয়েবসাইট গুলো Google Analytics এ অন্তভুক্ত করুন
✓ আপনার ওয়েবসাইট গুলো Data Studio তে অন্তভুক্ত করুন
✓ আপনার ওয়েবসাইট গুলো Google Otimize এ অন্তভুক্ত করুন
✓ আপনার ওয়েবসাইট গুলো Google Tag Manager এ অন্তভুক্ত করুন
✓ আপনার ওয়েবসাইটে Meta Description অন্তভুক্ত করুন
✓ পোস্টের টাইটেল অবশ্য হবে H1
✓ পোস্টের গুরুত্বপূর্ণ কিওয়ার্ড H2 এর মধ্যে লিখতে হবে
✓ গুরুত্বপূর্ণ সাব-হেডিংস H3 ও H4 এর মধ্যে লিখতে হব্ন
✓ আপনার ওয়েবসাইটে ব্যবহার করা Image গুলো Optimize করুন