skip
Thursday , June 1 2023

কম বাজেটে শাওমি রেডমি কোনটি ভালো হবে ! Which would be better on a low budget Xiaomi Redmi

কম বাজেটের মধ্যে  Xiaomi Redmi সিরিজ নিতে চাইলে  Xiaomi Redmi 9A is the best কারন ফোনটিতে ২/৩২ কম্বিনেশন পাবেন যা ব্যবহারের জন্য মোটামুটি যথেষ্ট ।

বাংলাদেশে তৈরী প্রথম রেডমি স্মার্টফোনের দাম কমিয়ে বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে শাওমি। বাংলাদেশে তৈরী শুরু হওয়ায় পূর্বের চেয়ে এই ফোনটির দাম এখন কমেছে। এছাড়াও ফোনটি কিনলে শাওমি ব্র‍্যান্ডের একটি আকর্ষণীয় টি-শার্ট পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক শাওমির বাজেট স্মার্টফোন, রেডমি ৯এ ফোনটি সম্পর্কে বিস্তারিত। সেই সাথে আমরা জানব এর অফার সম্পর্কেও । 

দাম এর কথা বিবেচনা করলে রেডমি ৯এ এর কিছুটা বড় দেখতে বাজেটের হিসাব করলে মেনেই নেওয়া যায় । ফোনটির সামনে টিয়ারড্রপ কাটআউট রয়েছে যার মধ্যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনের ডানদিকে বাটনসমুহ চোখে পড়বে। রেডমি ৯এ এর হেডফোন জ্যাক স্থান পেয়েছে ফোনটির উপরের বামদিকের কর্নারে। নিচে রয়েছে মাইক্রো-ইউএসবি পোর্ট ও মাইক্রোফোনের জন্য কাটআউট ।

ব্যাটারি

বাজেট ফোন ব্যবহারকারীদের প্রধান লক্ষ্য থাকে সাধারণ ফিচারসমূহের পাশাপাশি ভালো ব্যাটারি লাইফ পাওয়া। রেডমি ৯এ ফোনটি এই ক্ষেত্রে কোনোদিকে পিছিয়ে নেই। ৫০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে রেডমি ৯এ ফোনটিতে। এই বিশাল ব্যাটারি যেকোনো ধরনের ব্যবহারকারীকে ৭-৮ঘন্টা টানা ব্যাটারি ব্যাকাপ দিতে সক্ষম।

এছাড়াও রেডমি ৯এ এর আলট্রা পাওয়ার সেভিং মোড ব্যবহার করে বাড়তি ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব । ফোনটির বক্সে থাকা ১০ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি শূন্য থেকে ১০০% পর্যন্ত চার্জ করতে প্রায় ৩ঘন্টার মতো লাগবে ।

৯এ ফোনটির স্পেসিফিকেশনঃ

    ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
    প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
    ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
    ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
    র‍্যামঃ ২জিবি
    স্টোরেজঃ ৩২জিবি
    ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
    দামঃ ৮,৭৯৯৯টাকা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !