বিসিএস প্রিলিতে ২০০ নম্বর
এক্ষেত্রে কাট মার্কস ১২০ নম্বর (ধরলাম) মানে ৬০% নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হতে পারছেন ।
ভিন্ন মানুষের ভিন্ন মত ও চিন্তাভাবনা আলাদা হয়ে থাকে । তাই এই পোষ্টটি মনোযোগ দিয়ে পড়বেন তবে এখানে যেভাবে বলা আছে আপনাকে এভাবেই করতে হবে এমনটা নয়, হতে পারে এর চেয়ে ভালো আইডিয়া আপনার কাছে আছে । যদি থেকে থাকে তবে সেটা অনুসরন করুন ।
সেক্ষেত্রে আমি প্রথমে কাঙ্খিত মানবন্টন দাঁড় করাই। চলুন দেখি –
- বাংলা ২০ নম্বর (৩৫ নম্বরে)
- ইংরেজি ২৫ নম্বর (৩৫ নম্বরে)
- বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
- আন্তর্জাতিক বিষয়াবলী ১৫ নম্বর (২০ নম্বরে)
- ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
- নৈতিকতা ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
- গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
- মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
- সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
- কম্পিউটার ১০ নম্বর (১৫ নম্বরে)
- মোট ১৩০ নম্বর (২০০ নম্বরে)
এবার আসেন বিষয়ভিত্তিক আলোচনায় –
আমি এ টপিকগুলোকে বলবো Must to know টপিক। এগুলো আগে পড়ে ফেললে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার টার্গেটের খুব কাছাকাছি আপনি চলে এসেছেন।
চলুন বিষয়ভিত্তিক দেখা যাক –
- বানান শুদ্ধকরণ
- পরিভাষা
- সমার্থক শব্দ
- ধ্বনি
- শব্দ
- বাক্য
- প্রত্যয়
- সমাস
- সন্ধি
বাংলা সাহিত্য ১০ নম্বর (২০ নম্বরে)
✓ মধ্যযুগ-
- শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর)
- পদাবলী (১ নম্বর)
- লোকসাহিত্য (১ নম্বর)
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (১ নম্বর)
✓ আধুনিক যুগ
২০ টা টপিক পড়বেন। ৫ সিউর আসবে, বেশিও আসতে পারে।
- ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ২. রবীন্দ্রনাথ ঠাকুর
- ৩. কাজী নজরুল ইসলাম
- ৪. জসীম উদদ্দীন
- ৫. শামসুর রহমান
- ৬. বেগম রোকেয়া
- ৭. প্রমথ চৌধুরী
- ৮. মাইকেল মধুসূদন দত্ত
- ৯. দীনবন্ধু মিত্র
- ১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ১১. মীর মোশাররফ হোসেন
- ১২. জীবনানন্দ দাশ
- ১৩. হাসান হাফিজুর রহমান
- ১৪. সেলিম আল দীন
- ১৫. শওকত ওসমান
- ১৬. হুমায়ুন আহমেদ
- ১৭. নির্মলেন্দু গুণ
- ১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন
- ২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
- ৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী – যা BCS সহ সকল সরকারি চাকরির পরীক্ষাই বার বার আসে – বাছাইকৃত মোট – ২০০টি MCQ উপযোগী প্রশ্ন
- ৯ম-১০ম শ্রেনীর বাংলা ব্যাকরণ বই হতে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী MCQ
- বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে সংগ্রহীত ২০০টি বাগধারা ( বিসিএস + ব্যাংক + সরকারি চাকরি )
- একই নামের বাংলা সাহিত্যকর্ম ও লেখকবৃন্দ
- সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ – ২য় অংশ
- শুধু ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে এক কথায় প্রকাশ
- Bangla Bornomala – এক নজরে বাংলা বর্ণমালা
- সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ – ৩য় অংশ
- বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোয় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান
- কিছু বিখ্যাত বই ও লেখকের নাম যা বিসিএস পরিক্ষায় বেশি পরিমাণে আসে
1. Parts of speech (06)
- Noun
- Number
- Participle
- Adverb
- Preposition
2. Phrase & Idioms (03)
3. Clause (01)
4. Correction (01)
5. Voice, Narration (01)
6. Spelling (01)
7. Condition (01)
8. Agreement (01)
9. Tense (01)
1. Literaray terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (02 marks)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. লেখকদের বিখ্যাত উক্তি
9. উপাধি
১. মুঘল আমলে বাংলাদেশ (০১)
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে সংস্কার, উন্নয়ন ও আন্দোলন (০১)
৩. ভাষা আন্দোলন (০১)
৪. ছয় দফা (০১)
৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০৩)
৬. কৃষি (০৩)
৭. সংবিধান (০৩)
৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (০১)
৯. সংস্কৃতি ও খেলাধূলা (০১)
১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)
১১. অর্থনীতি (০৩)
আন্তর্জাতিক বিষয়াবলী ১২ নম্বর (২০ নম্বরে)
✓ বিশ্ব সভ্যতা, আলোচিত দেশ (৩ নম্বর)
✓ ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (৩ নম্বর)
✓ সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
✓ আন্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)
ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
✓ বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
✓ বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)
✓ বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
✓ প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)
- বাংলাদেশ সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান এগুলো চাকরির পরীক্ষায় থাকবেই
- মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর সম্পর্কে বিস্তারিত
- বিশ্বের দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর
- General Knowledge Bangladesh Affairs – First Of Bangladesh
- Current Affairs –
- Mega Collection Of Current Affairs January To December In 2020
- To Be Continue…
✓ দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
✓ মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক অালোচনা (৩ নম্বর)
✓ বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
✓ বাংলাদেশের সংবিধান (২ নম্বর)
- নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে বাছাইকৃত ৯০% কমন উপযোগী প্রশ্ন > BCS Exclusive MCQ Collection from ethics, values, good governance – VVI
- ওপরের লিংকে ভিজিট করুন ! নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর বিগত + গুরুপ্তপুর্ন প্রায় ৭০০টি প্রশ্ন দেওয়া আছে উত্তরসহ এখান থেকে পড়লেই হবে ! সাধারনত এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বার বার আসে । অবহেলা করবেন না পড়ে ফেলুন কাজে লাগবে । অবশ্যই শেয়ার করে নিজের ফেসবুক টাইমলাইনে সংগ্রহে রাখুন পরে কাজে লাগবে ।
✓ পাটিগণিত ৩ নম্বর
- ল.সা.গু ও গ.সা.গু
- শতকরা
- লাভক্ষতি
- মুনাফ
- অনুপাত
✓ বীজগণিত ৫ নম্বর
- সকল সূত্র
- লগারিদম
- ধারা
- সেট
- বিন্যাস-সমাবেশ
- সম্ভাব্যতা
✓ জ্যামিতি ২ নম্বর
- চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা
মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
✓ সিরিজ সংক্রান্ত সমস্যা
✓ চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
✓ পঞ্জিকা বিষয়ক
✓ শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
✓ সমার্থক ও বিপরীত শব্দ
✓ Analogy
✓ আয়নায় শব্দের প্রতিফলন
✓ দিক নির্ণয়
সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
✓ ভৌত বিজ্ঞান
- শক্তির উৎস ও ব্যবহার
- তাপবিদ্যা
- আলোকবিজ্ঞান
- স্থির ও চল তড়িৎ
✓ জীববিজ্ঞান
- টিস্যু
- অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)
- খাদ্য ও পুষ্টি
- রক্ত, রক্তচাপ, সঞ্চালন
- জিনতত্ত্ব
✓ আধুনিক পদার্থবিজ্ঞান
- গ্রীন হাউজ গ্যাস
- সাধারণ রোগ ও প্রতিকার
- বায়ুমন্ডল
- পৃথিবী সৃষ্টি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
✓ ইনপুট ও আউটপুট ডিভাইস
✓ কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
✓ সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
✓ ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
✓ স্মার্টফোন
✓ ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
✓ ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
✓ প্রটোকল