বাংলা (ব্যাকরণ + সাহিত্য)
ইরেজি (গ্রামার + অন্যান্য )
গণিত (বীজ + পাটি + জ্যামিতি)
সাধারণ জ্ঞান (বাংলাদেশ + আর্ন্তজাতিক + খেলাধুলা + ইতিহাস)
এই বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে ।

বাংলা ব্যাকরণ এর জন্য
অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের ‘উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা’
অথবা আধুনিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি
বা, মাহবুবুল হক স্যারের বাংলা ব্যাকরণ
এই বইয়ের ব্যাকরণ অংশটা কয়েকবার ভালো ভাবে পড়বেন
৮ম ও ৯ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটা দেখতে হবে । বিশেষ করে সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এই গুলো থেকে প্রশ্ন আসবেই। বোর্ডে যে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেই গুলো পড়বেন সাথে বিভিন্ন ভার্সিটির ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলোও পড়বেন ।
ভালো প্রস্তুতির জন্যঃ ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন এগুলো পড়তে হবে । এই গুলোর বাহিরে বাংলা ব্যাকরণ থেকে খুব একটা প্রশ্ন আসবে না । এই অংশ ভালো ভাবে পড়লে বাংলা থেকে ভালো মার্ক পাওয়া যাবে ।
ক্লাস ৬-১১ শ্রেণির বাংলা বোর্ড বইয়ের সকল কবি পরিচিতি আর গল্প/কবিতার উৎস, পটভূমি কোন কবিতা কোন ছন্দে রচিত এসব কয়েকবার করে রিভিশন করবেন । তবে মূল গল্পটা ভালো ভাবে মার্কিং করে পড়লে আরো ভালো হয় । কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে । বইয়ে অনেক কবিতা আছে আর সব গুলো কবিতার ছন্দ মনেও রাখা যায় না । একটা টিপস দিচ্ছি । ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে চলে যান এখানে অনেক গুলো কবিতার চরণ ও ছন্দের ভাব সম্প্রসারণ পাবেন সেগুলো কোন কবিতার আর কোন কবির তা খোঁজে বের করুন । বার বার পরিক্ষায় আসা ছন্দ গুলো পড়ুন । বেশি পরিচিত ও লম্বা কবিতা গুলো বার বার পড়লে উত্তর করা সহজ হবে । তাছাড়া বিখ্যাত অনুবাদ বইয়ের নাম, অনুবাদ গল্প/নাটক এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বাংলা সাহিত্য নামকরা কয়েকজন কবি ও সাহিত্যিক থেকে প্রশ্ন আসে । বিশেষকরে পিএসসির নির্ধারিত কবি ও সাহিত্যিকদের জীবনী ও তাদের কাজ অবধান এই অংশ থেকে প্রশ্ন আসবেই । তাই এই গুলো মুখস্থ করে ফেলুন।
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩. মাইকেল মধুসূদন দত্ত
৪. মীর মশাররফ হোসেন
৫. রবীন্দ্রনাথ ঠাকুর
৬. দীনবন্ধু মিত্র
৭. কাজী নজরুল ইসলাম
৮. জসীম উদ্দীন
৯. ফররুক আহমদ
১০. কায়কোবাদ
১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
২. জীবনানন্দ দাস
৩. বিষ্ণু দে
৪. সুধেন্দ্রনাথ দত্ত
৫. অমিয় চক্রবর্তী

ইংলিশ গ্রামারের কিছু ভালো বই High School English Grammar, Advanced English Grammar, Basic English Grammar, Essential English Grammar.
Noun, Verb, Adjective, Adverb, Preposition এই টপিক গুলোর সব পড়তে হবে । Change to– simple, Compound & Complex, Voice Change, Mood, infinitive, participle, gerund, Idioms & Phrases, Correct word, Synonym & antonym, vocabulary. মূলত এই গুলো পড়লেই প্রায় সব উত্তর দিতে সহজ হবে ।

পাটি গণিত :
লাভ-ক্ষতি
সুদ-কষা
পিতা-পুত্র
মাতা-কণ্যা
অনুপাত
ঐকিক নিয়ম
সংখ্যার ধারণা
ল.সা.গু, গ.সা.গু.
ভগ্নাংশ
গড়
সময়+গতিবেগ
দূরত্ব
ধারা ও
মানসিক দক্ষতা
থেকে প্রশ্ন আসে ।
বীজ গণিত:
বীজগাণিতীয় রাশি (যোগ, বিয়োগ, গুণ, ভাগ)
সূত্রের প্রয়োগ ও সূত্রাবলীর প্রমাণ
সরল সমীকরণ
উৎপাদকে বিশ্লেষণ
মান নির্ণয়
থেকে প্রশ্ন আসে।
জ্যামিতি:
ত্রিভুজ
চতুর্ভুজ
রম্বস
সামন্তরিক
বৃত্ত ও জ্যামিতি
বিষয়ের খুঁটিনাটি থেকে প্রশ্ন আসে।
তাই এই নির্দিষ্ট অধ্যায়ের অংক গুলো করলে কমন পাওয়া যাবে । আরো সুবিধা হল বইয়ের অংকগুলো হুবুহু আসে আর খুব কম সময়েই দেখা গেছে সংখ্যা পরিবর্তন করে আসতে । সেইক্ষেত্রে নিয়মগুলো আয়ত্তে থাকলে সমস্যা হবেনা । সাথে উদাহরণ এর অংক গুলোও দেখতে পারেন । চাকুরীর পরিক্ষার জন্য বোর্ড বইয়ের পাশাপাশি MP3 ম্যাথ রিভিউ, Magic Math, প্রফেসর’স গাণিতিক যুক্তি, শর্টকাট ম্যথা, ওরাকল গাণিতিক যুক্তি এখান থেকে যে কোন দুইটা বই শেষ করতে হবে ।

আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জ্ঞান সিন্ধু, মেডি জ্ঞান কোষ এগুলোর যে কোন বই কিনে নিবেন সাথে প্রতি মাসের কারেন্ট ওয়ার্ল্ড ও দেশ বিদেশের সাম্প্রতিক তথ্যগুলো জানা থাকতে হবে ।
দেশের মুদ্রা ও রাজধানী, প্রণালী, দেশ-বিদেশের নদী, খাল, বিখ্যাত স্থান, স্থাপনা, বৃহত্তম, ক্ষুদ্রতম, বন্দর, জলপ্রপাত, ঐতিহাসিক স্থান, ইতিহাস জড়িত ঘটনাবলী, আবিষ্কার, পুরুস্কার, বিখ্যাত ব্যাক্তিদের কর্ম, অবদান, ও তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা সাল এসব থেকেই প্রশ্ন আসে ।
ভাষা আন্দোলন
১৯৫৪ সালের নির্বাচন
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন
১৯৬৮-৬৯ সালের গণ অভ্যুত্থান
১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন
৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা
মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী
মুক্তিযুদ্ধের রণকৌশল
মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা
পাক বাহিনীর আত্নসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয় ।
