Official Website
http://www.btrc.gov.bd/telco/mobile
মোবাইল ফোনসেটের বৈধতা যাচাইয়ের কাজ পরীক্ষামূলকভাবে শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসি। বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তবে এতে গ্রাহক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্নিষ্টদের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের মানুষের মোবাইল ফোন ব্যবহার নিরাপদ করতেই এ কার্যক্রম। এর মধ্য দিয়ে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে চোরাচালান দমন ও নিরাপত্তা বিধান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আফজাল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার (তরঙ্গ) এ কে এম শাহীদুজ্জামান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। অনুষ্ঠানে বৈধতা যাচাই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিটিআরসির মহাপরিচালক (বেতার তরঙ্গ) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ৩০ জুন পর্যন্ত দেশে যেসব মোবাইল হ্যান্ডসেট চালু ছিল সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এক্ষেত্রে সংশ্নিষ্টদের খেয়াল রাখতে হবে গ্রাহক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়।
অনুষ্ঠানে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল অপারেটরদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গত ৩০ জুন পযন্ত নেটওয়ার্কে চালু থাকা সব মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ফলে ব্যবহূত অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেটই বন্ধ হবে না। তবে নতুন হ্যান্ডসেট কিনতে গেলে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। হ্যান্ডসেট কেনার সময় নতুন বপ খোলার আগেই বপের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বরটি গ্রাহকের ব্যবহূত মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে হ্যান্ডসেটটি এনইআইআর সার্ভারে নিবন্ধিত, অর্থাৎ বৈধভাবে বাজারে আসা কিনা তা জানানো হবে। যদি বপ খোলার আগে যাচাই করা সম্ভব না হয়, তাহলে নতুন হ্যান্ডসেটটি চালু করে সিমকার্ড স্থাপনের পর মেসেজ অপশনে গিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। একই সঙ্গে হ্যান্ডসেট কেনার বৈধতা যাচাই এর মেসেজ এবং যে দোকান থেকে কেনা হয়েছে তার বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। ই-কমার্স সাইট থেকে কেনা হলে সংশ্নিষ্ট ই-কমার্স থেকে ডিজিটাল মাধ্যমে পাঠানো বিক্রয় রশিদটি সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া বিদেশ থেকে ব্যক্তিগতভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেটে দেশীয় মোবাইল ফোন অপারেটরের সিমকার্ড স্থাপনের পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। এরপর ১০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি জমা দিয়ে নিবন্ধন করার জন্য ব্যবহারকারীকে মেসেজ পাঠানো হবে। এ প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন হলেই হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে।
বিটিআরসির পক্ষ থেকে আরও জানানো হয়, বিদম্যান ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করতে চাইলে ডায়াল অপশনে গিয়ে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আইএমইআই নম্বর প্রবেশ করে পাঠিয়ে দিলেই হ্যান্ডসেটটি বৈধ কিনা তা জানানো হবে ফিরতি মেসেজে।
বিটিআরসি জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী তিন মাস পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি চালানো হবে। এ সময় ব্যবহারকারী আরেকজনকে হ্যান্ডসেট দিতে পারবেন ও বিক্রি করতে পারবেন। একজন গ্রাহক নিজের নামে নিবন্ধন করা যে কোনো সিমকার্ড দিয়ে মুঠোফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষামূলক সময় পার হওয়ার পর পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানিয়ে দেবে বিটিআরসি।