skip
Tuesday , May 30 2023

কীভাবে বোঝা সম্ভব একজন ব্যক্তি ভালো না খারাপ ?

How to know The person is good or bad

ভাল – খারাপ বলে আসলেই কিছু নেই । একটা মানুষকে আপনার কাছে খারাপ মনে হতে পারে কিন্তু আবার অন্য জন এর কাছে সে ভালো । আসলে মানুষকে বুঝা খুব কঠিন কাজ । অনেকদিন যোগাযোগ বা সম্পর্ক থাকলে মানুষ সম্পর্কে আস্তে আস্তে ধারণা করা যায় ।  খুব দ্রুত কোনো মানুষকে চেনে যায় না । আবার লক্ষ করে দেখবেন হাতের পাচ আঙ্গুল সমান হয় না তাই আপনার কাছে একজন খারাপ হলেই যে সে খারাপ ব্যাপারটা এমন নয় । তবে হ্যাঁ কিছু বিষয় একজন মানুষের মধ্যে দেখলে তাদেরকে এড়িয়ে চলায় ভালো –

  • সকল বিষয়ে নিজের স্বার্থ খোঁজে
  • অন্যের সমালোচনা করতে গিয়ে আপনার সমর্থন চাইছেন
  • আপনাকে কথা বলার সুযোগ না দিয়ে, তাঁর কথাই বলে যায়
  • কথা দিয়ে কথা রাখে না
  • মিথ্যা কথা বলার অভ্যাস আছে 
  • আপনার অবস্থানকে, তাঁর অবস্থান থেকে তুলনায় নিচু করে দেখানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠে
  • প্রশংসার নামে আপনাকে চাটুকারিতা করছে
  • আপনার কোনো প্রকার সমস্যার কথা শুনতে আগ্রহী না
  • অন্যকে বিচার করা অভ্যাস যাঁর, সেটা অর্থনৈতিক অবস্থা নিয়েই হোক বা বেশভূষা নিয়ে হোক
  • অন্যের বিরুদ্ধে আপনার কাছে সমালোচনা করছেন, তিনি আপনার নামেও অন্যকে বলবেন এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন 

আপনি নিজেই একবার ভেবে দেখুন উপরের গুলাবলীর একটিও কি আপনার ভালো লাগে কিনা । এগুলো সাধারনত কারো কাছেই গ্রহণযোগ্য হবে না । তবে একটা বিষয় অন্যের মধ্যে যে ভালো গুনাবলি আশা করছেন , অন্যের কাছ থেকে যেরকম আশা করবেন, নিজেকেও সে রকম তৈরি করতে হবে বা হতে হবে ।

হতে পারে এই সকল গুলাবলীর বেশ কয়েকটি আপনার মধ্যেও আছে । যদি থাকে তবে কি করবেন । কমেন্ট করে জানাতে পারেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !