ক) বেগম রোকেয়া
খ) শামসুন্নাহার
উত্তর : শামসুন্নাহার।
বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।
ক) register
খ) memory
উত্তর : register
Register, CPU এর একটা অংশ, যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
A) China
B) USA
উত্তর : USA
জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে, পিপিপিতে শীর্ষ — China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার
কোনটি?
A) EU
B) WTO
উত্তর : A
সবচেয়ে বড় অর্থনৈতিক জোট – EU । সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী – WTO.
👦 ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো ?
ক) ৭.৮
খ) ৭.৯
উত্তর : ৭.৮
কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে
ক) ৬৮ জন
খ) ৬৯ জন
উত্তর : ৬৯ জন
মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮
জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল
👦 বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি ?
ক) ১১ টি
খ) ১২ টি
উত্তর : ১২ টি।
ক) ১৫ টি
খ) ২০ টি
উত্তর : ১৫ টি।
ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি
A) performs mathematical operations
B) performs logical operations
উত্তর : B.
প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বিষ্ণু দে
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে
A. সাম্যবাদী
B. জীবন- বন্দনা
উত্তর : জীবন – বন্দনা।
এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
উত্তর: ১৬১০ সালে
ঢাকাকে প্রথম বাংলার রাজধানী ঘোষণা করেন – ইসলাম খান
উত্তর: Dacca ( Dhaka করা হয় ৫ অক্টোবর ১৯৮২ সালে )
উত্তর: জাহাঙ্গীরনগর
উত্তর: ৪ টি
উত্তর: ৭ ডিসেম্বর ১৯০১ সালে
উত্তর: ২ বার
✓ স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা পায় ?
উত্তর: ৪ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭)
উত্তর: ৫ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
১. পদ্মা সেতুর প্রকল্পের নাম কী ?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
- পদ্মা সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার
- প্রস্থ – ৭২ ফুটের চার লেনের সড়ক
- পদ্মা সেতুর সংযোগ সড়ক – দুই প্রান্তে ১৪ কিলোমিটার
- পদ্মা সেতুর ভায়াডাক্ট – ৩.১৮ কিলোমিটর
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
- পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে – নিচ তলায়
উত্তর : প্রায় ৪ হাজার
- পদ্মা সেতুর পিলার সংখ্যা – ৪২টি
- পদ্মা সেতুর পাইলিং গভীরতা – ৩৮৩ ফুট
- পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা – ৬০ ফুট
- গ্যাস,
- বিদ্যুৎ ও
- অপটিক্যাল ফাইবার লাইন
- পরিবহন সুবিধা
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর
উত্তর : ৬টি
উত্তর : ২৬৪টি
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা
১১. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি ?
উত্তর : ৮১টি