জাতীয় মানবাধিকার কমিশন কাম-কম্পউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান ২০২০
বাংলা
১. সন্ধি বিচ্ছেদঃ
উদ্ভব=উৎ+ভব
সঙ্গীত=সম্+গীত
দিগন্ত=দিক্+অন্ত
পবন=পো+অন
২|বাক্য গঠন সহ বাগধারাঃ
অকালকুষ্মাণ্ড(অপদার্থ)=সোহেলের মত অকালকুষ্মাণ্ড ছেলেকে দিয়ে এ কাজ সম্পন্ন হবে কিছুতে আশা করা যায় না।
মাছের মায়ের পুত্রশোক(কপট বেদনাবোধ)= আমাকে আর মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না।
ভিজে বিড়াল(কপট বা প্রতারণা)= [নিজে করুন]বসন্তের কোকিল(সুসময়ের বন্ধু)=ঐ
বালির বাঁধ(ক্ষণস্থায়ী)=ঐ
৩|এক কথায় প্রকাশঃ
অনেকের মধ্যে একজন=অন্যতম।
অন্য দেশ=দেশান্তর।
কন্ঠের সমীপে=উপকণ্ঠ।
মরার মত অবস্থা যার=মুমূর্ষু।
খাওয়ার ইচ্ছা=ক্ষুধা।
৪|অনুচ্ছেদঃ মানবাধিকার-
মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা।[১] যদিও অধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয় তা এখন পর্যন্ত একটি দর্শনগত বিতর্কের বিষয়।[২] বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এখন আরো প্রকটভাবে অনুভূত হচ্ছে, যখন আমরা দেখছি যে, মানুষের অধিকারসমূহ আঞ্চলিক যুদ্ধ, সংঘাত, হানাহানির কারণে বার বার লংঘিত হচ্ছে। প্রথমত একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধিনস্তদের অধিকার রক্ষা করবে। দ্বিতীয়ত রাষ্ট্র এবং তৃতীয়ত আর্ন্তজাতিক প্রতিষ্ঠানসমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে।
ইংরেজী
1| Translate into English:
A)আমার একটি হাত ঘড়ি আছে=I have a wrist-watch.
B)মানুষ মাত্রই ভুল হয়=To error is human.
C)সে গত রাতে বাড়ি ছেড়েছে=He left home last night.
D)সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে=It has been drizzling since morning.
E)তোমার বাড়ি যাওয়াই ভালো =It’s better to go home.
2| Fill in the blanks:
A) at
b)to
c)over
d)of
e)about(not sure)
3|phrases and idioms:
A)Burning question(গুরুত্বপূর্ণ বিষয়)=An important issue(গুরুত্বপূর্ণ বিষয়).
B)On the contrary(অপরদিকে)=Contrariwise(বিপরীতভাবে).
C)On the eve of(প্রাক্কালে)=just before something(কিছু আগে).
D)Ups and down=Good times and bad times.
E)To look after=Take care.
4| Paragraph: Human Rights
Human rights are a set of rights which every human is entitled to. Every human being is inherited with these rights no matter what caste, creed, gender, the economic status they belong to. Human rights are very important for making sure that all humans get treated equally. They are in fact essential for a good standard of living in the world.
Moreover, human rights safeguard the interests of the citizens of a country. You are liable to have human rights if you’re a human being. They will help in giving you a good life full of happiness and prosperity.
Human rights are essentially divided into two categories of civil and political rights, and social rights. This classification is important because it clears the concept of human rights further. Plus, they also make humans realize their role in different spheres.
When we talk about civil and political rights, we refer to the classic rights of humans. These rights are responsible for limiting the government’s authority that may affect any individual’s independence. Furthermore, these rights allow humans to contribute to the involvement of the government. In addition to the determination of laws as well.
Next up, the social rights of people guide the government to encourage ways to plan various ways which will help in improving the life quality of citizens. All the governments of countries are responsible for ensuring the well-being of their citizens. Human rights help countries in doing so efficiently.
গণিত
১| ৮(১/২)=১৭/২
আমরা জানি, I=prn
Or, p=i/rn
অর্থাৎ, আসল=(মুনাফা/মুনাফার হার*সময়)*১০০
=২৫৫০*২*১০০/১৭*৬
=৫১০০০০/১০২
=৫০০০(উত্তর)
২| ধরি,
ঘড়িটি ক্রয় মূল্য ১০০ টাকা।
৮% ক্ষতিতে ঘড়ির মূল্য =(১০০-৮)=৯২ টাকা
আবার, ৮% লাভে বিক্রয় করলে=(১০০+৮)=১০৮ টাকা
বিক্রয় মূল্য বেশি বা লাভ হয়=(১০৮-৯২)=১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য=১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য=(১০০/১৬) টাকা
বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য=১০০*৮০০/১৬ টাকা
=৮০০০০/১৬ টাকা
=৫০০০টাকা (উত্তর)
(শর্টকাট): (১০০*যত টাকা বেশি বিক্রয় /ক্ষতির শতকরা হার+লাভের শতকরা হার)
=১০০*৮০০/৮+৮
=৮০০০০/১৬
=৫০০০
৩| দেওয়া আছে, a+(1/a)=7
প্রশ্নমতে, a^3+(1/a^3)
={a+(1/a)}^3 – 3.a.(1/a).{a+(1/a)}
=(7)^3 – 3.1.7
=343-21
=322 (ans)
সাধারণ_জ্ঞান
১|পূর্ণরূপ
UNDHR=Universal Declaration of Human Rights.
RAM=Random Access Memory.
CNG=Compressed Natural Gas.
NHRC=National Human Rights Commission.
WHO=World Health Organization.
২| ১৭ ই মার্চ ১৯২০ সালে।
৩| সব্যসাচী হাজরা।
৪| (সিউর না)মানবাধিকার কাউন্সিল এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর জেনেভায়।
৫| চীনের, উহান প্রদেশ থেকে করোনা ছড়ায়।
৬| কাতারে হবে ২০২২ ফুটবল বিশ্বকাপ।
৭| ১০ ডিসেম্বর।
৮| পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
৯| ২ মার্চ।
১০| আইনসভা জাতীয় সংসদ।
১১| ডব্লিউএফপি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান।