skip
Tuesday , May 30 2023

জীবনে সফল হতে হলে শুরু থেকে কী কী করতে হবে ?

What to do from the beginning to be successful ?

পরিশ্রম ,পরিশ্রম আবারও পরিশ্রম তবে গাধার মতো পরিশ্রম না – বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করা । পরিশ্রম ব্যতীত সফলতা সম্ভব না ।

আসলে সফলতা বিষয়টা একেক জনের কাছে একেক রকম হয়ে থাকে । কারো কাছে সফলতা মানে হাজার কোটি টাকা আবার কারো কাছে সফলতা মানে ৩ বেলা খেয়ে বাঁচা । এমন কোন নিদিষ্ট নিয়ম নেই যেটা মেনে চললে জীবনে সফলতা আসবে । যদি থাকতো তাহলে কেউ জীবনে অসফল হতো না ।

সাধারণত যারা জীবনে সফল, উচ্চ পর্যায়ে পৌছেয়েছে তাঁদের কিছু উক্তি-বাণী এবং তাঁদের জীবন-যাপন, নিয়মানুবর্তিতা ইত্যাদি কে উপদেশ হিসেবে ধরা হয় সফল হবার জন্য । তবে যারা সফল তাঁদের প্রায় সবার মাঝেই এই লক্ষণগুলো পাওয়া যায় এবং তাঁরা এই একই নিয়ম-নীতি মেনে চলেন :

  • সবসময় সৎ থাকা ।
  • প্রচুর ধৈর্যশীল হওয়া – যে যত ধৈর্য ধারণ করে পরিশ্রম করবে, সে তত বড় ফল পাবে ।
  • জীবনের প্রতিটা মিনিটকে কাজে লাগানো ।
  • মাথা ঠান্ডা রাখা – রাগ কন্ট্রোল করা ।
  • সকাল সকাল ঘুম থেকে উঠা ।
  • রাতে একটি নিদিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানো ।
  • মেডিটেশন করা, ব্যায়াম করা, দৌড়ানো ।
  • জীবনের একটি নিদিষ্ট লক্ষ্য তৈরি করা এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাওয়া ।
  • জ্ঞান অর্জন করা এবং প্রচুর বই পড়া ।
  • ধর্ম নিয়ে জ্ঞান অর্জন করা এবং ধর্মীয় রীতি মেনে চলা ।
  • যে কোন পরিস্থিতে নিজেকে মানিয়ে নেওয়া ।
  • খারাপ পরিস্থিতে ভেঙ্গে না পড়া বরং খারাপ অবস্থার জন্য সবসময় প্রস্তত থাকা এবং কৌশলে তা সামাল দেওয়া ।
  • যে বিষয়ের ওপর কাজ করা হচ্ছে তাঁর ভবিষ্যত কল্পনা করা । আগামীতে সেই বিষয়ে কি কি পরিবর্তন আসবে বা আদৌও সেটা টিকে থাকবে কি না তা বুঝার ক্ষমতা থাকা ।
  • একা বেশি দূর আগানো সম্ভব না, তাই সবাই মিলে কাজ করা ।
  • শুধু পরিকল্পনা করে সময় নষ্ট না করে, যত দ্রুত সম্ভব কাজে নেমে পড়া ।
  • পরিবার আর কাজ মিলিয়ে না ফেলা, দুটোকে আলাদা রাখা ।
  • নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব গরীব দুঃখিদের সাহায্য করা, যাকাত দেওয়া ।
  • যতক্ষণ না সফল হবেন হাল ছেড়ে না দেওয়া । যত যাই হোক না কেন আঠার মতো লেগে থাকতে হবে ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !