skip
Friday , June 2 2023

নিজেকে পরিবর্তন করার সঠিক উপায়গুলো কী ?

 What are the right ways to change yourself ?

  1. আবেগের চিন্তাভাবনা বন্ধ করুন । যৌক্তিকভাবে চিন্তা শুরু করুন ।
  2. অন্যের উপর নির্ভর করা বন্ধ করুন।
  3. নিজের গল্প নিজে তৈরি করুন, অন্যর গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন, আমি বলবো যারা অসফল তাদের সাথে কথা বলতে কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান ।
     
  4. কখনো হাল ছাড়বেন না ।
     
  5. নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন। Never Stop Learning.
  6. হতাশ হওয়া বন্ধ করুন। আশাবাদী হতে শুরু করুন।
        
  7. নিজেকে অন্য কারও সাথে তুলনা করা বন্ধ করুন । আপনি গতকাল, এক সপ্তাহ বা এক মাস আগে যা ছিলেন তার সাথে নিজেকে তুলনা শুরু করুন।
  8. অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন ।  স্বাবলম্বী হতে শুরু করুন ।
  9. একটি দিন, সপ্তাহ বা এক মাসে নিজেকে উন্নত করার বিষয়ে চিন্তাভাবনা বন্ধ করুন । প্রতিদিন ছোট ছোট কাজ করা শুরু করুন এবং আপনি পাশাপাশি চলার সাথে সাথে আপনি আরও ভাল ব্যক্তি হয়ে উঠবেন।
  10. বিরক্তিকর জীবনযাপন করা বন্ধ করুন । উচ্চাভিলাষী জীবন যাপন শুরু করুন ।
  11. তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন ধৈর্যশীল হতে শুরু করুন ।
  12. যে বিষয়গুলি শেষের দিকে গুরুত্বপূর্ণ নয় তার জন্য আপনার শক্তি এবং সময় নষ্ট করা বন্ধ করুন। দক্ষতা বিকাশে বিনিয়োগ শুরু করুন ।
  13. ওভারথিংকিং বন্ধ করুন । আপনি আপনার চিন্তাভাবনার সাথে উন্নত করতে পারেন এমন বিষয়ে চিন্তাভাবনা শুরু করুন।
  14. স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শুরু করুন ।
  15. পরিশ্রমী হয়ে উঠুনঃ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যর একমাত্র চাবি। এটা অনেকবার পড়েছেন, যারা আপনার আশেপাশে সাফল্য অর্জন করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন তারা কতটা পরিশ্রম করে সফল অর্জন করেছে।
  16. সুস্থ থাকার চেষ্টা করুনঃ সুস্থ থাকার চেষ্টা বলতে যেসব কারণে মানুষ অসুস্থ হয়ে থাকে সেসব দিক গুলো কে এড়িয়ে চলা। যেমন হাত পা পরিষ্কার করার ফলে অনেক ভাইরাস থেকে মুক্ত থাকা যায় ।খাবার আর ব্যায়াম করার ফলেও অনেক ধরনের অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়
  17. ধৈর্যশীল হয়ে উঠুনঃ মানুষের জীবনের ধৈর্য অনেক বেশি গুরুত্ব বহন করে।যে কোনো কিছু পেতে হলে মনের জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় । আগে কিংবা অন্যান্য খারাপ অবস্থায় ও ধৈর্য ধারণ করতে হয় ।তাই আপনি যদি বড় কোন ধরনের ফলাফল পেতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কারণ ধৈর্য ছাড়া ছাড়া আপনি বড় কোনো কিছু অর্জন করতে পারবেন না
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !