skip
Wednesday , May 31 2023

ন্যাটোর মূল উদ্দেশ্য কি ? │ What is the main purpose of NATO ?

ন্যাটো কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয় ।

  • ন্যাটো সদস্য দেশ সমূহের অখণ্ডতা বজায় রাখার উদ্দেশ্যকে সামনে রেখে এর এজেন্ডা বাস্তবায়ন করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেলেও সাম্প্রতিক সময়ে পুতিনের নেতৃত্বে ক্রিমিয়া দখল ইউরোপীয় দেশসমূহকে আবার নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে ন্যাটো ৪০০০ সংখ্যা বৃদ্ধি করে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ইউক্রেন রক্ষাও এখন ন্যাটোর একটা অন্যতম কাজ বটে।
  • সমাজতন্ত্র মতবাদকে ঠেকানও ছিল ন্যাটোর অন্যতম উদ্দেশ্য। কেননা এক দেশে সমাজতন্ত্র ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী দেশ সমূহেও সমাজতন্ত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
  • ন্যাটো সদস্য দেশ সমূহের মধ্যে সমস্যা দেখা দিলে তা শান্তিপূর্ণভাবে সমাধান করা।
  • সহযোগিতার মাধ্যমে সদস্য দেশ সমূহের মধ্যে সম্পর্কন্নোয়ন করা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !