- ১.অনুপাত ও গড়
- ২.নৌকা ও স্রোতের অংক
- ৩.মিশ্রণের অংক
- ৪.কাজের অংক (ঐকিক নিয়ম )
- ৫.লাভ ক্ষতি
- ৬.শতকরা, সুদকষা
- ৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত)
- ৮.উৎপাদক (বীজগণিত)
- ৯.পিতা ও পুত্র
- ১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
- ১১.চৌবাচ্চার অংক
- ১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি করতে পারেন ।
কোন বই পড়বেন – ক্লাস সিক্স-এইটের গণিত, জর্জ ম্যাথ রিভিউ (MP3), খাইরুলস বেসিক ম্যাথ (দু্র্বলদের জন্য) । এছাড়াও যার যার পছন্দমাফিক বই কিনে নিতে পারেন ।
প্রাইমারি নিয়োগ প্রস্তুতি ইংরেজিঃ
যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । বিগত সালের প্রশ্নগুলো না থাকলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিন –
Primary Teachers – Full part
(91.00 MB)
Total – 108page
Captured – HD
- i. SENTENCE
- ii. PARTS OF SPEECH (NOUN, ADJECTIVE, ADVERB, PREPOSITION, VERB)
- iii. Time And Tense
- iv. VOICE
- v. NARRATION
- vi. CORRECTION
- vii. SPELLING
- viii. NUMBER
- ix. GENDER
- x. SYNONYMS – ANTONYMS
- xi. PHRASE & IDIOMS
- xii. WORD MEANING
- xiii. CONDITIONALS
এগুলোর বাহিরে প্রশ্ন হবে না। ENGLISH FOR COMPETITIVE EXAMS বইয়ে চাপটার ওয়াইজ বিষয়গুলো পাবেন। অন্য যেকোন বইও ফলো করতে পারেন।
প্রাইমারি নিয়োগ প্রস্তুতি বাংলাঃ
অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা তুলনামূলক কঠিন । কারন বাংলা বিষয়ের টপিক বেশি আর এগুলো শেষ করতেও বেশি সময় লাগে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাংলা পড়তে হয় । সময় থাকতে বংলা বিষয়েটি ভালো করে পড়ে ফেলবেন । সাধারণত নিচের উল্লেখিত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেজন্য এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, এর বাইরে প্রশ্ন হবে না ।
- ১. লিঙ্গ
- ২. কাল
- ৩. ভাষা
- ৪. উপসর্গ
- ৫. এককথায় প্রকাশ
- ৬. কারক ও বিভক্তি
- ৭. সমাস
- ৮. অনুসর্গ
- ৯. বানান শুদ্ধি
- ১০. সন্ধি বিচ্ছেদ
- ১১. সমার্থক শব্দ
- ১২. বিপরীত শব্দ
- ১৩. বাগধারা
- ১৪. ণত্ব ও ষত্ব বিধা
- ১৫. প্রকৃতি ও প্রত্যয়
রবীন্দ্রনাথ ঠাকুর /কাজী নজরুল ইসলাম সহ গুরুত্বপুর্ণ সকল সাহিত্যিক ও লেখক
এই টপিকস গুলো পড়লে সাধারণত প্রশ্ন মিস হবে না
আরো দেখুন:
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত বছরের প্রস্ন ও সমাধান
সবচেয়ে ভালো হবে যদি আপনি বি সি এস সিরিজের প্রিপারেশন নিতে পারেন, তাহলে খুব সহজে পিলিতে টিকে যাবেন।
Primary Teachers Exam – previous year question and solution 2021 to 2014 with special model test and short suggestion
সাধারণ জ্ঞান
Important MCQ
Part – 01
১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?
— ১ জানুয়ারি, ১৯৯২
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?
— ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?
— ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?
— কুদরাত- এ – খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা–
— ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?
— ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?
— মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয়.?
— ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?
— ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?
— ছাত্র-ছাত্রীদের
ঝরে পড়া।
১১। প্রাথমিক স্থরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে.?
— ৩য় শ্রেণী থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্টিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কোনটি…?
— ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে থেকে.?
— ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?
— ২০০১ সালে।
১৫। বাংলাদেশ ‘কারিগরি শিক্ষা বোর্ড’ চালু হয় কবে.?
— ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় কবে.?
— ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?
— ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি.?
— NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?
— গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট কয়টি.?
— মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি বেসরকারি।