প্রাইমারি শিক্ষক নিয়োগ আর বেশি দেরি নেই । তাই যাদের কম পড়া হইছে বা যারা কাজের মধ্যে থেকে পড়াশোনা করেন তারা এই টপিকগুলো যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন । সাধারনত এগুলোর বাইরে প্রশ্ন হয় না তাই দেরি না করে এই সংক্ষিপ্ত টপিকগুলো পড়ুন ।
◼️ প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে জেনে নিন –
✓ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হয় উপজেলাভিত্তিক সৃষ্ট শূন্যপদের বিপরীতে অর্থাৎ আপনার উপজেলার বাহিরের কেউ আপনার উপজেলায় নিয়োগ পাবে না। আপনি প্রতিযোগিতা করবেন আপনার উপজেলার সকল মেধাবী পরীক্ষার্থীদের সাথে । বিশেষ করে মেয়েদের অন্যান্য যেকোনো চাকুরির পরীক্ষার চেয়ে এখানে সুযোগটা বেশি ।
✓ গত নিয়োগে মেয়েদের ন্যূনতম যোগ্যতা HSC থাকার কারনে প্রায় ২৪ লাখ আবেদন জমা পরছিল। তবে অনেকে নামে মাত্রই আবেদন করেছে। আগামী সার্কুলারে ছেলে ও মেয়ে উভয়ের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রী পাস করা হয়েছে। সুতরাং তুলনামূলক কম আবেদন জমা পরবে ।
✓ কোনোরকম কোটা ছাড়া যারা আছেন তাদেরও হতাশ হবার কিছু নেই। কারণ পরে অনেক কোটাই খালি থাকে, যেখানে পরবর্তীতে মেধাবীরা (সাধারন) নিয়োগ পায়। কোটা নিয়ে একদম মাথা ঘামাবেন না। কোটা নিয়ে মাথা ঘামালে পড়াশোনার উৎসাহ হারিয়ে ফেলতে পারেন।
✓ গতবার হাজার হাজার সাধারন পরীক্ষার্থী কোটার কারনে আবেদন করেনি কিংবা আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষা দিতে যায়নি। তবে তারা বুঝতে পারছে পরীক্ষায় অংশগ্রহণ না করে কি ভুল করছে, কিন্ত বুঝলে কি হবে ততক্ষণে চুড়ান্ত রেজাল্ট হয়ে গেছে।
✓ সর্বশেষে,প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অনেকের কাছেই একটা নেগেটিভ ধারণা আছে, টাকা, মামা খালু ছাড়া চাকুরী হবে না। হ্যা পূর্বে এটা বিদ্যমান ছিল, কিন্তু গত নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন ছাড়াই অধিকাংশ মেধাবী শিক্ষক হয়েছে।
গণিত –
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ে একদম ব্যাসিক MCQ আসে যারা টিউশুনি করেন তারা সহজেই পারবেন । শুধু একটু চর্চা করতে থাকবেন । যারা টিউশুনি করেন না তাদের করতে হবে । মনে রাখবেন সারাদিন পড়ার দরকার নেই যা করবেন একটু বুঝে করবেন । একদম অবিকল কমন পাবার আশা করবেন না । নিয়ম শিখবেন তাহলে এমনিতেই পারবেন ।
- ১.অনুপাত ও গড়
- ২.নৌকা ও স্রোতের অংক
- ৩.মিশ্রণের অংক
- ৪.কাজের অংক (ঐকিক নিয়ম )
- ৫.লাভ ক্ষতি
- ৬.শতকরা, সুদকষা
- ৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত)
- ৮.উৎপাদক (বীজগণিত)
- ৯.পিতা ও পুত্র
- ১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
- ১১.চৌবাচ্চার অংক
- ১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি করতে পারেন ।
কোন বই পড়বেন – ক্লাস সিক্স-এইটের গণিত, জর্জ ম্যাথ রিভিউ (MP3), খাইরুলস বেসিক ম্যাথ (দু্র্বলদের জন্য) । এছাড়াও যার যার পছন্দমাফিক বই কিনে নিতে পারেন ।
ইংরেজিঃ
যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । বিগত সালের প্রশ্নগুলো না থাকলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিন –
যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । বিগত সালের প্রশ্নগুলো না থাকলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিন –
Primary Teachers Exam Previous Question and solution – Full part
(91.00 MB)
Total – 108page
Captured – HD
Download From Google Drive
Total – 108page
Captured – HD
Download From Google Drive
- i. SENTENCE
- ii. PARTS OF SPEECH (NOUN, ADJECTIVE, ADVERB, PREPOSITION, VERB)
- iii. Time And Tense
- iv. VOICE
- v. NARRATION
- vi. CORRECTION
- vii. SPELLING
- viii. NUMBER
- ix. GENDER
- x. SYNONYMS – ANTONYMS
- xi. PHRASE & IDIOMS
- xii. WORD MEANING
- xiii. CONDITIONALS
এগুলোর বাহিরে প্রশ্ন হবে না। ENGLISH FOR COMPETITIVE EXAMS বইয়ে চাপটার ওয়াইজ বিষয়গুলো পাবেন। অন্য যেকোন বইও ফলো করতে পারেন।
বাংলাঃ
অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা তুলনামূলক কঠিন । কারন বাংলা বিষয়ের টপিক বেশি আর এগুলো শেষ করতেও বেশি সময় লাগে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাংলা পড়তে হয় । সময় থাকতে বংলা বিষয়েটি ভালো করে পড়ে ফেলবেন । সাধারণত নিচের উল্লেখিত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেজন্য এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, এর বাইরে প্রশ্ন হবে না ।
অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা তুলনামূলক কঠিন । কারন বাংলা বিষয়ের টপিক বেশি আর এগুলো শেষ করতেও বেশি সময় লাগে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাংলা পড়তে হয় । সময় থাকতে বংলা বিষয়েটি ভালো করে পড়ে ফেলবেন । সাধারণত নিচের উল্লেখিত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেজন্য এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, এর বাইরে প্রশ্ন হবে না ।
- ১. লিঙ্গ
- ২. কাল
- ৩. ভাষা
- ৪. উপসর্গ
- ৫. এককথায় প্রকাশ
- ৬. কারক ও বিভক্তি
- ৭. সমাস
- ৮. অনুসর্গ
- ৯. বানান শুদ্ধি
- ১০. সন্ধি বিচ্ছেদ
- ১১. সমার্থক শব্দ
- ১২. বিপরীত শব্দ
- ১৩. বাগধারা
- ১৪. ণত্ব ও ষত্ব বিধা
- ১৫. প্রকৃতি ও প্রত্যয়
রবীন্দ্রনাথ ঠাকুর /কাজী নজরুল ইসলাম সহ গুরুত্বপুর্ণ সকল সাহিত্যিক ও লেখক এই টপিকস গুলো পড়লে সাধারণত প্রশ্ন মিস হবে না
thanks