◼️ প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে জেনে নিন –
- ১.অনুপাত ও গড়
- ২.নৌকা ও স্রোতের অংক
- ৩.মিশ্রণের অংক
- ৪.কাজের অংক (ঐকিক নিয়ম )
- ৫.লাভ ক্ষতি
- ৬.শতকরা, সুদকষা
- ৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত)
- ৮.উৎপাদক (বীজগণিত)
- ৯.পিতা ও পুত্র
- ১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
- ১১.চৌবাচ্চার অংক
- ১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি করতে পারেন ।
কোন বই পড়বেন – ক্লাস সিক্স-এইটের গণিত, জর্জ ম্যাথ রিভিউ (MP3), খাইরুলস বেসিক ম্যাথ (দু্র্বলদের জন্য) । এছাড়াও যার যার পছন্দমাফিক বই কিনে নিতে পারেন ।
যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । বিগত সালের প্রশ্নগুলো না থাকলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিন –
Primary Teachers Exam Previous Question and solution – Full part
Total – 108page
Captured – HD
Download From Google Drive
- i. SENTENCE
- ii. PARTS OF SPEECH (NOUN, ADJECTIVE, ADVERB, PREPOSITION, VERB)
- iii. Time And Tense
- iv. VOICE
- v. NARRATION
- vi. CORRECTION
- vii. SPELLING
- viii. NUMBER
- ix. GENDER
- x. SYNONYMS – ANTONYMS
- xi. PHRASE & IDIOMS
- xii. WORD MEANING
- xiii. CONDITIONALS
এগুলোর বাহিরে প্রশ্ন হবে না। ENGLISH FOR COMPETITIVE EXAMS বইয়ে চাপটার ওয়াইজ বিষয়গুলো পাবেন। অন্য যেকোন বইও ফলো করতে পারেন।
অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা তুলনামূলক কঠিন । কারন বাংলা বিষয়ের টপিক বেশি আর এগুলো শেষ করতেও বেশি সময় লাগে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাংলা পড়তে হয় । সময় থাকতে বংলা বিষয়েটি ভালো করে পড়ে ফেলবেন । সাধারণত নিচের উল্লেখিত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেজন্য এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, এর বাইরে প্রশ্ন হবে না ।
- ১. লিঙ্গ
- ২. কাল
- ৩. ভাষা
- ৪. উপসর্গ
- ৫. এককথায় প্রকাশ
- ৬. কারক ও বিভক্তি
- ৭. সমাস
- ৮. অনুসর্গ
- ৯. বানান শুদ্ধি
- ১০. সন্ধি বিচ্ছেদ
- ১১. সমার্থক শব্দ
- ১২. বিপরীত শব্দ
- ১৩. বাগধারা
- ১৪. ণত্ব ও ষত্ব বিধা
- ১৫. প্রকৃতি ও প্রত্যয়
রবীন্দ্রনাথ ঠাকুর /কাজী নজরুল ইসলাম সহ গুরুত্বপুর্ণ সকল সাহিত্যিক ও লেখক এই টপিকস গুলো পড়লে সাধারণত প্রশ্ন মিস হবে না
thanks