Professors Primary Teachers Exam Suggestion
2021-2022
বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম
মুক্তার দেশ — কিউবা
শান্ত সকালের দেশ — কোরিয়া
হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড
হাজার দ্বীপের দেশ — ইন্দোনেশিয়া
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ — আফ্রিকা
সোনালী প্যাগোডার দেশ — মায়ানমার
মন্দিরের শহর — বেনারস
বাতাসের শহর — শিকাগো
গোলাপীর শহর — রাজস্থান
ঝর্ণার শহর — তাসখন্দ
সাদা শহর — বেলগ্রেড
বাজারের শহর — কায়রো
উদ্যানের শহর — শিকাগো
সম্মেলনের শহর — জেনেভা
রৌপ্যের শহর — আলজিয়ার্স
গ্র্যানাইডের শহর — এভারডিন
রাজ প্রসাদের শহর — কলকাতা
মোটর গাড়ির শহর — ডেট্রয়েট
নিশ্চুপ সড়ক শহর — ভেনিস
পোপের শহর — ভ্যাটিকান
দূর্গের শহর — এডিনবার্গ
গগণচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক
সোনালী তরুণের শহড়—সানফ্রান্সিসকো
রাতের নগরী — কায়রো
নিষিদ্ধ নগরী — লাসা
নিমজ্জমান নগরী — হেগ
স্বর্ণ নগরী — জোহান্সবার্গ
হীরক নগরী — কিম্বার্লী
রাজপ্রসাদের নগর — ভেনিস
চির বসন্তের নগরী — কিটো
জাঁকজমকের নগরী — নিউইয়র্ক
ভারতের রোম — দিল্লী
মুক্তার দ্বীপ — বাহরাইন
লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার
ব্রিটেনের বাগান — কেন্ট
ইউরোপের বুট — ইতালি
পবিত্র ভূমি — জেরুজালেম
আগুনের দ্বীপ — আইসল্যান্ড
পান্নার দ্বীপ — আয়ারল্যান্ড
বাংলার ভেনিস — বরিশাল
প্রাচ্যের ভেনিস — ব্যাংকক
দক্ষিণের রাণী — সিডনি
উত্তরের ভেনিস — স্টকহোম
সমুদ্রের বধু — গ্রেট ব্রিটেন
প্রাচ্যের ম্যানচেস্টার — ওসাকা
প্রাচ্যের ড্যান্ডি — নারায়নগঞ্জ
চীনের দুঃখ — হোয়াংহো নদী
ইউরোপের রুগ্ন মানুষ — তুরষ্ক
সোনার অন্তঃপুর — ইস্তাম্বুল
বিশ্বের রুটির ঝুড়ি — প্রেইরি
পবিত্র পাহাড় — ফুজিয়ামা
নীল পর্বত — নীলগিরি পাহাড়
পৃথিবীর কসাইখানা — শিকাগো
পৃথিবীর ছাদ — পামীর মালভূমি
পৃথিবীর চিনির আধার — কিউবা
পৃথিবীর গুদামঘর — মেক্সিকো
ইউরোপের ককপিট — বেলজিয়াম
ইউরোপের ক্রিয়াঙ্গন — সুইজারল্যান্ড
ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা
ইউরোপের স’মিল — সুইডেন
দক্ষিণের গ্রেট ব্রিটেন — নিউজিল্যান্ড
শ্বেতাঙ্গদের করবস্থান — গিনিকোস্ট
কানাডার প্রবেশদ্বার — সেন্ট লরেন্স
বাংলাদেশের প্রবেশদ্বার — চট্টগ্রাম
পাকিস্তানের প্রবেশদ্বার — করাচি
ভারতের প্রবেশদ্বার — মুম্বাই
পশ্চিমের জিব্রাল্টার — কুইবেক
আফ্রিকার মুক্তা — উগান্ডা
বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা
প্রথম আলো প্রকাশিত মডেল টেস্ট (01 – 10) – Click Here !
উত্তর: নিউজিল্যান্ড।
→১৫ বছর
✓ সম্প্রতি বাংলাদেশের সাথে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করতে যাচ্ছে কোন দেশ?
→ভুটান
৬ ডিসেম্বর বাংলাদেশ-ভুটানের মধ্যে এই মুক্তবাণিজ্য চুক্তি হতে যাচ্ছে।
চীনের সঙ্গে।
উত্তর: যুক্তরাষ্ট্র।
✓ যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে?
উত্তর: ২৭ জুন, ২০১৩।
✓ মুঘল আমলে প্রচলিত পূণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: খাজনা আদায়।
উত্তর: বহির্গোত্র বিবাহ।
উত্তর: ক্লোজআপ তারকা কিশোর দাশ
গত বছর বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের থিম Song টি তার লেখা ছিল।
উত্তর: পাকিস্তানের।
✓ বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের উন্নীত হবে?
উত্তর: ২০২৪ সালে।
→লিওনিড উল্কাবৃষ্টি
→সিংহ বা লিও ছায়াপথ থেকে উৎপত্তি হয়েছে এই উল্কার। তাই এই উল্কার নাম লিওনিড
→গতি সেকেন্ড প্রতি ৭১ কিলোমিটার
→প্রতি ৩৩ বছর লাগে টেম্পল–টাটল ধুমকেতুর সূর্যকে প্রদক্ষিণ করতে
→পুরো নভেম্বর মাস জুড়ে দেখা যাবে এই মহাজাতিক দৃশ্য
✓ ফ্রিল্যান্সিং শিল্পে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: দ্বিতীয়
✓ ‘কারাকোল লেক’ কোন দেশে অবস্থিত?
উত্তর: কাজাখস্তানে
✓ সংসদে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০ পাস হয় কবে?
উত্তর: ১৯ নভেম্বর ২০২০
বিলটি সংসদে উত্থাপন হয় ৮ নভেম্বর
✓ পৌরসভায় প্রথম ধাপের ভোট কোন সিস্টেমে হবে?
উত্তর: ইভিএমের মাধ্যমে
✓ সম্প্রতি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী ফিনিশ কোম্পানিগুলো কোন দেশের?
উত্তর: ফিনল্যান্ডের
✓ আধুনিক ইতিহাসের সর্বোচ্চ বিক্রিত প্রেসিডেন্টের আত্মজীবনিমূলক বই হওয়ার পথে কোন বইটি?
উত্তর: ওবামার ‘অ্যা প্রমিজ ল্যান্ড
✓ বর্তমান দেশের জনসংখ্যার কত শতাংশ মৌলিক স্যানিটেশনের আওতায় রয়েছে?
উত্তর: ৪৮ শতাংশ
স্যানিটেশন ও ক্লাইমেট ভালনারেবিলিটি ইনডেক্স র্যাংকিংয়ে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৩৬তম
✓ কত সাল থেকে ষষ্ঠ শ্রেণি থেকে মাধ্যমিকের সব ক্লাসে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
উত্তর: ২০২২ সাল থেকে
২০২১ সালে হওয়ার কথা ছিল কিন্তু হবে না
উত্তর: চীন।
✓ সরকারি ১৫টি চিনিকলের মধ্যে স্বাধীনতার পর কতটি চিনিকল স্থাপিত হয়েছে? উত্তর: ২টি।
✓ মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২০’ পাস হয়েছে কবে?
উত্তর: ১৯ নভেম্বর, ২০২০
উত্তর: একটি স্বায়ত্তশাসিত সংস্থা
- যা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দ্বারা পরিচালিত হয়।
- পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় অবস্থিত।
- (আরডিএ) এর বর্তমান মহাপরিচালক হলেন খলিল আহমদ
উত্তর: ভিয়েতনামে [ রাজধানী হ্যানয় ]
- হোটেলের লবি, সিলিং থেকে টয়লেটের কমোড সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো
- হোটেলটি নির্মাণে সময় লেগেছে ১১ বছর
✓ সম্প্রতি ষষ্ঠ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে কোথায়?
উত্তর: চীনে
✓ বর্তমানে দেশের মোট ভূমির প্রায় কত শতাংশ চরভূমি ?
উত্তর: ১০ শতাংশ
✓ বর্তমানে ভারতীয় হাইকমিশনার কে?
উত্তর: বিক্রম কুমার দোরাইস্বামী
✓ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের নাম কি?
উত্তর: ইতো নাওকি
✓ সম্প্রতি ২০২০ সালে বাংলাদেশের কে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় নাম ওঠালেন?
উত্তর: অধ্যাপক ড. এ এ মামুন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – পদার্থবিজ্ঞান বিভাগ)
- ঢাকা জেলার ধামরাই উপজেলার জালসা গ্রামে অধ্যাপক মামুনের জন্ম।
- তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক জুনিয়র ও সিনিয়র গ্রুপে স্বর্ণপদক লাভ করেন
- তিনি জার্মানি থেকে অতি সম্মানজনক ‘ব্যাসেল রিসার্চ এ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেন।
উত্তর: রাবাব ফাতিমা
✓ ২০২২ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর কোথায় হবে?
উত্তর: নিউজিল্যান্ডে
✓ ২০২০ ও ২০২১ সালের জন্য ওয়ালটনকে ‘সুপারব্র্যান্ড’ সম্মাননা দিয়েছে কে?
উত্তর: লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্রান্ডস
উত্তর: সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র ব্র্যান্ডের বিচারক সংস্থা। →১৯৯৪ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডিংয়ে কাজ আসসে।
✓ বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ কয় খন্ডে প্রকাশিত হয়েছে?
উত্তর: ১০ খণ্ড
বিপুল চাহিদার কারনে ৫০% ডিসকাউন্ট মূল্যে প্রাক-প্রকাশনা বিক্রয়ের সময় ৩০শে নভেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
✓ বর্তমানে বাংলাদেশের সঙ্গে ১৯৮টি দেশের বাণিজ্য রয়েছে।
✓ ৭১টি দেশের সঙ্গে রয়েছে বাণিজ্য ঘাটতি।
সমাধানঃ
নির্মাতারা বিক্রয়মূল্য = ১০০+২০ = ১২০ টাকা
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০+১২০ এর ২০%
= ১৪৪ টাকা
উত্তরঃ ১৪৪ টাকা
সমাধানঃ
৫ দিন পর খাদ্য থাকে = (৩০—৫) = ২৫ দিনের
৫ দিন পর মোট ছাত্রের সংখ্যা = (৪০+১০) = ৫০ জন
৪০ জনের খাদ্য চলবে ২৫ দিন
.’. ১ ” ” ” (২৫×৪০) “
.’. ৫০ ” ” ” (২৫×৪০)/৫০ দিন
= ২০ দিন
উত্তরঃ ২০ দিন
সমাধানঃ
ক্রয়মূল্য = ৩৮০+২০ = ৪০০ টাকা
৪০০ টাকায় ক্ষতি ২০ টাকা
.’.১০০ ” ” (২০×১০০)/৪০০ টাকা
= ৫ টাকা
উত্তরঃ ৫ টাকা
সমাধানঃ
চেয়ার দুটির বিক্রয়মূল্য = (৩৬০০×২) = ৭২০০ টাকা
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
.’. ” ৩৬০০ ” ” ” (৩৬০০×১০০)/১২০
= ৩০০০ টাকা
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
” ৩৬০০ ” ” ” (৩৬০০×১০০)/৮০
= ৪৫০০ টাকা
মোট ক্রয়মূল্য = (৪৫০০+৩০০০) = ৭৫০০ টাকা
.’. মোট লোকসান = (৭৫০০—৭২০০) = ৩০০ টাকা
উত্তরঃ ৩০০ টাকা
সমাধানঃ
৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা
” ১ ” ” ” ১৩০/ ১০০ “
” ১৫০ ” ” ” (১৩০×১৫০)/১০০
= ১৯৫ টাকা
উত্তরঃ ১৯৫ টাকা
** ২০০ জন লোক যে খাদ্য ২০ দিন খেতে পারে কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে ?
সমাধানঃ
২০ দিন খেতে পারে ২০০ জন লোক
.’. ১ ” ” ” (২০০x২০) জন লোক
= ৪০০০ জন লোক
.’.৪০ ” ” ” (৪০০০÷৪০) জন লোক
= ১০০ জন লোক
উত্তর: ১০০ জন লোক।
a) what b) which
c) that d) who
উত্তর: b) which
প্রদত্ত বাক্যে কমার পরের অংশটি nonrestrictive clause অর্থাৎ বাক্যের জন্য প্রয়োজনীয় নয়। বাক্যে থেকে বাদ দিলেও সমস্যা হবে না অর্থাৎ এটি বাক্যে অতিরিক্ত তথ্য দেয়। nonrestrictive clause এ which ব্যবহৃত হয়।
a) By whom will you be helped?
b) By whom would you be helped?
c) By whom you would be helped?
d) By whom you will be helped?
উত্তর: a) By whom will you be helped?
প্রদত্ত বাক্যটির passive voice এর কাঠামো হলো : by whom+ will+ ob কে sub+ be + verb এর past participle + question mark (?)
a) This is his speaking b) This is himself speaking
c) This is him speaking
d) This is he speaking
উত্তর: d) This is he speaking
be verb এর পর pronoun এর subjective রূপ ব্যবহৃত হয়
** Which of the following sentence is a simple sentence?
a) He was weak but is a hard worker.
b) He is weak and hard worker.
c) In spite of being weak, he works hard.
d) Though he is weak, he works hard.
উত্তর: c) In spite of being weak, he works hard.
simple বাক্যে একটিমাত্র clause এবং একটিমাত্র সমাপিকা (finite verb) ক্রিয়া থাকে।
** The quote ‘ All the (that হবে) glitters is not gold.’ is from which play of Shakespeare?
a) Hamlet
b) The Merchant of Venice
c) Othello
d) Romeo and Juliet
উত্তর: b) The Merchant of Venice
** It comes as no surprise that societies have codes of behavior, the character of the codes, on the other hand, can often be………….
a) predictable b) unexpected c) admirable d) explicit
উত্তর: b) unexpected
That clause এর পূর্বে no surprise থাকায় এবং পরে on the other hand থাকার কারণে বিপরীত ধারণাযুক্ত শব্দ লাগবে। সুতারাং unexpected হলো সঠিক উত্তর।
a) have b) has
c) had d) was
উত্তর: a) have
If clause যদি past perfect tense এ হয় তাহলে result clause এর গঠন হবে: sub+ would+ have+ verb এর past participle + extension । সুতরাং গঠন অনুযায়ী শূন্যস্থানে have বসবে।
ক) কলিয়াকৈর , গাজীপুর
খ) যশোর
গ) সিলেট
ঘ) রাজশাহী
উত্তরঃ খ
ক.১৯৯৭
খ.১৯৯৬
গ.১৯৯৮
ঘ.১৯৯৯
উত্তরঃ ক
ক.স্যামুয়েল হিউজ
খ.স্যামুয়েল হার্স্ট
গ.স্যামুয়েল এল জ্যাকসন
ঘ.রবার্ট জনসন
উত্তরঃ খ
ক) ২০ ফেব্রুয়ারি ,২০১৯
খ)২১ ফেব্রুয়ারি ,২০১৯
গ) ১৯ফেব্রুয়ারি ,২০১৯
ঘ) ১৯ফেব্রুয়ারি ,২০১৮
উত্তরঃ ঘ
ক.২০০৪ সালে
খ.২০০৬ সালে
গ.২০০৯ সালে
ঘ.২০০৫ সালে
উঃ খ
ক.Global Positioning Size
খ.Global Positioning Site
গ.Global Positioning System
ঘ.Good Positioning System
উঃ গ
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ
ক. গিগাবাইট
খ. মেগাবাইট
গ.কিলোবাইট
ঘ.টেরাবা্ইট
উত্তর:ঘ
ক. DTA
খ. DTH
গ. DHT,
ঘ. DTHA
উত্তর : খ
✓ মোবাইলের প্রথম সিম তৈরি করে যে প্রতিষ্ঠান সেটি কোন দেশের?
ক.রাশিয়া
খ.যুক্তরাজ্য
গ.জার্মানি
ঘ.যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ
ক.ভয়েস টেলিফোনি
খ.ভিডিও কল
গ.মোবাইল টিভি
ঘ.ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
উত্তরঃ ঘ
ক.অ্যান্ডি ফ্লেচার
খ.অ্যান্ডি রুবিন
গ.মার্ক জুকার বার্গ
ঘ.বিল গেটস্
উত্তরঃ খ
ক.পাকিস্তান
খ.দক্ষিণ কোরিয়া
গ.জাপান
ঘ.বাংলাদেশ
উত্তরঃ ক
✓ বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 এর ল্যান্ডিং স্টেশন কোথায় স্থাপিত হয়েছে??
a) কক্সবাজারের ঝিলংজায়
b) পটুয়াখালীর গোড়াআমখোলায়
c) কক্সবাজারের কলাতলীতে
d) চট্রগ্রামের কাপ্তাইতে
উত্তরঃ খ
ক. আল্ট্রাব্রডব্যান্ড সুবিধা
খ. 3D টিভি
গ.Wimax
ঘ. সবগুলোই
উত্তর: ঘ
a) Global System for Multimedia Message
b) Global System for Mobile Communication
c) Global System for Mobile Message
d) Global System for Multimedia Communication
উত্তর: খ
a) Global Protect Radiation Service
b) Global Packet Radio Service
c) General Packet Radiation Service
d) General Packet Radio Service
উত্তর ঘ
ক. ২৩০ জিবিপিএস
খ. ২০০ জিবিপিএস
গ. .২৫০ জিবিপিএস
ঘ. ৩০০ জিবিপিএস
উত্তর: খ
✓ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএম
ঘ) এমটিএস
সঠিক উত্তর: (ঘ)
ক) ফিনল্যান্ড
খ)দঃ কোরিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
উঃ খ
✓ প্রথম স্মার্টফোনের নাম কী?
ক.সিমন
খ.সাইমন
গ.আপেল
ঘ.নকিয়া
উঃ খ
✓ কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক
ক. খেলা-ধুলা
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. ব্যবসায় -বানিজ্য
ঘ. ব্যাংক ব্যাবস্থা
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ক. অনলাইন
খ. DNA
গ. মোবাইল
ঘ. ডাক ব্যবস্থা
উত্তর: গ. মোবাইল
✓ ভার্চুয়াল রিয়েলিটিতে কতমাত্রিক জগৎ তৈরি করা হয়?
ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) সবগুলোই
সঠিক উত্তরঃ গ
ক. ত্রি-মাত্রিক ছবি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. টিভির ছবি
ঘ. রিয়েলিটি শো
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
✓ GIS এর পূর্ণ রূপ কোনটি ?
ক. Graph information system
খ. Gepgraphic Instruction
গ. Geographic information system
ঘ. Geograph instant system
উত্তর: গ. Geographic information system
✓ নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
✓ কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয় ভাবে সনাক্ত করা যায়?
ক) ন্যানো টেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক্স ইন্জিনিয়ারিং
ঘ) বায়োইনফরমেটিক্স
সঠিক উত্তরঃ খ
ক) ন্যানো টেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) রোবটিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স
সঠিক উত্তরঃ গ
Professor Primary Assistant Teacher Assistant Full PDF Book + প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ৮০ টি মডেল টেস্ট ( Click Here )
Applied English Grammar and Composition By P.C.DAS (PDF Book Download) ( Click Here )
Professor Gonit Special Full PDF Book download ( Click Here )
যে সকল বাগধারা দ্বারা একই অর্থ বোঝায় > সমজাতীয় বাগধারা (See More….)