বাংলালিংক ফ্রি মেসেঞ্জার অফার
বাংলালিংকের ফ্রি মেসেঞ্জার অফারটি তখনই চালু হবে যখন আপনার মোবাইল ডাটার ব্যালেন্স শেষ হয়ে যাবে। অর্থাৎ, ফ্রি টেক্সট-অনলি ফেসবুক সেবার সাথে সাথেই ফ্রি মেসেঞ্জারও চালু হবে।
ফ্রি মেসেঞ্জার সেবার মাধ্যমে আপনি বিনামূল্যে লিখিত মেসেজ, স্টিকার, রিয়াক্ট এসব পাঠাতে পারবেন। কোনো ফটো বা ভিডিও দেখতে পারবেন না। অডিও বা ভিডিও কলও করতে পারবেন না। হঠাত ইন্টারনেট ডাটা শেষ হয়ে গেলে জরুরি তথ্য আদানপ্রদানের জন্য এটি ভাল একটি সেবা হতে পারে।
বাংলালিংক ফ্রি মেসেঞ্জার কিভাবে চালাবো ?
আপনি মোবাইল ব্রাউজার যেমন গুগল ক্রোম থেকে অথবা মেসেঞ্জার মোবাইল অ্যাপ থেকে এই সেবা চালাতে পারবেন। আপনার মোবাইলে যদি মেসেঞ্জার অ্যাপ থাকে তাহলে সেটি চালু করুন। আপনার মোবাইল ডাটা যদি শেষ হয়ে যায় তাহলে মেসেঞ্জার অ্যাপের মধ্যে ফ্রি সেবা চালু হওয়ার একটি নোটিফিকেশন দেখতে পাবেন। সেখানে শর্তসমূহ সম্মতি দিয়ে ফ্রি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
মোবাইল ব্রাউজারে ফেসবুক মেসেঞ্জার সেবা ব্যবহার করতে চাইলে প্রথমে ফেসবুক সাইট ভিজিট করতে হবে। ফেসবুক সাইটের মধ্যে আপনি মেসেজ অপশন পাবেন। সেখান থেকে ফেসবুকের মেসেজিং সেবা ব্যবহার করতে হবে।
আর হ্যাঁ, এই ক্ষেত্রেও আপনার একাউন্টে টাকা থাকলে পে অ্যাজ ইউ গো চার্জ কাটতে পারে।
বাংলালিংক ফ্রি ডিসকভার অফার
ফেসবুকের আরেকটি সেবা “ডিসকভার”- যেটি গ্রামীণফোন, রবি ও এয়ারটেলে আছে, সেটি বাংলালিংকেও এসেছে। ডিসকভার সেবাটির মাধ্যমে আপনি বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটিও টেক্সট-অনলি। অর্থাৎ ফেসবুক ডিসকভার অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন সাইট ভিজিট করতে পারবেন। গুগল সার্চ করতে পারবেন। এগুলোতে কোনো ছবি দেখা যাবেনা। শুধু লেখা এবং আইকন দেখা যাবে।
কিভাবে বাংলালিংকে ফ্রি ডিসকভার ব্যবহার করব ?
আপনি ফেসবুকের ডিসকভার মোবাইল অ্যাপ অথবা ডিকভার ওয়েবসাইটের মাধ্যমে এই সেবাটি ব্যবহার করতে পারবেন। আপনার বাংলালিংক সিমের ডাটা ব্যালেন্স ফুরিয়ে গেলে নিজ থেকেই এই অফারটি চালু হয়ে যাবে। প্রতিদিন সর্বোচ্চ ২০ মেগাবাইট ডাটা বাংলালিংক ডিসকভার সেবায় ব্যবহার করতে পারবেন। এই টেক্সট-অনলি ব্রাউজিংয়ে মাসে সর্বোচ্চ ৬০০ মেগাবাইট ডাটা ফ্রি দিবে বাংলালিংক। অন্যান্য অপারেটরগুলো প্রতিদিন সর্বোচ্চ ১৫ মেগাবাইট ডাটা দিচ্ছে (মাসে ১৫০ মেগাবাইট)।
গুগল প্লে স্টোরে গিয়ে Discover from Facebook এটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন । সার্চ করলে খুঁজে পাওয়ার পরে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন । এটি ব্যবহার করা খুব একটা কঠিন কিছু নয় তাই ইন্সটল করে নিয়ে অ্যাপ টিতে প্রবেশ করলেই আপনি অপশন গুলো দেখতে পাবেন