skip
Tuesday , May 30 2023

বিভিন্ন পরীক্ষায় আসা বিখ্যাত বানী বা উক্তি │ Important quotes that come in various job exam

1.‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাব’-উক্তিটি কার?
রফিক আজাদ
2.কবিতায় আর কি লিখবো? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ- কোন কবির উক্তি?
মোহাম্মদ মনিরুজ্জামান।
3. ‘স্বাধীনতা  হীনতায়  কে বাচিতে চায় হে, কে বাচিতে চায় হে? ’পংক্তিটি কার?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
4.‘চুল কার কবেকার অন্ধকার বিদিশার নিশা,মুখ তার শ্রাবস্তির কারুকার্য,অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা ।’-এই কবিতাংশটুকুর কবি কে?
জীবনানন্দ দাস
5.‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি’ ।-কবিতাংশটুকুর রচয়িতা কে?
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
6.কানে খুঁজো ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেড়ে ঢিলে।’ কোন কবির
উক্তি?
 শামসুর রাহমান
7. ‘‘কেমনে ধরিব হিয়া?আমার বধূয়া আন বাড়ি যায়আমার অঙ্গিনা দিয়া ।” –কোন কবির রচনা?
উঃ চন্ডিদাস
8. ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার, ভয় কি বন্ধু আমরা এখানে চার কোটি পরিবার খাড়া রয়েছি তো’-এ কবিতাংশটি কার লেখা?
আলাউদ্দীন আল আজাদ
9.‘এবার ফিরাও মোরে’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তগত?
চিত্রা
10. ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে?’ –এই উক্তিটি কার?
মাইকেল মধুসূদন দত্ত
11. ‘নন্দ নন্দন চন্দ চন্দনগন্ধ নিন্দিত অঙ্গ ।’- কোন কবির রচনা?
গবিন্দচন্দ্র
12. ‘বাঙ্গালিরা ঠেকে শেখে’ এই উক্তিটি কার?
প্রমথ চৌধুরীর
13. ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’
 কাজী নজরুলর ইসলাম
14.‘‘প্রীতি ও প্রেমের পূন্য বাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।”
শেখ ফজলল করিম
15. “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে”-
সুকান্ত ভট্টাচার্য।
16.‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”-
রবীন্দ্রনাথ ঠাকুর।
17.‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।”
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
18.‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”
জীবনানন্দ দাশ।
19. ‘‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে
জীবনানন্দ দাশ।
20.‘শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ”—– জীবনানন্দ দাশ।
21. ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”
সুকান্ত ভট্টাচার্য।
22. ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো’
সুকান্ত ভট্টাচার্য।
23.‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”
রবীন্দ্রনাথ ঠাকুর।
24.‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’
কাজী নজরুল ইসলাম
25.‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী’
সমর সেন।
26.‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’
রবীন্দ্রনাথ ঠাকুর।
27.‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন’
শহীদ কাদরী।
28.‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
অতুল প্রসাদ সেন।
29. ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”
জসীম উদ্দিন।
30.‘‘আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।”
আবু হেনা মোস্তাফা কামাল।
31. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর”
শামসুর রাহমান।
32. ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”
জসীম উদ্দিন।
33.‘তাল সোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী’
আশরাফ ছিদ্দিকী।
34.‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”
সৈয়দ এমদাদ আলী।
35. ‘‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমন”
মধুসূদন দত্ত।
36.হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, –
জীবনান্দ দাশ
37.”এইখানে সরোজিনী শুয়ে আছে, জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা”-
জীবনানন্দ দাস
38.“পৃথিবীর সবকটা সাদা কবুতর/ইহুদী মেয়েরা রেঁধে পাঠিয়েছে/মার্কিন জাহাজে”
 আল মাহমুদ
39.”তুমি যাবে ভাই? যাবে মোর সাথে,/আমাদের ছোট গাঁয় ? গাছের ছায়ায় লতায় পাতায়/ উদাসী বনের বায় ?” জসীমউদ্দীন
40.. “অপদার্থ মানুষকে অনুকরণ করে নিজের মনুষ্যত্বকে হীন কর না, শুধু অর্থ ও সম্পদের সামনে তোমার মাথা যেন নত না হয়।”
মোহাম্মদ লুতফর রহমান
41.~সাহিত্য জাতির দর্পন স্বরূপ “
প্রমথ চৌধুরী
42.“সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”
প্রমথ চৌধুরী
43.“শিক্ষার ‘স্ট্যান্ডার্ড’ মানে জ্ঞানের ‘স্ট্যান্ডার্ড’, মিডিয়ামের ‘স্ট্যান্ডার্ড’ নয়।”
আবুল মনসুর আহমদ
44.“বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।”
আবুল মনসুর আহমদ
45.“বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন”-
সুকান্ত ভট্টাচার্য
46. “মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই যাই।”
মাধবী ফুল গাছ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর
47.”তরবারি গ্রহণ করতে হয় উচ্চশিরে উদ্ধত হস্ত তুলে, মালা গ্রহণ করতে হয় উচ্চশির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে ললাট ঠেকিয়ে।”
কাজী নজরুল ইসলাম
48..’বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’
লালন
49.“যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে”।
রবীন্দ্রনাথ ঠাকুর
50..বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই”।
কাজী নজরুল ইসলাম
51.”এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেওনা”
কাজী নজরুল ইসলাম
52.’কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি’
রবীন্দ্রনাথ ঠাকুর
53.“প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”
রবীন্দ্রনাথ ঠাকুর
54.“নারী দাসী বটে, কিন্তু সেইসঙ্গে নারী রানীও বটে”।
রবীন্দ্রনাথ ঠাকুর (মধ্যবর্তিনী)।
55.“আশাকে ত্যাগ করলেও সে প্রগলভতা নারীর মত বারবার ফিরে আসে”।
-রবীন্দ্রনাথ ঠাকুর।
56.“দুঃখের বরষায় চক্ষের জল যেই নামলবক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল”।
-রবীন্দ্রনাথ ঠাকুর।
57.“হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান হোক এই অসহ্য রাত্রির।আমি আর সইতে পারছি না।”
নির্মলেন্দু গুণ
58. ‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’   
কাজী নজরুলর ইসলাম    
59.”প্রীতি ও প্রেমের পূন্য বাধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।”  
শেখ ফজলল করিম    
60. ”জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”    
সুফিয়া কামাল    
61. ”হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”    
সুকান্ত ভট্টাচার্য।    
62.“বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।”   
আবুল মনসুর আহমদ    
63 “বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন”-    
সুকান্ত ভট্টাচার্য

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !