skip
Monday , June 5 2023

ব্যাংক সিনিয়র অফিসার মৌখিক পরীক্ষার জন্য ৭টি টিপস

Tips for bank senior officer viva exam

১. নিজের সম্পর্কে জানতে হবে। নিজের নাম, পরিবার, কোথায় থাকেন, কোথায় পড়েছেন, কি পড়েছেন, এখন কি করেন, আগে কি করতেন ইত্যাদি।

২. নিজের জেলার সম্পর্কে জানতে হবে। জেলার বিখ্যাত/কুখ্যাত ব্যক্তিবর্গের নাম/পরিচয়, বিখ্যাত স্থান ইত্যাদি।

৩. সাম্প্রতিক আলোচিত ইস্যু সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

৪. নিজের সাবজেক্টের বেসিক বিষয়গুলোর জানতে হবে এবং তার সাথে ব্যাংকের সম্পর্ক তৈরি করতে হবে।

৫. চয়েজ লিস্টের ১ম ৩ টি ব্যাংকর সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে হবে এবং অন্য ৪টি ব্যাংকের উপর মোটামুটি ধারণা নিতে হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন।

৬. জাতির পিতা, মুক্তিযুদ্ধ, সংবিধান, বর্তমান সরকারের সাফল্য ইত্যাদির উপর প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

৭. সকল ব্যাংকিং টার্ম সম্পর্কে জানতে হবে। যেমন বিভিন্ন রকমের চেক ও একাউন্ট, NPSB, BEFTN, RTGS, তফসিলি ও অতফসিলি ব্যাংকের পার্থক্য, ব্যাংক আয় করে কিভাবে, দেশে সরকারি- বেসরকারি ব্যাংক কতটি ও তাদের নাম, একজন সিনিয়র অফিসারের কাজ কি, গ্রীণ ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং,মোবাইল ব্যাংকিং, World Bank, IMF, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংক, করোনায় ব্যাংকিং খাতের অবস্থা ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

Bangladesh Bank Exam Aid (BBEA)

Jafar Iqbal Ansary
Senior Officer
Karmasangsthan Bank

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !