-
What is a blogger’s job ?
-
Why do we use Blogger ?

১. লেখালেখি অনলাইনে প্রকাশ করার জন্য
২. নিজের ছবি ভিডিও ইত্যাদি প্রকাশ করার জন্য
৩. নিজের প্রতিভাকে বিশ্বের সকলের কাছে তুলে ধরার জন্য
৪. নিজের প্রতিষ্ঠানকে অন্যের কাছে পরিচিতি লাভ করানোর জন্য
ব্লগার এর কাজ কি ?
১. কোন ডোমেইন হোস্টিং ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টি ওয়েবসাইট প্ল্যাটফর্ম ব্লগার দিয়ে থাকে
২. বিনামূল্যে একাধিক ব্লগ খোলার সুযোগ দিয়ে থাকে
৩. ফ্রিতে ভিডিও ছবি আপলোড ও ডাউনলোড করার সুযোগ দিয়ে থাকে
৪. ব্লগারদের হোস্টিং কেনার প্রয়োজন পড়ে না
৫. প্রাথমিকভাবে বিনামূল্যে সাবডোমেইন ব্লগারদের থাকে তবে পরবর্তীতে টপ লেভেল দমাইন সংযুক্ত করা সম্ভব
৬. ব্লগার থিম ফ্রিতে দিয়ে থাকে । এছাড়াও ব্লগারের কাস্টম থিম আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন । কিন্তু ওয়াডপ্রেস ব্যবহারকারীরা একই সুযোগ পাইনা ।
৭. ব্লগার উইজেট বিনামূল্যে পাওয়া যায় ।
৮. ব্লগার থেকে এডসেন্স আবেদন করার বিশেষ সুবিধা দিয়ে থাকে ।
যারা নতুন তারা নিঃসন্দেহে ব্লগার প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন । কারণ ব্লগার কোডিং সম্পর্কে আপনার খুব বেশি কিছু না জানলেও চলবে । আমরা চেষ্টা করব ব্লগার এফ বেসিক কোডিং সবগুলো যাতে আপনাদের কাছে তুলে ধরা যায় ।
এছাড়াও এই সাইট হতে আপনারা ব্লগারের অ্যাডভান্স কাজ শিখতে পারবেন একদম বিনামূল্যে । এই সাইটের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেওয়া হবে ব্লগার এর সঠিক ব্যবহার ও কাস্টম থিম কিভাবে তৈরি করা যায় ও ব্যবহার করা যায় ।
শুধু নিয়মিত এই সাইট সাথে সংযুক্ত থাকুন ।
যেহেতু আমাদের সকল পোষ্ট বাংলা ভাষায় পাবলিশ করা হয় তাই কঠিন কাজগুলো আপনি সহজ ভাবে শিখতে পারবেন ।
আপনি নিয়মিত এ সাইটের সাথে সংযুক্ত থাকলে মাত্র দুই মাসে ব্লগার এর সকল ধরনের ব্যবহার আপনি শিখে যাবেন আর এটা শিখতে পারবেন সম্পূর্ণ আপনার নিজের ভাষায় । আমরা প্রতিটি আলাদা আলাদা ব্লগারের অপশন আপনাদের সামনে তুলে ধরবো এবং এর কাজ সম্পর্কে জানিয়ে দেবো ।