অঞ্চলে ভেদে বিভিন্ন প্রকারের মাপ ঝোক প্রচলিত রয়েছে । এগুলো হলো কানি-গন্ডা, বিঘা-কাঠা,শতাংশ বা শতক ইত্যাদি । এই পরিমাপগুলো আয়তন বিভিন্ন রকমের হয়ে তাকে । বিভিন্ন অঞ্চলে ভূমির পরিমাপ বিভিন্ন পদ্ধতিতে হলেও সরকারি ভাবে ভূমির পরিমাপ একর, শতক পদ্ধতিতে করা হয়। সারাদেশে একর শতকের হিসাব সমান ।
কাঠা, বিঘা, একর অনুযায়ী পরিমান
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬৫ অযুতাংশ
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ২০ কাঠা
১ একর = ১০০ শতাংশ
১ একর = ৬০.৬ কাঠা
১ একর = ৩.০৩ বিঘা
টিকা: একশত শতাংশ বা, এক হাজার সহস্রাংশ বা, দশ হাজার অযুতাংশ = ১ একর। দশমিক বিন্দুর (.) পরে চার অঙ্ক হলে অযুতাংশ পড়তে হবে।
বর্গগজ, বর্গফুট অনুযায়ী পরিমান
৪৮৪০ বর্গগজ = ১ একর
৪৩৫৬০ বর্গফুট = ১ একর
১৬১৩ বর্গগজ = ১ বিঘা
১৪৫২০ বর্গফুট = ১ বিঘা
৮০.১৬ বর্গগজ = ১ কাঠা
৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা
৪৮.৪০ বর্গগজ = ১ শতাংশ
৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ
৫.০১ বর্গগজ = ১ ছটাক
৪৫.০৯ বর্গফুট = ১ ছটাক
১.১৯৬ বর্গগজ = ১ বর্গমিটার
১০.৭৬ বর্গফুট = ১ বর্গমিটার
টিকা: কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১ একর হবে। যেমনঃ ভূমির দৈর্ঘ্য ২২০ গজ এবং প্রস্থ ২২ গজ সুতরাং ২২০×২২ গজ = ৪৮৪০ বর্গগজ।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা:
১ গন্ডা = ৪ কড়া
১ গন্ডা = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ২১৬ বর্গফুট
১ কানি = ২০ গন্ডা
১ কানি = ১৭২৮০ বর্গফুট
২ কানি ১০ গন্ডা = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০,০০০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
ছটাক, বিঘা এবং কাঠার হিসাব
১ ছটাক = ২০ গন্ডা
১ ছটাক = ৪৫ বর্গফুট
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৭২০ বর্গফুট
১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট