হিসাববিজ্ঞানের বেসিক বলতে কী বোঝায় ?
যেমন:
জাবেদা কি ?
হিসাব সমীকরণ বিবরণী কি ?
প্রাপ্তি ও প্রদান হিসাব কি ?
Deposit in Transit- ট্রানজিটে জমা
Interest Payable on Bank Overdraft- ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যয়)
রেওয়ামিল কি ?
খতিয়ান কাকে বলে ?
হিসাববিজ্ঞানের উৎপত্তি কবে ? / হিসাববিজ্ঞানের জনক কে ?
ইতালি ও গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে সুন্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাববিজ্ঞানের উদ্ভাবন করেন । তিনি হিসাববিজ্ঞানের জনক ।
✓ ব্যাংক সমন্বয় বিবরণী কি ? ইহা কে প্রস্তুত করে ?
হিসাব কাকে বলে ?
হিসাব কত প্রকার ? কি কি ?
সনাতন পদ্ধতিতে হিসাব দুই প্রকার –
- ১. ব্যক্তিবাচক হিসাব
- ২. অব্যক্তিবাচক হিসাব
আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার –
- ১. সম্পদ হিসাব
- ২. দায় হিসাব
- ৩. মালিকানাস্বত্ব হিসাব
- ৪. আয় হিসাব
- ৫. ব্যয় হিসাব
চেক কাকে বলে ?
হিসাববিজ্ঞানের কিছু সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর –
# হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি ?
১. ব্যক্তিবাচক হিসাবঃ
গ্রহীতা ⟶ ডেবিট
দাতা ⟶ ক্রেডিট
২. সম্পত্তিবাচক হিসাবঃ
সম্পত্তি আসলে ⟶ ডেবিট
সম্পত্তি গেলে / কমলে ⟶ ক্রেডিট
৩. আয়–ব্যয় বাচক বা নামিক হিসাবঃ
সকল খরচ বা ক্ষতি ⟶ ডেবিট
সকল আয় বা লাভ ⟶ ক্রেডিট
ব্যাংক সমন্বয় বিবরণী কি ?
নগদান বহির উদ্ধৃত্ত এবং ব্যাংক হিসাব বিবরণী উদ্ধৃত্তের গরমিলের কারণ দেখিয়ে যে মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে ।
GAAP কি ? বা GAAP এর পূর্ণরুপ কি ?
হিসাববিজ্ঞানের সর্বজনস্বীকৃত নীতিমালাকে GAAP বা Generally Accepted Accounting Principles বলে ।
অথবা,
সর্বজনগ্রাহ্য হিসাববিজ্ঞান নীতিমালাকে (GAAP -Generally Accepted Accounting Principles)
বলে ।
হিসাববিজ্ঞান কি ? বা কাকে বলে ?
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন – খরচ, আয়-ব্যয়, ক্রয়-বিক্রয়, পরিশোধ, আদায় ইত্যাদি সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে হিসাববিজ্ঞান বলে ।
বিকল্প উত্তর :
আর্থিক লেনদেন গুলোকে লিপিবদ্ধ করণ, শ্রেণীবদ্ধকরণ ও ব্যাখ্যাকরণ পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে ।
হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি ? জবেদা সহ লিখ ।
ইতালি ও গণিতবিদ লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির উন্মোচন করেন এ পদ্ধতিতে লেনদেনগুলোকে দুটি পক্ষে ডেবিট ও ক্রেডিট এর মাধ্যমে লিপিবদ্ধ করা হয় এটি হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র হিসেবে পরিচিত ।
জাবেদা সমূহ :
সম্পদ
বৃদ্ধি হলে ডেবিট
হ্রাস হলে ক্রেডিট
দায়
হ্রাস হলে ডেবিট
বৃদ্ধি হলে ক্রেডিট
আয়
হ্রাস হলে ডেবিট
বৃদ্ধি হলে ক্রেডিট
ব্যয়
বৃদ্ধি হলে ডেবিট
হ্রাস হলে ক্রেডিট
মালিকানা স্বত্ব
হ্রাস হলে ডেবিট
বৃদ্ধি হলে ক্রেডিট
ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি
সম্পদ বৃদ্ধি পেলে . . . . . . . . . . . . ডেবিট
সম্পদ হ্রাস পেলে . . . . . . . . . . . . ক্রেডিট
দায় হিসাবঃ দায় সাধারণত ক্রেডিট ব্যালেন্স ( জের) নির্দেশ করে।
দায় হ্রাস পেলে . . . . . . . . . . . . ডেবিট
দায় বৃদ্ধি পেলে . . . . . . . . . . . . ক্রেডিট
স্বত্বাধিকার হিসাবঃ স্বত্বাধিকার সাধারনত ক্রেডিট ব্যালেন্স (জের) নির্দেশ করে।
স্বত্বাধিকার হ্রাস পেলে . . . . . . . . . . . . ডেবিট
স্বত্বাধিকার বৃদ্ধি পেলে . . . . . . . . . . . . ক্রেডিট
আয় হিসাবঃ আয় সাধারণত ক্রেডিট ব্যালেন্স ( জের) নির্দেশ করে।
আয় হ্রাস পেলে . . . . . . . . . . . . ডেবিট
আয় বৃদ্ধি পেলে . . . . . . . . . . . . ক্রেডিট
ব্যয় হিসাবঃ ব্যয় সাধারণত ডেবিট ব্যালেন্স (জের) নির্দেশ করে।
ব্যয় বৃদ্ধি পেলে . . . . . . . . . . . . ডেবিট
ব্যয় হ্রাস পেলে . . . . . . . . . . . . ক্রেডিট
আধুনিক হিসাববিজ্ঞানের জনক ⟶ লুকা প্যাসিওলি (Luca Pacioli)
Financial Accounting Standard Board (FASB) – এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “ হিসাববিজ্ঞান হল আর্থিক তথ্যের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যাবলির পরিমাপ এবং প্রতিবেদনের কাজে ব্যবহৃত পক্রিয়া ।
হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী ২ ধরণেরঃ
অভ্যন্তরীণ ব্যবহারকারী: যারা সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মালিকানার আওতাভুক্ত তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয় । যেমনঃ মালিক, কর্মচারী, ব্যবস্থাপকগণ, কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ পরিচালক ।
বাহ্যিক ব্যবহারকারী: যারা ব্যবসাপ্রতিষ্ঠানের সাথে জড়িত কিন্তু মালিকানা এবং ব্যবস্থাপনার অংশ নন তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলা হয়; যেমনঃ পাওনাদার,বিনিয়োগকারী, ভোক্তা, গবেষক, কোম্পানি নিবন্ধক, কর কর্তৃপক্ষ, সরকার, নিরীক্ষক ইত্যাদি ।
হিসাব সমীকরণঃ A = L + E
Assets (A) = Liabilities (L) + Owner’s Equity (OE)
সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
Owner’s Equity (OE) মালিকানা স্বত্ব = Capital (C) + Revenue (R) + Additional Capital (A) – Expense (E) – Drawings (D)
Assets – সম্পদ
Liabilities –দায়
Capital – মুলধন
Revenue – আয়
Additional Capital – অতিরিক্ত মূলধন
Expense – ব্যয়
Drawings – উত্তোলন
More Help For You –
কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে ? দেখে নিন ! (Click Here !)
কিভাবে পড়লে ব্যাংকে চাকরি পাবো ? (Click Here !)
জনতা ব্যাংক এইও ভাইভা এক্সপেরিয়েন্স (Click Here !)
ভাইভা প্রস্তুতি – যে কথা কেউ বলবেনা (Viva preparation – no one will say that) (Click Here !)
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কি করে চিনবেন ? (Click Here !)
জাতির জনক বঙ্গবন্ধু সর্ম্পকে যে সকল প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে (Click Here !)
এন জি ও প্রতিষ্ঠানের জন্য একটি ভালো জীবনবৃতান্ত কিভাবে বানাবেন ? (Click Here !)
প্রফেসর’স অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর সম্পূর্ন বই ডাউনলোড করে নিন
Khairuls Basic Math Full Book PDF Download New Edition
Need