skip
Friday , June 2 2023

যেভাবে পড়লে এক পড়া দিয়ে সকল ফ্যাকাল্টির ব্যাংক প্রিলি পাশ করবেন

How to pass all bank mcq test ?

বাংলাঃ MP3 বাংলা বা অগ্রদূত বাংলা বা Crack the previous question বই থেকে সকল বাংলা MCQ গুলো পড়ে ফেলুন। পরীক্ষায় আপনার থেকে বেশি কেউ পারবে না।

ম্যাথঃ সরকারি- বেসরকারি ব্যাংকের বিগত বছরের  সকল পদের MCQ ম্যাথ গুলো আসতে আসতে করতে থাকেন। এতে পরীক্ষায় অনেক ম্যাথ কমন পাবেন এবং কমন না পেলেও ভালোই পারফর্ম করতে পারবেন।

ইংরেজিঃ যদি আপনি ইংরেজিতে দূর্বল হোন তাহলে সরকারি- বেসরকারি ব্যাংকের সকল ফ্যাকাল্টির বিগত বছরের MCQ English গুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়েন। এতে পরীক্ষায় যা পারবেন সেটাই আলহামদুলিল্লাহ বলবেন।

কম্পিউটারঃ সরকারি- বেসরকারি ব্যাংক, বিসিএসসহ সকল পরীক্ষার বিগত বছরের Computer MCQ পড়বেন এবং Examveda website থেকে প্রতিটি অধ্যায়ের ১-৩ সেকশন পড়বেন। এতে যা পারবেন তাতেই আলহামদুলিল্লাহ বলবেন। দুনিয়ার সব পড়া যায় নাকি !

জিকেঃ MP3 বা Crack the previous question বই থেকে সকল GK MCQ গুলো পড়ে ফেলুন এবং সেই সাথে সাম্প্রতিক ঘটনাবলী পড়েন, পরীক্ষায় আপনার থেকে বেশি কেউ পারবে না।
ধন্যবাদ

Jafar Iqbal Ansary
Senior Officer
Karmasangsthan Bank

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !