Galaxy Related MCQ For JOB Exam
পৃথিবী একটি গ্রহ
চাঁদ একটি উপগ্রহ
সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র
গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা – ছায়াপথ
সৌর জগতে ৮ টি গ্রহ রয়েছে
যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় খুব বেশি দেওয়া হয় –
✓ সবচেয়ে ছোট গ্রহ– বুধ
✓ সূর্যের নিকটতম গ্রহ– বুধ (Mercury)
✓ পৃথিবীর নিকটতম গ্রহ– শুক্র
✓ কোন গ্রহের উপগ্রহ বেশি – বৃহস্পতি
✓ হ্যালির ধূমকেতু দেখা যায় – ৭৬ বছর পর পর
✓ পৃথিবী থেকে সূর্যের দুরত্ব–১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)
✓ বুধ বা Mercury সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকতম গ্রহ
সৌরজগতের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক
আগে 🌑 পুটো নামক একটি জ্যোতিস্ককে গ্রহ বলা হতো। কি ন্তু২০০৯ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্তনেন যে, এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ।
💢 শনির ভূত্বক – বরফে ঢাকা
💢 পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ – ৩৬০ ডিগ্রী
💢 নিরক্ষরেখার অপর নাম – বিষুবরেখা
💢 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে– ৮.৩২মিনিট/ ৮.১৯মিনিট ( মাধ্যমিক ভূগোল)
💢 দিবা–রাত্রি সংঘটিত হয়– আহ্নিক গতির জন্য
💢 পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক– পশ্চিম হতে পূর্ব
💢 প্রতিপাদ স্থান দুটির সময়ের পার্থক্য– ১২ ঘন্টা
💢 জোয়ার–ভাটার তেজ কটাল হয়– অমাবস্যায়
💢 পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যর চেয়ে –প্রায় দ্বিগুণ৷(কারণ চাঁদ পৃথিবীর কাছে)
💢 পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
💢 পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
💢 পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
💢 সূর্যের নিকটতম নক্ষত্র – প্রক্সিমা সেন্টারাই
💢 সূর্যের নিকটতম গ্রহ কোনটি ? – বুধ
💢 পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
💢 সবচেয়ে বেশী উপগ্রহ আছে কোন গ্রহের ? – বৃহস্পতি
💢 শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ? – টাইটান
💢 পৃথিবীকে প্রথম প্রদক্ষিণ করেন কোন মহাকাশচারী? – ইউরি গ্যাগারিন
💢 বৃহস্পতির আয়তন পৃথিবীর প্রায় ১৩০০ গুণ
💢 বিগ ব্যাং থিউরির জনক বেলজিয়ামের জোত্যিবিদ জর্জ লেইমাইটার গ্যাসো। এবং ব্যাখাকারী বিজ্ঞানী স্টিফেন হকিংস।
💢 পৃথিবীর ৭১% পানি ও ২৯% মাটি।.
💢 সৌরজগতের উপগ্রহ নেই – বুধ ও শুক্র
💢 পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
💢 সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
💢 মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে ।
💢 বুধ ও শুক্র গ্রহ কে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আক