skip
Tuesday , June 6 2023

১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) পরীক্ষার জন্য বাছাইকৃত সেরা দশটি পাটিগণিত অংক

পূর্বের কোন পরীক্ষায় এসেছিলো প্রতিটি অংকের পাশে দেওয়া আছে । সমাধান নিজেই করে বা খুজে নিতে পারবেন । তবুও না পারলে কমেন্ট করে জানাতে পারেন সমাধানও দেওয়া হবে ।
১. পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি । বালতির অর্ধেক পানি ভর্তি হলে , তার ওজন দাঁড়ায় 7 কেজি খালি বালতির ওজন কত ? [৯ম শিক্ষক নিবন্ধন]

২. ৮০ জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাশের হার কত ? [১০ম শিক্ষক নিবন্ধন]

৩. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটির গসাগু কত ? [১০ম শিক্ষক নিবন্ধন]

৪. যদি তেলের মূল্য 25 % বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ? [৩৬ বিসিএস]

৫. টাকায় 5 টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয় । 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে ? [38 তম বিসিএস]

৬. কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয় । মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত ? [38 তম বিসিএস]

৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ? [কর্মসংস্থান ব্যাংক ডি ই ও]

৮. ২০টি কমলার 20% পচা হলে , ভালো কমলার সংখ্যা কয়টি  ? [12 তম শিক্ষক নিবন্ধন]

৯. 15 টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের সমান । ৩০ টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে ? [12 তম শিক্ষক নিবন্ধন]

১০. 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে ? [11 তম শিক্ষক নিবন্ধন]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Publish Your Own Post Now
Write Post !