শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) এর ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা:
সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায় । তবে, সেকেন্ড টাইমারদের এক্সট্রা ৩ নাম্বার কাটা হয় । তারপরেও প্রতিবছর সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পায় ।
ইউনিটসমূহের আসন সংখ্যা :
A unit:
For Science(220)
Humanities(310)
Business(83)
B unit:
Only for Science(990)
B unit: এ রয়েছে দুইটি গ্রুপ-
বি - ১(গ্রুপ - ১)
বি - ২(গ্রুপ - ১+২) যারা আর্কিটেকচারের জন্য এক্সাম দিবেনা, তারা শুধু বি - ১ এর জন্য apply করবে । আর যারা আর্কিটেকচার সহ এক্সাম দিবে, তারা বি - ২ এর জন্য apply করবে । বি ইউনিটের যেকোন গ্রুপের পরীক্ষার জন্য গ্রুপ - ১ এর পরীক্ষা দেয়া আবশ্যক ।
ভর্তি যোগ্যতাঃ
A - unit এ আবেদন করার জন্য এইচ এস সি/সমমান ও এস এস সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম
GPA 3.0 (with additional subject) সহ মোট 6.5 পেতে হবে ।
B - unit এ আবেদন করার জন্য এইচ এস সি/সমমান ও এস এস সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম
GPA 3.0 (with additional subject) সহ মোট 7.0 পেতে হবে ।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা A & B দুইটি ইউনিটেই পৃথক পৃথক ভাবে আবেদন করতে পারবে ।
(SUST) এ যারা আবেদন করবে, তাদের সবাই ই পরীক্ষা দিতে পারবে
পরীক্ষা পদ্ধতিঃ
MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে
প্রতিটি MCQ এর জন্য নম্বর ১
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ করে নম্বর কাটা যাবে
(SUST) পরীক্ষায় সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাশ করতেহয়না
জিপিএ সহ টোটাল ৪০% নম্বর পেলেই পাশ
পরীক্ষার নম্বরঃ
ভর্তি পরীক্ষার জন্য মোট নির্ধারিত নম্বর ১০০
এর মধ্যে ৭০ নম্বর আসবে পরীক্ষা হতে
এবং ৩০ নম্বর আসবে SSC+HSC এর GPA থেকে
(বি২ এর ক্ষেত্রে ১০০+৩০)
পরীক্ষায় যা যা করতে হবেঃ
A unit-Science:
ইংরেজি(২০)
বাংলা(১০)
পদার্থবিজ্ঞান(১০)
রসায়ন(১০)
গণিত/জীববিজ্ঞান(১০)
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(১০)
Humanities:
ইংরেজি(২০)
বাংলা(১০)
অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(৩০)
মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত(১০)
Business: ইংরেজি(২০)
বাংলা(১০)
হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ(৩০)
মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত(১০)
B unit-
B1- ইংরেজি(১০)
পদার্থবিজ্ঞান(২০)
রসায়ন(২০)
গণিত(২০)
B2- ইংরেজি(১০)
পদার্থবিজ্ঞান(২০)
রসায়ন(২০)
গণিত(২০)
ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান(৩০)
B ইউনিটে আসন সংখ্যা ১০ টি বাড়িয়ে এখন আসন সংখ্যা হয়েছে ৯৯০ টি (কোটা ছাড়া)
কোটাতে আসন সংখ্যা ৪ টি বাড়িয়ে এখন হয়েছে ১০০ টি
তবে A ইউনিটের আসন সংখ্যা অপরিবর্তীত আছে
গণিতে ন্যূনতম A- না পেলে বি ইউনিটে আবেদন করা যাবে না । আগে আবেদন করা যেতো কিন্তু সাবজেক্ট পাওয়া যেতো না । তবে A ইউনিটে আবেদন করতে এবং সাবজেক্ট পেতে এরকম কোনো সমস্যা নেই ।
এসএসসির জিপিএকে ২ দ্বারা ও এইচএসসির জিপিএকে ৪ দ্বারা গুণ করা হবে । আগে দুইটার জিপিএ মিলিয়ে ৩ দ্বারা গুণ করা হতো ।
সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে SSC GPA কে ১.৮ দ্বারা
এবং HSC GPA কে ৩.৬ দ্বারা গুণ করা হবে
আবেদন করতে হবে সাস্টের নিজস্ব ওয়েবসাইট থেকে । এবং ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেটের মাধ্যমে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের নূন্যতম যোগ্যতা :
A ইউনিট =6.5 ( এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম 3.00 থাকতে হবে )
B ইউনিট =7.00 ( এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম 3.00 থাকতে হবে। ও গনিতের 3.5 থাকতে হবে )
বিজ্ঞান বিভাগের সাবজেক্ট গুলোর জন্য অর্থাৎ পদার্থ, জীববিজ্ঞান, গণিত, রসায়ন এই সাবজেক্ট গুলোতে বেস্ট প্রিপারেশন নিতে " ছায়ামঞ্চ " সিরিজের বই গুলো ফলো করো
SUST এর প্রশ্নের প্যাটার্ন বুঝতে ও কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ন তা বুঝতে সংগ্রহ করো " SUST POWER ". / ইউনিক ভার্সিটি সলুশন । এই দুটোর যেকোনো একটা সংগ্রহ করো ।
A ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে এবং ১০ টি প্রশ্ন থাকে General Math থেকে । এর জন্য ফলো করো " MATH SUMMIT "
A ইউনিটের " অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস " এর জন্য ফলো করো " Bangla GK SUMMIT "
বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ এর জন্য ফলো করো " তথ্য জগৎ " ও " সাম্প্রতিক ক্যাপ্টেন "
অল্প পরিশ্রমে বাংলা ও ইংরেজিতে বেশি নাম্বার পেতে চাইলে সংগ্রহ করো " ছায়ামঞ্চ বাংলা + English " বইটি
How to download ?
Find Out File Is Ready To Download and below it you will see Click To Download , as soon as you click on it. That will show 30 seconds time you have to wait till the specified time. Once the countdown is over, Download Now ! Button will be visible. By clicking on Download Now !, your desired file will be Downloaded directly from Google Drive.
Why is the download timer given ?
When you download a PDF file 📘 it may take some time before it is ready to download. Within 20 to 30 seconds the file becomes fully downloadable. Most of the download buttons on our site will take 30 seconds before you will not see the download button. It will be written Download Now!
Once clicked, the file will start downloading directly from Google Drive.