
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও, ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস ,
হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? ➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের
হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রেরগাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রেরদৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও, ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস ,
হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? ➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের
হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রেরগাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রেরদৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
88) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
89) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
90) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
91) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
92) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
93) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
94) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
95) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
96) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
97) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
98) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
99) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
100) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
101) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
102) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
103) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
104) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
105) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
106) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই- ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
107) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম
সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
108) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
109) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
110) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
111) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
112) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
113) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
114) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
115) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
116) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
117) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
118) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
119) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
120) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
121) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
122) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
123) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
124) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
125) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
88) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
89) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
90) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
91) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
92) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
93) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
94) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
95) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
96) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
97) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
98) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
99) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
100) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
101) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
102) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
103) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
104) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
105) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
106) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই- ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
107) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম
সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
108) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
109) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
110) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
111) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
112) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
113) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
114) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
115) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
116) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
117) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
118) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
119) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
120) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
121) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
122) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
123) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
124) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
125) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
৩৮তম বিসিএস প্রিলি
126) নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
= শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
127) ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে
=মূল্যবোধ শিক্ষা থেকে
128) কোন বচর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে?
= ১৯৯৭
129) মূল্যবোধ পরীক্ষা করে
= ন্যায় ও অন্যায়
130) সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে ?
= জবাবদিহিতা
131) গোল্ডেন মিন হলো
=দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
132) নিচের কোনটি সুশাসনের উপাদান নয়
= নৈতিক শাসন
133) জেরমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন
= যুক্তরাজ্য
134) নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়
=আইন
135) শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ
=কিছুই না।
৩৭তম বিসিএস প্রিলি
136) একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি ?
= নৈতিকতা
137) আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?
= সত্য ও ন্যায়
138) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?
= সংবাদমাধ্যম
139) সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?
= সজনশীলতা
140) ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
=৯টি
141) কোনটি ন্যায়পরায়ণতার
নৈতিক মূলনীতি নয় ?
=সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
142) সরকারি চাকরিতে সততার মাপকাঠি কী ?
= নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
143) নৈতিক শক্তির প্রধান উপাদান কী ?
=সততা ও নিষ্ঠা
144) ’সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের , শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় ’’ উক্তিটি কার ?
= ম্যাককরনি
145) জনগণ, রাষ্ট্র , প্রশাসনের সাথে ঘনিষ্ট প্রত্যয় হলো
= সুশাসন
৩৬তম বিসিএস প্রিলি
146) নৈতিকভাবে বলা হয় মানবজীবনের
= নৈতিক আদর্শ
147) Power: A New Social Analysis গ্রন্থটি কার লেখা ?
= বার্ট্রান্ড রাসেল
148) সুবর্ণ মধ্যক হলো
=দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
149) নৈতিক আচরণ বিধি বলতে বোঝায় -
-১. মৌলিকে মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
150) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি
৩. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম , মানদণ্ড বা আচরণবিধি
তিনটিই সঠিক
151) ব্যক্তিগত মূল্যবোধ লালন করে
= ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধকে
152) মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে
= সামাজিক অবক্ষয় রোধ করা
153) সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে
=আস্থার সম্পর্ক গড়ে তোলে
154) সুশাসনের পূর্ব শর্ত
= অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
155) একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো
=জনকল্যাণ
156) সুশাসনের পথে অন্তরায়
=স্বজনপ্রীতি
৩৫তম বিসিএস প্রিলি
157) নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
= সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
158) মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ?
=ঐচ্ছিক ক্রিয়া
159) মূল্যবোধ কী ?
= মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
160) সামাজিকে মূল্যবোধের ভিত্তি কী ?
= আইনের শাসন , সাম্য , নৈতিকতা
161) সুশাসনের পূর্বশর্ত
= মত প্রকাশের স্বাধীনতা
162) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে ?
= সুশাসনের অর্থনৈতিক দিক
163)‘’আইনের চোখে সব নাগরিক সমান। ‘’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
= ২৭।
164) ‘সুশাসন ‘ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ?
= বিশ্বব্যাংক
165) নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় ?
=সুশাসনের
166) Johannesburh Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় ?
=টেকসই উন্নয়ন
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
167) টাকায় ৩ টি লেবু ক্রয় করে টাকায় ২ টা করে বিক্রয় করলে শতকরা লাভ হবে -
— ৫০%
168) 5 4 ও 3 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?
— ৬ বর্গসেমি
169) x²+10x+24 কে দুইটি রাশির অন্তর রূপে প্রকাশ করলে হয়-
— (x+5)² -1²
170) বিকেল 4 টার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণটির পরিমাণ -
— 120 ডিগ্রী
171) cos € = 1/2 হলে, € এর মান কত?
— 60 ডিগ্রী
172) কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
— 11/15
173) x³+1 এবং x²-1 এর গ.সা.গু কত?
— x+1
174) x³-1, x-1 এর ল.সা.গু কত?
— x³-1
175) 0,1,2,3 অংক চারটি দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
— 2187
176) যদি x+y=2, x²+y²=2 হয় তবে x²-y² এর মান কত?
— 0
177) দুইটি সংখ্যার পার্থক্য 4, ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান। বড় সংখ্যাটি কত?
— 8
178) একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2, ত্রিভুজটি—
— সমকোণী ত্রিভুজ
179) হরিৎ অর্থ কি?
— সবুজ
180) নিত্য মুর্ধন্য ণ- বাচক শব্দটি?
— লবণ
181) দরজা কোন ভাষা থেকে আগত শব্দ?
– ফারসি
182) কোনটি শুদ্ধ বানান?
— সমীচীন
183) Heavenly Body এর বাংলা পরিভাষা কোনটি?
— জ্যোতিষ্ক
184)সমুদ্র শব্দের বিপরীত শব্দ হলো?
— স্রোতস্বিনী
185)কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
— অশ্রুজল
186) নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ
নয়?
— নবনী
187) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟
জেরোফাইট
188) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের
হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের
ঘনত্ব হতে
189) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে
টিকটিকির লেজ খসে
190) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp
বা সমুদ্র বোলতা
এরা একধরনের জেলী ফিস
191) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
192) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
193) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
194) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
195) নিচের কোন বানানটি ভুল?
— বুদ্ধিজীবি
196) কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই?
— সতী
197) নিচের কোন শব্দটি তৎসম শব্দের
উদাহরণ?
— হস্ত
198) সকল ছাত্ররা যথাসময়ে উপস্থিত
হয়েছে বাক্যটিতে কি ধরনের ভুল
আছে?
— বচন
199) দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো?
— দুঃ+উহ
201) একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ
হলো?
— সুসময়
202) এ বয়সে তবু নতুন কিছু তো করো
এখানে তবু হচ্ছে?
— অব্যয়
203) মানুষ হও, এই বাক্যটিতে রয়েছে?
— উপদেশ
204) মেনিমুখো বলতে বুঝায়?
— লাজুক
205)প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
—গোলাপি
206) যার শুভক্ষণে জন্ম এক কথায় প্রকাশ
হবে?
— ক্ষণজন্মা
207) কোনটি ক্রমবাচক শব্দ?
— প্রথম
208) উড়নচণ্ডী বলতে বোঝায়?
— অমিতব্যয়ী
209) কোন শব্দটি ‘ইক’ প্রত্যয় যোগে
নয়?
— বণিক
210) চন্ডালে বসাও আনি রাজার আলয়ে,
এখানে চন্ডালে, কোন কারকে কোন
211) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
212) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
213) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
214) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
215) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
216) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
217) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
218) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
219) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
220) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
221) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
222) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম
অক্সালেট থাকে ।
223) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং
4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
224) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই-
ফিনাইল-ট্রাই-ক্ লোরো-ইথেন
225) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
226) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
227) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম
মনোগ্লুটামেট
228) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
229) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
230) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক
এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের
মিশ্রণকে রাজ অম্ল বলে ।
231) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম
সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে
বেকিং পাউডার বলে ।
232) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি
হাস্য উদ্দীপক ।
233) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল
নামে পরিচিত ।
234) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
235) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
236) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
➟ কার্বন
237) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
238) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
239) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟
গ্লিসারিন
240) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ
প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
241) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
242) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟
এমোনিয়ার
243) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা
কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
244) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟
প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত
হয় ।
245) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক
ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি
এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
246) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟
ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
247) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
248) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
249) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
250) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
251) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
252) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
253) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
254) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
255) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
256) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
257) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
258) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও
, ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস ,
হেপাটাইটিস ইত্যাদি ।
259) ব্যাকটেরিয়াজনি ত রোগগুলো কি কি ? ➟ কলেরা ,
টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
260) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে
কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
261) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
262) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
263) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
264) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
265) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
266) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
267) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
268) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
270) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
271) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
272) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
273) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟
অগ্ন্যাশয় রস
274) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
275) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟
রেনিন
276) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল
কোষ
277) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
278) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
279) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
280) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
281) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟
উভোত্তল
282) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
283) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
284) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
285) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
286) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟
দেহের ওজনের ৭ শতাংশ
287) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟
কোয়াশিয়রকর
288) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন
সি
289) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
290) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
— কর্মে ৭মী
291) যার অন্য উপায় নেই, এক কথায় বলে?
— অনন্যোপায়
292) মিঠা—–> মিঠে এরূপ পরিবর্তন কে কি বলা হয়?
— স্বরসঙ্গতি
293) তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ?
— উপমান কর্মধারয়
294) একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ
হলো?
— সুসময়
295) কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ
নয়?
— গরগর
296) Not Proper Noun-
— Team
297) Noun form of Migratory-
— Migrant
298) Synonym of "Rare" is-
— scarce
299) Icon means -
— Symbol
300) antonym of "Forbid" is -
— Allow
301) Past participle of Forbid swear-
— sworn
302) Synonym of rehearse-
— practice
303) Look After means -
— To take care
304) Verb form of "short" -
— shorten
305) Past participle of "shut" is-
— shut
306) I saw Nawshin ---- skillfully.
— riding
307) I visit the Taj Mahal ----- I go to Agra.
— when
308) I am indebted ----- you for your help.
— to
309) I caught him ----- the ear.
— by
400) Would you mind ----- for a few minutes?
— waiting
401) I ----- to many countries in Europe, but I never visited Poland.
— have been
402) All's well that ends well, --------?
— isn’t it
403) Our teacher made us ----- very hard.
— work
404) the word "Productivity" is -
— Noun
405) He is decorating his flat with a view to ----- it.
— selling
406) United we stand, divided we —
— fall
407) A dumb cannot -----
— hear
408) Every member of my family — here tonight.
— is
409) I reached the station ------ the train had left.
— After
410) The word that is not correctly spelt-
— repitition (Right repetition)
Noun of "do" -
— deed
411) Singular of "Data" -
— Datum
412) Active voice "A race was run by him" -
— He ran a race.
413) m এবং n উভয়ই যুগ্মসংখ্যা হলে অযুগ্ম সংখ্যাটি -
— mn+1
414) ৮০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
— ১০০
415) টাকায় ৫টা দরে কমলা ক্রয় করে টাকায় ৪টা দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে -
— ২৫%
416) ১০% মুনাফায় ১০০ টাকার ২ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত?
— ২১
417) xy=2, xy²= 8 হলে x এর মান কত?
— 1/2
418) a-b =7 এবং ab=60 হলে a²+b² এর মান কত?
— ১৬৯
419) একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করলে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?
— 3x- 5
420) 1 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত?
— π cm²
421) সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণের মান-
— ১২০ ডিগ্রি
422) ১ বর্গমাইল সমান কত একর?
— ৬৪০
423) একটি কোণ তার পূরক কোণের অর্ধেক হলে কোণটির মান কত?
— ৩০ ডিগ্রি
424) 5 4 ও 3 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?
— ৬ বর্গসেমি