You can join our site as an author see more.. Join Now !

Primary Teacher Exam's Bangla Suppliment - Night Before Exam | Best Collection | প্রফেসর'স প্রাইমারি শিক্ষক নিয়োগ বাংলা সাপ্লিমেন্ট পরিক্ষার সর্বোশেষ সংযোজন

Primary Teacher Exam's Best Collection
 প্রফেসর'স প্রাইমারি শিক্ষক নিয়োগ বাংলা সাপ্লিমেন্ট
পরিক্ষার সর্বোশেষ সংযোজন

সমজাতীয় বাংলা সাহিত্যকর্মসমূহ
লক্ষ্য করে দেখবেন এগুলো বার বার আসে আর মনে রাখবেন নন ক্যাডার সকল পরিক্ষার জন্য বিসিএস বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন
এগুলো থেকে আপনার কমন পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি । আমরা বিসিএস বিগতবছরে আসা কিছু প্রশ্ন আপনাদের পড়ার সুবিধার্থে উল্লেখ করলাম । শেয়ার বা কপি করে সংগ্রহ করে রাখতে পারেন । পরে কাজে লাগবে ।

একাত্তরের ডায়রি -বেগম সুফিয়া কামাল
একাত্তরের দিনগুলি -জাহানারা ইমাম
একাত্তরের বর্ণমালা -এম আর আখতার মুকুল
একাত্তরের যীশু -শাহরিয়ার কবির

কবর (কবিতা) – জসীমউদদীন
কবর (নাটক)- মুনীর চৌধুরী

পথের দাবী (উপন্যাস) -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পথের পাঁচালি-(উপন্যাস) বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়

কৃষ্ণকুমারী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
কৃষ্ণচরিত (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কৃষ্ণমঙ্গল (কাব্য)- শঙ্কর চক্রবর্তী


https://learninghomebd.blogspot.com/2019/06/follow-12-rules-in-job-interview.html

জঙ্গনামা (কাব্য)- দৌলত উজির বাহরাম খান
জঙ্গনামা (কাব্য)- মুহম্মদ গরীবুল্লাহ

মানচিত্র(কবিতা): আলাউদ্দিন আল আজাদ।
মানচিত্র(নাটক): আনিস চৌধুরী।

দেনাপাওনা( ছোটগল্প) : রবীন্দ্রনাধ ঠাকুর।
দেনাপাওনা(উপন্যাস): শরৎচন্দ্র

মৃত্যুক্ষুধা(উপন্যাস): নজরুল
জীবনক্ষুধা (উপন্যাস): অlআবুল মনসুর আহমেদ

জননী(উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়।
জননী(উপন্যাস): শওকত ওসমান।

অভিযাত্রিক(কাব্য): সুফিয়া কামাল
অভিযাত্রিক(উপন্যাস): বিভূতিভূষণ।

সাম্যবাদী(কবিতা): নজরুল
সাম্যবাদী (পত্রিকা) :খান মোঃ মঈনুদ্দিন
সাম্য (প্রবন্ধ)- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

নীলদর্পণ (নাটক)- দীনবন্ধু মিত্র
নীললোহিত (গল্প)- প্রমথ চৌধুরী

রক্তরাগ (কাব্য)- গোলাম মোস্তফা
রক্তকরবী (নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর
রক্তাক্ত প্রান্তর (নাটক)- মুনীর চৌধুরী
রিক্তের বেদন (গল্প)- কাজী নজরুল ইসলাম

শেষ লেখা (কাব্য) – রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ প্রশ্ন (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শেষের পরিচয় (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)- জহির রায়হান
শেষ পাণ্ডুলিপি (উপন্যাস) – বুদ্ধদেব বসু
শেষের কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুর
শেষ সপ্তক – রবীন্দ্রনাথ ঠাকুর

পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)- আবু জাফর শামসুদ্দীন
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)- মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মাবতী (কাব্য)- আলাওল
পদ্মাবতী (নাটক)- মাইকেল মধুসূদন দত্ত
পদ্মাবতী (সমালোচনামূলক গ্রন্থ)- সৈয়দ আলী আহসান
পদ্মগোখরা (গল্প)- কাজী নজরুল ইসলাম
পদ্মরাগ (উপন্যাস)- বেগম রোকেয়া

গল্পগুচ্ছ, গল্পসল্প (গল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর
গল্পবীথি, গল্পাঞ্জলি (গল্প)-প্রভাতকুমার মুখোপাধ্যায়

গীতাঞ্জলি (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতবিতান (সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতালি ( সঙ্গীত গ্রন্থ)- রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিগুচ্ছ (কাব্য)- সুকান্ত ভট্টাচার্য

সঞ্চয়িতা (কাব্য সংকলন) – রবীন্দ্রনাথ ঠাকুর
(কাব্য) সংকলন – কাজী নজরুল ইসলাম
সঞ্চয়ন (কাব্য) – কাজী নজরুল ইসলাম
সঞ্চায়ন (গবেষণামূলক গ্রন্থ) – কাজী মোতাহের হোসেন

খোয়াবনামা (উপন্যাস)- আখতারুজ্জামান
 ইলিয়াসসিকান্দারনামা (কাব্য)- আলাওলনূরনামা/নসিহৎনামা(কাব্য)- শাহপরান/ আব্দুল হাকিমআকবরনামা – আবুল ফজল

অভিযাত্রিক (কাব্য)- বেগম সুফিয়া কামাল
অভিযাত্রিক (উপন্যাস)- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

অন্নদামঙ্গল(কাব্য)- ভারতচন্দ্র রায় গুণাকর
সারদামঙ্গল(কাব্য)- বিহারীলাল চক্রবর্তী
মনসামঙ্গল(কাব্য)- কানাহারি দত্ত
কালিকামঙ্গল(কাব্য)- রাম প্রসাদ সেন

দেয়াল(উপন্যাস)- হুমায়ূন আহমেদ
দেয়াল (উপন্যাস)- আবুজাফর শামসুদ্দীন

১৫ তম শিক্ষক নিবন্ধন পরিক্ষাই বাংলাতে যেগুলো এসেছিলো দেখে নিন -
৭৬.Epicurism’-এর যথার্থ পরিভাষা-
উত্তর: ভোগবাদ

৭৭.মৌলিক শব্দ কোনটি-
উত্তর: কালো।

৭৮. সুন্দর মানুষ কে নিজের দিকে টানে- বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ?-
উত্তর: বিশেষ্য

৭৯.নীরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-
উত্তর: নিঃ + রোগ

৮০. ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি-
উত্তর: লুকোচুরি

৮১. অনেক শব্দটি-
উত্তর: নঞ্চ তৎপুরুষ সমাস।

৮২.ডাক্তার সাহেবের হাতযশ ভালো-
উত্তর: নিপুণতা অর্থে

৮৩. প্রসূন এর প্রতিশব্দ হলো-
উত্তর: পুষ্প

৮৪.I cannot spare an instant-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?-
উত্তর: আমার তিলমাত্র সময় নেই।

৮৫. নির্মোক কোন শব্দগুচ্ছের সংকুচিত শব্দ-
উত্তর: সাপের খোলস

৮৬.আমার গানের মালা আমি করবো কারে দান। বাক্যটিতে কারে শব্দটির কারক বিভক্তি কোনটি-
উত্তর: কর্মকারকে সপ্তমী

৮৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
উত্তর: প্রাতিপাদিক

৮৮. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়-
উত্তর: অব্যয়।

৮৯. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ-
উত্তর: কবিতার কথা

৯০.‘ঙ ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
উত্তর: উয়ো।

৯১. টপ্পা কী?-
উত্তর: এক ধরণের গান

৯২.লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি-
উত্তর: ১৯৪৮

৯৩. কোন বানানটি শুদ্ধ?-
উত্তর: সচ্ছল।

৯৪. শীকড় শব্দের অর্থ-
উত্তর: জলকণা

৯৫. রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র- স্ব
উত্তর: সরভক্তি।

৯৬.মনীষা শব্দের বিপরীত শব্দ-
উত্তর: নির্বোধ

৯৭. ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? -
উত্তর: বিদ্যাপতি

৯৮. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়-
উত্তর: কোলন ড্যাস

৯৯. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন-
উত্তর: রাজা রামমোহন রায়

১০০. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কী
উত্তর: সাধারণ মানুষের ভাষা ( জনগণের ভাষা)

এগুলো বিগত বিসিএস পরিক্ষাই একাধিক বার এসেছে তাই অবহেলা করবেন না পড়ে ফেলুন , আসা করা যায় এখান থেকে ২ বা ৩ টি কমন পেতে পারেনঃ
১/ধাতু কয় প্রকার-৩
২/বাংলা উপসর্গ কয়টি- ২১
৩/তৎসম উপসর্গ কয়টি-২০
৪/ফারসি উপসর্গ কয়টি-১০
৫/সমাস কয় প্রকার-৬
৬/বহুব্রীহি সমাস কয় প্রকার-৮
৭/তৎপুরুষ সমাস কয় প্রকার-৯
৮/কর্মধারয় সমাস কয় প্রকার-৪
৯/বাংলা ভাষায় বচন কয় প্রকার- ২
১০/সংখ্যাবাচক শব্দ কয় প্রকার-৪
১১/বাংলা সন্ধি কয় প্রকার-২
১২/বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি কয় প্রকার-৩
১৩/উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়-২
১৪/উষ্মধ্বনি কয়টি-৪( শ, স, ষ,হ)
১৫/যৌগিক স্বরজ্ঞাপক কয়টি-২ (ঔ,ঐ)
১৬/পরাশ্রয়ী বর্ণ কয়টি- ৩টি
১৭/স্পর্শধ্বনি কয়টি-২৫
১৮/বাংলাভাষায় অর্ধমাত্রা বর্ণের সংখ্যা-৮
১৯/মাত্রহীন বর্ণের সংখ্যা-১০
২০/ পূর্ণমাত্রা- ৩২
২১/গঠন অনুসারে শব্দ কয় প্রকার-২
২২/অর্থ অনুসারে শব্দ কয় প্রকার-৩
২৩/উৎস অনুসারে শব্দ কয় প্রকার-৫
২৪/পদ প্রধানত কয় প্রকার-২ (সব্যয়, অব্যয়)
২৫/সব্যয় পদ কয় প্রকার-৪
২৬/ পদ মোট কয় প্রকার-৫
২৭/বিশেষ্য পদ কয় প্রকার-৬
২৮/বিশেষণ পদ কয় প্রকার-২
২৯/ভাব বিশেষণ কয় প্রকার-৪
৩০/বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় শব্দ আছে-৩
৩১/অব্যয় পদ কয় প্রকার-৪
৩২/অনুসর্গ অব্যয় কয় প্রকার-২
৩৩/ক্রিয়ার ভাব কয় প্রকার-৪
৩৪/ক্রিয়ার কাল কয় প্রকার-৩
৩৫/কারক কয় প্রকার-৬
৩৬/আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে-৩
৩৪/প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে -২টি ( উদ্দেশ্য , বিধেয়)
৩৫/গঠন অনুসারে বাক্য কয় প্রকার-৩
৩৬/আশ্রিত খন্ডবাক্য কয় প্রকার-৩
৩৭/ শব্দের ব্যবহার কয় ধরনের-২
৩৮/বাচ্য কয় প্রকার-৩
৩৯/উক্তি কয় প্রকার-২
৪০/যতি বা ছেদ চিহ্ন-১২ টি( নবম-দশম শ্রেণী)
৪১/ধাতুর গণ-২০টি
৪২/অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু-৫টি
৪৩/দ্বিরুক্ত শব্দ কয় প্রকার-৩

৫০টি বাছাইকৃত প্রশ্ন সম্বলিত একটা মডেল টেস্ট করুন 
Model Test - 01
১। ‘বই টই নিয়ে পড়তে বস’ । এখানে বই-টই কী ?
ক. যথাদ্বিরুক্তি খ. অনুচর দ্বিরুক্ত গ. সমার্থক দ্বিরুক্ত ঘ. বিপরীতার্থক দ্বিরুক্ত
উত্তর: খ
২।নিচের কোনটি যথার্থ প্রয়োগ?
ক. এই দোকানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় ।
খ. শুধুমাত্র তুমি গেলেই হবে
গ. এখানে গরু- ছাগলের বিরাট হাট বসে
ঘ. কেবলমাত্র আসছি।
উত্তর; গ
৩। কোন বাক্যটি শুদ্ধ?
ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ. সায়াহ্ণে সবাই বাড়ি ফিরছে
গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ. দারিদ্রতা কেউ চায় না
উত্তর: খ
৪। কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ?
ক. দশচক্রে ভগবান ভূত
খ. তার সৌজন্যতা ভুলবনা
গ. আমি গীতাঞ্জলি পড়েছি
ঘ. এ কথা প্রমাণ হয়েছি?
উত্তর: ঘ
৫। নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন ।
ঘ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তর: ঘ
৬। কোন বানানটি শুদ্ধ?
ক. নিরপরাধী খ. প্রাণিকুল গ. দারিদ্র্যতা ঘ. স্বার্থকতা ঘ. প্রাণিকুল
উত্তর: ঘ
৭। কোন বানাটি শুদ্ধ ?
ক. শ্রদ্ধাঞ্জললী খ.সামঞ্জস্যতা গ.ইতোমধ্যে ঘ. সখ্যতা ?
উত্তর: গ
৮। কোনটি শুদ্ধ বানান ?
ক. শিরচ্ছেদ খ. শিরশ্ছেদ গ. শিরোচ্ছেদ ঘ. শিরঃছেদ
উত্তর: খ
৯। কোনটি শুদ্ধ বানান ?
ক. শ্রদ্ধাস্পদেষু খ. শ্রদ্ধাস্পদেষু গ. শ্রদ্ধাস্পদাষু ঘ. শ্রদ্ধাস্পাদাসু
উত্তর: ক
১০। কোনটি শুদ্ধ বানান ?
ক. সদ্যজাত খ. সদ্দ্যোজাত গ. সদ্যোজাত ঘ. সদ্ব্যজাত
উত্তর: গ
১১। কোনটি শুদ্ধ বানান?
ক. নির্নিমেষ খ. নির্ণিমেষ গ. ণির্নিমেষ গ. নির্নিমেষ
উত্তর: ক
১২। কোনটি শুদ্ধ বানান?
ক. নুনতম খ, ন্যুনতম গ. ন্যূনতম ঘ. নুন্যতম
উত্তর: গ
১৩।‘বঙ্কিম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. রক্তিম খ. ক্লেদাক্ত গ. ঋজু ঘ.বাঁকা
উত্তর: গ
১৪। ‘খিড়কী’ শব্দের বিপরীতার্থক কোনটি?
ক. চিলেকোঠা খ. গুপ্তপথ গ. বাতায়ন ঘ. সিংহদ্বার
উত্তর: ঘ
১৫। ‘প্রচ্ছন্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ব্যক্ত খ. আগমন গ. ভৎসনা ঘ. বিষণ্ন
উত্তর: ক
১৬। ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. প্রচীতী খ. প্রতীচী গ. প্রতিচী ঘ. প্রীতিচী
উত্তর: খ
১৭।‘উচাটান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. উর্ধ্বটান খ. প্রশান্ত গ. চপল ঘ. শীতল
উত্তর: খ
১৮। ‘উগ্র’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. মেজাজ খ.সৌম্য গ. চপল ঘ. শীতল
উত্তর: খ
১৯। ‘সূর্য’ এর প্রতিশব্দ
ক. সুধাংশু খ. শশাঙ্ক গ. বিধু ঘ. আদিত্য
উত্তর: ঘ
২০। ‘সমুদ্র’ এর প্রতিশব্দ
ক. মহীধর খ. অন্তরীক্ষ গ. জলদ ঘ. অর্ণব
উত্তর: ঘ
২১। শিলীমুখ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ভ্রমর খ. গুহা গ. তীক্ষ্ণপাথর ঘ. কোনটিই নয়
উত্তর: ক
২২। ‘যামিনী’ এর প্রতিশব্দ
ক. প্রসৃন খ. দামিনী গ.শর্বরী ঘ.নিকর
উত্তর: গ
২৩। ‘বিটপী’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. পাদপ খ. দ্রুম গ. তৃণ ঘ. তরু
উত্তর: গ
২৪। ‘বায়স’ শব্দের অর্থ কী ?
ক. শেয়াল খ. বৃদ্ধ গ. কাক ঘ.কোকিল
উত্তর: গ
২৫।‘বলাহক’ এর প্রতিশব্দ
ক. জলাশয় খ.নদী গ. মেঘ ঘ. আকাশ
উত্তর: গ
২৬। ‘মার্তণ্ড’ শব্দের অর্থ ?
ক. সূর্য খ, মরুভূমি গ. চন্দ্র ঘ. আকাশ
উত্তর: ক
২৭। ‘মরুৎ’ এর প্রতিশব্দ
ক. মরুভূমি খ. মরুময় স্থান গ. বায়ু ঘ.মরীচিকা
উত্তর: গ
২৮। ‘পরভৃত’ শব্দের অর্থ
ক. কাক খ. কোকিল গ. বক ঘ. আম্র
উত্তর: খ
২৯। ‘দ্বিপ’ এর প্রতিশব্দ
ক. আলো খ. হাতি গ. জলবে ঘ. বাতি
উ্ত্তর: খ
৩০। ‘তটিনী’ এর প্রতিশব্দ
ক. তরঙ্গিণী খ. তন্বী গ. তরী ঘ. তট
উত্তর: ক
৩১।সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে ?
ক. ড্যাস খ.কমা গ. সেমিকোলন ঘ. হাইফেন
উত্তর: খ
৩২। তারিখ লিখতে কোন যদি চিহ্নের ব্যবহার হয় ?
ক. সেমিকোলন খ. কমা গ. দাঁড়ি ঘ. কোলন
উত্তর: খ
৩৩। বাক্যে সেমিকোলন ( থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. ১ বলতে যে সময় লাগে খ. ১বলার দ্বিগুণ সময় গ. ১সেকেন্ড ঘ. ২ সেকেন্ড
উত্তর: খ
৩৪। ‘শ্রীঘর’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. সুদৃশ্য ঘর খ. বৈঠকখানা গ. জেলখানা ঘ. সরাইখানা
উত্তর: গ
৩৫। ‘হাতজোড়া থাকা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অলস থাকা খ. নিস্ক্রিয় হয়ে থাকা গ. কর্মব্যস্ত থাকা ঘ. চিন্তায় পড়া
উত্তর: ক
৩৬। ‘হাতির পাঁচ পা দেখা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. অবাক হওয়া খ. গর্বে আনন্দিত হওয়া গ. অহংকার বোধ করা ঘ. ভুল দেখা
উত্তর: খ
৩৫। শিরে সংক্রান্তি’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. আসন্ন বিপদ খ. মাথাব্যথা গ.কুচক্রী মামা ঘ. পাতানো মামা
উত্তর: ক
৩৬। ‘লঙ্ক পায়রা’ এই বাগধারাটির অর্থ কী ?
ক. পলায়ন করা খ. কুচক্রী গ. উল্টাফল ঘ. ফুলবাবু
উত্তর: খ
৩৭। মাছরাঙ্গার কলঙ্ক এই বাগধারাটির অর্থ কী ?
ক. গোপনে অপরাধ করা
খ. অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা
গ. ডুবে ডুবে জল খাওয়া
ঘ. প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
উত্তর: খ
৩৮। যে নারীর স্বামী বিদেশে থাকে
ক. প্রষিতভর্তৃকা
খ. প্রেষিতভার্ষা
গ. প্রোষিতভর্তৃকা
ঘ. প্রেসিতভর্ভৃকা
উত্তর: গ
৩৯। শত্রুকে দমন করে যে
ক. শত্রুঘ্ন
খ. অরিন্দম
গ. শত্রুহন্তা
ঘ. কৃতঘ্ন
উ্ত্তর: খ
৪০। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. আমি ঘুম থেকে জেগেছি
খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
গ. আমি বেশ ঘুম দিয়েছি
ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো ?
উত্তর: খ
৪১। ‘জল পড়ে, পাতা নড়ে । এখানে জল ও পাতা কোন কারক- বিভক্তি?
ক. কর্তায় প্রথমা খ. কর্তায় সপ্তমী গ. কর্তায় চতুর্থী ঘ. কর্তায় তৃতীয়
উত্তর: ক
৪২। দশে মিলে করি কাজ । এখানে দশে কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্তৃকারকে ২য় খ. সম্প্রদান কারকে ৭মী গ. কর্তৃকারকে ৭মী ঘ. কর্তৃকারকে ৭মী
উত্তর: গ
৪৩। ‘ভোরে সূর্য উদিত হয়’- উদাহরণটি কোন বর্তমান কালের ?
ক. সাধারণ খ. ঘটমান গ. নিত্যবৃত্ত ঘ. পুরাঘটিত
উত্তর: গ
৪৪। কোন দুটি পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষ্য ও বিশেষণ গ. সর্বনাম ও অব্যয় ঘ. ক্রিয়া ও অব্যয়
উত্তর; ক
৪৫। ‘দোসরা’ তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. আরবি খ. ফারসি গ. উর্দু ঘ. হিন্দি
উত্তর: ঘ
৪৬। ‘গুরু’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক. গুরী খ. গুরুমা গ.গুরুনী ঘ. গুর্বী
উত্তর: ঘ
৪৭। ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ খ. জেনানা গ. জেনানী ঘ. মরদী
উত্তর: খ
৪৮। ‘বঁধু’ হচ্ছে
ক. পুংলিঙ্গ খ. স্ত্রী লিঙ্গ গ. নিত্য স্ত্রীলিঙ্গ ঘ. উভয়লিঙ্গ
উত্তর: ঘ
৪৯। নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক নয়?
ক. সতীন খ. এয়ো গ. কুলটা ঘ. স্ত্রৈণ
উত্তর: ঘ
৫০। নিচের কোনটি নিত্য পুরুষবাচক ?
ক. ঢাকী খ. কবিরাজ গ. পুরোহিত ঘ. সবগুলোই
উত্তর: ঘ
How to download ?
Find Out File Is Ready To Download and below it you will see Click To Download , as soon as you click on it. That will show 30 seconds time you have to wait till the specified time. Once the countdown is over, Download Now ! Button will be visible. By clicking on Download Now !, your desired file will be Downloaded directly from Google Drive.
Why is the download timer given ?
When you download a PDF file 📘 it may take some time before it is ready to download. Within 20 to 30 seconds the file becomes fully downloadable. Most of the download buttons on our site will take 30 seconds before you will not see the download button. It will be written Download Now! Once clicked, the file will start downloading directly from Google Drive.
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Advertisment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.