You can join our site as an author see more.. Join Now !

Complete solution for Petrobangla MCQ Exam Question 2019 _ পেট্রোবাংলার MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2019

govt exam, Complete solution for Petrobangla MCQ Exam Question, Petrobangla Exam Question solution
পেট্রোবাংলা MCQ পরীক্ষা
প্রশ্নের সম্পূর্ণ সমাধানঃ
Dated :26th July, 2019
১. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
ক. হরতাল খ. লুঙ্গি গ. রিক্সা ঘ. বস্তু
উত্তরঃ ক. হরতাল
২. মহানবী কোন সমাস?
ক. দ্বিগু খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. কর্মধারয়
উত্তরঃ ঘ. কর্মধারয়
৩. ‘জিলাপির প্যাঁচ’ শব্দটির অর্থ কি?
ক. পানাহার খ. জটিল গ. কুটিল বুদ্ধি ঘ. জলহরিত
উত্তরঃ গ. কুটিল বুদ্ধি
৪. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ক. ধীরে চল খ. সে খুব দ্রুত চলে গ. সে গুণবান ঘ. ছোট কলসি
উত্তরঃ খ. সে খুব দ্রুত চলে
৫. ‘’সে কি যাবে’’ এটি কোন ধরণের বাক্য?
ক. আদেশসূচক খ. বিস্ময়সূচক গ. বিবৃতিমূলক ঘ. প্রশ্নসূচক
উত্তরঃ ঘ. প্রশ্নসূচক
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. ততকালিন খ. ততকালীন গ. ততোকালিন ঘ. তৎকালীন
উত্তরঃ ঘ. তৎকালীন
৭. কোনটি শুদ্ধ?
ক. গবেশনা খ. গবেষনা গ. গবেষণা ঘ. গবেসনা
উত্তরঃ গ. গবেষণা
৮. পদ্ম শব্দের সমার্থক শব্দ?
ক. উৎফল খ. ভূধর গ. জলজ ঘ. নদী
উত্তরঃ গ. জলজ
৯. ‘ক্ষীয়মাণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. দ্রুত খ. বধিষ্ণু গ.বর্ধমান ঘ. লম্বা
উত্তরঃ গ.বর্ধমান
১০. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মন + ইষা খ. মনি + ঈষা গ. মন + ঈষা ঘ. মনস্+ঈষা
উত্তরঃ ঘ. মনস্+ঈষা
১১. পদ কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তরঃ গ. ৫
১২. কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি বুঝায়?
ক. হাত করা খ. হাত গুটান গ. ব্যস্ত থাকা ঘ. হাতে আসা
উত্তরঃ খ. হাত গুটান
১৩. ‘ঠোঁট কাটা’ বলতে বুঝায়?
ক. পক্ষপাতদুষ্ট খ. স্পষ্টভাষী গ. মিথ্যাবাদী ঘ. বেহায়া
উত্তরঃ খ. স্পষ্টভাষী
১৪. কোন বাগধারাটির অর্থ ‘নিলর্জ’?
ক. এলাহী কাণ্ড খ. কান কাটা গ. জিলাপির প্যাঁচ ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ. কান কাটা
১৫. এক কথায় প্রকাশ করুনঃ পাঁচ সেরের সমাহার
ক. পরিমেয় খ. পসুরি গ. চতুরঙ্গ ঘ. পঞ্চত্ব
উত্তরঃ খ. পসুরি
১৬. ফল পাকিলে যে গাছ মরে যায়- এক কথায় কি বলে?
ক. কলঙ্ক খ. ওষধি গ. পাক্ষ ঘ. সবজি
উত্তরঃ খ. ওষধি
১৭. দেয়াল গ্রন্থটির রচিয়তা কে?
ক. হুমায়ূন আহমেদ খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ. মহাদেব ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ ক. হুমায়ূন আহমেদ
১৮. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
ক. তারা জিজ্ঞাসা করেছে খ. তোমার পরিবার কাল এসেছে গ. মা শিশুটিকে হাসাছেন ঘ. শিশুটি কাঁদে
উত্তরঃ গ. মা শিশুটিকে হাসাছেন
১৯. অনিল শব্দের অর্থ কি?
ক. আকাশ খ. বাতাস গ. কোকিল ঘ. পশু
উত্তরঃ খ. বাতাস
২০. বাংলাদেশের রণসঙ্গীতের রচিয়তা কে?
ক. আল মাহমুদ খ. শামসুর রাহমান গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ. কাজী নজরুল ইসলাম
২১. আসামীর পক্ষে উকিল কে? এখানে পক্ষে কি অর্থে ব্যবহার হয়েছে?
ক. সাথে খ. প্রার্থনা গ. আদেশ ঘ. সহায়
উত্তরঃ ঘ. সহায়
২২. সর্বনাশ বুঝাতে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য?
ক. মগের মুল্লুক খ. পুকুর চুরি গ. বালির বাঁধ ঘ. ভরাডুবি
উত্তরঃ ঘ. ভরাডুবি
২৩. নিচের কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ খ. সূর্য গ. নক্ষত্র ঘ. গগন
উত্তরঃ ক. চাঁদ
২৪. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান?
ক. ১৯১০ খ. ১৯১১ গ. ১৯১৩ ঘ. ১৯২১
উত্তরঃ গ. ১৯১৩
ইংরেজী অংশ সমাধানঃ
Fill in the gap:
২৫. উত্তরঃ Because of
২৬. উত্তরঃ Curtailed
২৭. উত্তরঃ in
২৮. উত্তরঃ at
২৯. উত্তরঃ to
Sentence correction:
৩০. উত্তরঃ I have a decent house to live in.
৩১. উত্তরঃ The quality of the apples was good.
৩২. উত্তরঃ Neither the chairman nor the members were present.
৩৩. উত্তরঃ Mr. Rahman teaches well, doesn’t he?
৩৪. উত্তরঃ When we saw her last, she was running to catch a dog.
৩৫. উত্তরঃ Synonym of Abandon: Forsake
৩৬. উত্তরঃ Antonym of coercive: gentle
৩৭. উত্তরঃ Antonym of prodigal: Economical
Spelling correction:
৩৮. উত্তরঃ Affidavit
৩৯. উত্তরঃ Psychology
৪০. উত্তরঃ Bureaucracy
৪১. Passive form of: The lady has lost the doll. উত্তরঃ The doll has been lost by the lady
৪২. উত্তরঃ What kind of the noun of Dhaka? উত্তরঃ Proper
৪৩. উত্তরঃ d
৪৪. উত্তরঃ Verb
৪৫. উত্তরঃ spat
৪৬. উত্তরঃ doe
৪৭. উত্তরঃ Relative pronoun
৪৮. উত্তরঃ Geese
গণিত অংশ সমাধানঃ
৪৯. উত্তরঃ ৫
৫০. উত্তরঃ ৬ দিন
৫১. উত্তরঃ ১২৫
৫২. উত্তরঃ ৬ টাকা
৫৩. উত্তরঃ ৬০০ টাকা
৫৪. উত্তরঃ ১৫
৫৫. উত্তরঃ ৩৫, ১০
৫৬. উত্তরঃ (1+x)
৫৭. উত্তরঃ 9
৫৮. উত্তরঃ ৪:১
৫০. উত্তরঃ সম্পূরক কোন
৬০. উত্তরঃ ৯ গুণ
৬১. উত্তরঃ ভূমি
৬২. উত্তরঃ প্রশ্নে ভুল আছে
৬২. উত্তরঃ ৭০%
৬৪. উত্তরঃ (x-1) (x-6)
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬৫. ইংল্যান্ড কত বার বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তরঃ ১ বার
৬৬. এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ
৬৭. নিচের কোনটি G-8 ভুক্ত দেশ?
উত্তরঃ তুরস্ক
৬৮. ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ কিউবা
৬৯. বর্তমানে ১ লিটার অকটেনের বাজারমূল্য কত?
উত্তরঃ ৮৯ টাকা
৭০. সম্প্রতি বাংলাদেশের কোথায় লৌহ খনি পাওয়া গেছে?
উত্তরঃ দিনাজপুর
৭১. হ্যানয় কোন দেশের রাজধানী?
উত্তরঃ ভিয়েতনাম
৭২. CNG এর পুর্ণরূপ কি?
উত্তরঃ Natural Compressed Gas
৭৩. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
৭৪. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
৭৫. বঙ্গবন্ধুর জন্মদিনকে কি হিসেবে পালন করা হয়?
উত্তরঃ শিশু দিবস
৭৬. মেক্সিকোর মুদ্রার নাম কি?
উত্তরঃ পেসো
৭৭. মরক্কো এর রাজধানী কি?
উত্তরঃ রাবাত
৭৮. MS Word এ কপি করার শর্টকাট কি?
উত্তরঃ Ctrl + C
৭৯. Mail Merge কোন সফটওয়্যার নিয়ে কাজ করে?
উত্তরঃ MS Outlook
৮০. HTML কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ ওয়েবসাইট ডিজাইনে
How to download ?
Find Out File Is Ready To Download and below it you will see Click To Download , as soon as you click on it. That will show 30 seconds time you have to wait till the specified time. Once the countdown is over, Download Now ! Button will be visible. By clicking on Download Now !, your desired file will be Downloaded directly from Google Drive.
Why is the download timer given ?
When you download a PDF file 📘 it may take some time before it is ready to download. Within 20 to 30 seconds the file becomes fully downloadable. Most of the download buttons on our site will take 30 seconds before you will not see the download button. It will be written Download Now! Once clicked, the file will start downloading directly from Google Drive.
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Advertisment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.