Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

NSI Power Model Test - 03 | Competitive Math Special | Previous Exam Basis

Competitive Math Special, Previous Exam Basis, NSI Power Model Test, NSI Power Model Test Competitive Math Special, Previous Exam Basis

Model Test - 03
Competitive Math Special 
Total MCQ - 40
 ১। স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৪ বছর পর ছেলের বয়স হবে ১১ বর্তমানে স্বামীর বয়স কত ?
ক.৩৫ বছর
খ.৩৩ বছর
গ.৩২ বছর
ঘ.৩৮ বছর
উত্তরঃ ৩৩ বছর

২। সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেলো। তার মূলধন কত?
ক. ৯০০ টাকা
খ. ৮০০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৫০০ টাকা
উত্তরঃ ৭০০ টাকাKhairuls Basic Math E-Book Download For Free


এই বইটিতে আপনি ব্যাসিক ম্যাথ সহ বিগত বছরে আসা প্রশ্ন শিখতে পারবেন তাই চাকরির প্রস্তুতির জন্য এই বইটি বেশ ভালো । তবে নিয়মত করতে হবে ।
বইটি থেকে অংকের শর্টকাত ম্যাথ শিখতে  পারবেন
 Download Now !

৩। একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
ক. ১০ টাকা
খ. ১১ টাকা
গ. ১৮ টাকা
ঘ. ১২ টাকা
উত্তরঃ ১২ টাকা

৪। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত?
ক. ৬০০০ টাকা
খ. ৪০০০ টাকা
গ. ৫০০০ টাকা
ঘ. ৩০০০ টাকা
উত্তরঃ  ৫০০০ টাকা

৫। ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
ক. ৪৫ লিটার
খ. ৫০ লিটার
গ. ৩০ লিটার
ঘ. ৪০ লিটার
উত্তরঃ ৪০ লিটার

৬। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৬ বছর এবং তাদের বয়সের অনুপাত ৮:৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিলো?
ক. ১৬: ৫
খ. ১৮: ৬
গ. ১৭: ৩
ঘ. ১৯: ৪
উত্তরঃ ১৯: ৪


৭। ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে?
ক.   ৬২ কেজি
খ.   ৬৯ কেজি
গ.   ৭৫ কেজি
ঘ.   ৬৮ কেজি
উত্তরঃ  ৬৮ কেজি

৮। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
ক. ৭৬ জন
খ.  ৭৫ জন
গ.  ৭৮ জন
ঘ.  ৭৯ জন
উত্তরঃ  ৭৫ জন

৯। একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। ১৫০ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল ২৯৬১ বছর। বর্তমানে পাইন গাছটির বয়স ১৪৩২ বছর। ২০০ বছর পর বট গাছটির বয়স কত হবে?
ক.   ২০৩৯ বছর
খ.   ২০২৩ বছর
গ.   ২০৩০ বছর
ঘ.   ২০২৯ বছর
উত্তরঃ  ২০২৯ বছর

১০। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত?
ক. ২৬০
খ. ২৬৫
গ. ২৬৯
ঘ. ২৭০
উত্তরঃ ২৬০

১১। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিলো ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ক. ৩১:১২
খ. ৩০:১৬
গ. ৩০:১০
ঘ. ৩১:১৬
উত্তরঃ ৩১:১৬

১২। ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে, খ এর বেতন কত?
ক. ২০০০ টাকা
খ. ২০০০ টাকা
গ. ৩০০০ টাকা
ঘ. ১০০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা

১৩। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. পুত্রের বর্তমান বয়স  8 বছর, পিতার বর্তমান বয়স 35 বছর
খ. পুত্রের বর্তমান বয়স  9 বছর, পিতার বর্তমান বয়স 38 বছর
গ. পুত্রের বর্তমান বয়স  7 বছর, পিতার বর্তমান বয়স 36 বছর
ঘ. পুত্রের বর্তমান বয়স  9 বছর, পিতার বর্তমান বয়স 36 বছর
উত্তরঃ পুত্রের বর্তমান বয়স  9 বছর, পিতার বর্তমান বয়স 36 বছর

১৪। পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর হলে মেয়ের বয়স কত?
ক. ২৫ বছর
খ.  ১৫ বছর
গ. ১২ বছর
ঘ. ১০ বছর
উত্তরঃ ১৫ বছর

১৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২০ বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
গ. ৫০ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ ৪০ বছর

১৬। পিতা ও মাতার বয়সের গড় ২৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বছর হলে, পুত্রের বয়স কত?
ক. ৪ বছর
খ. ৬ বছর
গ. ৫ বছর
ঘ. ৭ বছর
উত্তরঃ ৪ বছর

১৭। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় ২৩ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
ক. ২৯ বছর
খ. ৩৯ বছর
গ. ৫৯ বছর
ঘ. ৪৯ বছর
উত্তরঃ ৪৯ বছর

১৮। কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
ক. ৫০% শিক্ষার্থী
খ. ৪০% শিক্ষার্থী
গ. ৬০% শিক্ষার্থী
ঘ. ৮০% শিক্ষার্থী
উত্তরঃ ৫০% শিক্ষার্থী

১৯। মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত?
ক. ৬০ টাকা
খ. ৭৫ টাকা
গ. ৯০ টাকা
ঘ. ৮২ টাকা
উত্তরঃ  ৯০ টাকা

২০। এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রি করা হলো। শতকরা কত লাভ হলো?
ক. ২০%
খ. ২৫%
গ. ৩০%
ঘ. ৪০%
উত্তরঃ ২০%

২১। a+b=4; a-b=2 হলে ab এর মান কত?
ক.২
খ. ৩
গ. ১
ঘ. ৫
উত্তরঃ ৩

২২। a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?
ক. 26
খ.  27
গ.  29
ঘ.  23
উত্তরঃ 26

১৫। পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত?
ক. ৫৮৫
খ. ৬৮৫
গ. ৪৮৫
ঘ. ৮৮৫
উত্তরঃ ৫৮৫

১৬. 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70. এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে,
ছাত্রদের গড় নম্বর কত? (বিসিএস ৩৫তম)
A 55.5
B 65.5
C 62.5
D 60.5
Ans: 62.5

১৭. ক ও খ এর গড় আয় ৫০৫ টাকা, খ ও গ এর গড় আয় ৫৩৫ টাকা এবং ক ও গ এর গড় আয় ৫২০ টাকা । ক,খ ও গ এর প্রত্যেকের আয় কত?
A. ক এর আয় ৪৬০ টাকা, খ এর আয় ৬২০ টাকা, গ এর আয় ৫৩০ টাকা
B. ক এর আয় ৪৯০ টাকা, খ এর আয় ৫২০ টাকা, গ এর আয় ৫৫০ টাকা
C. ক এর আয় ৪৫৫ টাকা, খ এর আয় ৪৬০ টাকা, গ এর আয় ৫৩০ টাকা
D. ক এর আয় ৫৬০ টাকা, খ এর আয় ৫৫০ টাকা, গ এর আয় ৪৮০ টাকা
উত্তরঃ  ক এর আয় ৪৯০ টাকা, খ এর আয় ৫২০ টাকা, গ এর আয় ৫৫০ টাকা

১৮.চারটি সংখ্যা M,2M+3, 3M-5 এবং 5M+1 এর গড় 63। M এর মান কত?
A ২২
B ১১
C ২৩
D ৩২
উত্তরঃ 23

১৯. একটি সংখ্যা ৪৭০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট।
সংখ্যাটি কত?
(বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 2015; ; )
A ৫৬৫
B ৫৯৫
C ৬১৫
D কোনটিই নয়
উত্তরঃ ৫৯৫

২০. ২ টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুনফল ৪৩২। তবে বড় সংখ্যাটি কত?
(পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার - 2014
A ৩৬
B ৩৭
C ৩৮
D ৪০
উত্তরঃ 36


২১ .০৩×.০০৬×.০০৭ = ?
(বিসিএস ৩৫তম; ; )
A .০০০১২৬
B .০০০০০১২৬
C .০০০১২৬০
D .১২৬০০০
Ansঃ  .০০০০০১২৬

২২.বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? (পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা (উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) 2014; ; )
A ৭৫০০ টাকা
B ৯০০০ টাকা
C ৮৫০০ টাকা
D ৯২০০ টাকা
Ans: ৮৫০০ টাকা

২৩. ২০ কেজি পরিমাণ একটি স্পিরিট ও পানির মিশ্রণে পানির পরিমাণ ১০%.ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে পানির পরিমাণ হবে ২৫%?
A ৩
B ৫
C ৮
D ১৮
উত্তরঃ ৩ কেজি ।

২৪. একখানা গাড়ির মূল্য ১৫০০ টাকা ও একটা ঘোড়ার মূল্য ২০০০ টাকা। যদি গাড়ির মূল্য শতকরা ৫ টাকা ও ঘোড়ার মূল্য শতকরা ৮ টাকা বৃদ্ধি পায়, তবে গাড়ি ও ঘোড়ার মূল্য একত্রে কত হবে?
A ৩৫৯৭
B ৩৫৩৭
C ৩৭৩৫
D ৩৭৭৫
 উত্তরঃ ৩৭৩৫ টাকা

২৫.একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত । ক্রয়মূল্য নির্ণয় করতে হবে ।
ক.৩০০
খ. ৫০০
গ. ২০০
ঘ. ৮০০
উত্তরঃ  ৩০০

২৬. ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
ক. ৪ বছর
খ.  ৬ বছর
গ.  ৮ বছর
ঘ.  ৯ বছর
উত্তরঃ ৪ বছর

২৭.চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত ?
ক. ৭২০ টাকা
খ. ৭২৫ টাকা
গ. ৭৩০ টাকা
ঘ. ৭৪৫ টাকা
উত্তরঃ  ৭২০ টাকা

২৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক. ১২%
খ.  ১৬%
গ.  ৮%
ঘ.  ৫%
উত্তরঃ  ৮%

২৯.৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন লাগবে?
ক. ১৯৫ টি
খ. ১৯২ টি
গ. ১৯০ টি
ঘ. ১৯৬ টি
উত্তরঃ  ১৯৬ টি

৩১. ৮ মাসে ২০০ টাকার যত লাভ হয়,কত মাসে ৪০০ টাকার তত লাভ হয় ?
ক. ২ মাসে
খ.  ৪ মাসে
গ.  ৬ মাসে
ঘ.  ৮ মাসে
উত্তরঃ ৪ মাসে

৩২. ৯ জন লোক যদি একটি কাজ ৩ দিনে করে তবে কতজন লোক কাজটি ৯ দিনে করবে ?
ক. ১ দিনে
খ. ২ দিনে
গ. ৫ দিনে
ঘ. ৩ দিনে
উত্তরঃ ৩ দিনে
বিঃ দ্রঃ- M= Man D= Day.

৩৩. ৩ জন পুরুষ বা ৪ জন মহিলা একটি কাজ ২৩ দিনে করতে পারে l ঐ কাজটি শেষ করতে ২ জন পুরুষ এবং ৫ জন মহিলার প্রয়োজন হবে দিন সময় লাগবে ?
ক.১২ দিন
খ.১০ দিন
গ.১৫ দিন
ঘ.১১ দিন
উত্তরঃ ১২ দিন
বিঃ দ্রঃ- M = Men W= Woman T= Time.

৩৪.  ৫, ১২৫, ২৩০ এর গ.সা.গু. নির্ণয় কর?
ক) ২৫
খ) ৫
গ) ১৫
ঘ) ৬
উত্তরঃ ৫

৩৫. মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয় । ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয় । মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত ?
ক. ১০০০ টাকা
খ.  ২০০০ টাকা
গ.  ৩০০০ টাকা
ঘ.  ৪০০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা

৩৭. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায় । পূর্বে তার বেতন কত ছিল ?
A ৭৫০০ টাকা
B ৯০০০ টাকা
C ৮৫০০ টাকা
D ৯২০০ টাকা
Ans: ৮৫০০ টাকা

৩৮. বেতন ৩০%  বৃদ্ধি পাওয়ায় একজন কর্মী ১১,০৫০ টাকা পায়  । পূর্বে তার বেতন কত ছিলো  ?
ক. ৬,৮০০
খ.  ৫,৯০০
গ.  ৮,৭৩৫ 
ঘ.  ৭,৭৩৫ 
উত্তরঃ ৭,৭৩৫ 

৩৯.একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?
ক.  ৯ কি.মি.
খ.  ৭ কি.মি.
গ.  ৬ কি.মি.
ঘ.  ৮ কি.মি.
উত্তরঃ ৬ কি.মি.
৪০. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ কি.মি. 3 ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার যেয়ে ফিরে আসতে কত সময় লাগবে ?
ক. ১০ ঘন্টা
খ.  ১২ ঘন্টা
গ.  ১১ ঘন্টা
ঘ.  ১৫ ঘন্টা
উত্তরঃ ১২ ঘন্টা

 এই মডেল টেস্ট এর সমাধান নিতে চাইলে কমেন্টে আপনার Mail ID দিতে পারেন (PDF পাবেন)
অথবা, এখানে দেখুন - Click Here !

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.