Notification texts go here Contact Us Buy Now!

NSI Power Model Test - 10 | NSI AD Bangla Special 2019 | বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষাগুলোয় বাংলা থেকে আসা মোট ৮০ টি প্রশ্ন

NSI AD Bangla Special
বাংলার কিছু অতি গুরুপ্তপুর্ন MCQ মনে রাখার চেষ্টা করবেন

 01.একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ?
উঃ ৫

02.মঙ্গলকাব্যের সন্ধান পাওয়া কবির সংখ্যা
উঃ ৬২

03. জাত মহাকাব্য
উঃ ৪টি

04.বৈষ্ণব পদকর্তা ' চন্ডীদাস' কতজন ?
উঃ ৪

05.বৈষ্ণব পদাবলীর প্রধান কবি
উঃ ৪

06.সাহিত্য রস
উঃ ৯

07.সাহিত্য অলঙ্কার
উঃ ২

08.চতুর্দশপদী কবিতাবলী'তে কতটি কবিতা সংকলিত হয়
উঃ ১০২টি।

09.চর্যাপদে পদের সংখ্যা
= ৫১ টি । পাওয়া গেছে সাড়ে চেচল্লিশটি । যায়নি ( ২৩ এর অর্ধেক , ২৪ , ২৫, ৪৮)

10.চর্যাপদের কবির সংখ্যা
উঃ ২৩/২৪

11.চর্যাপদের প্রবাদ বাক্য উঃ ৬টি  | ছন্দ উঃ ৩টি


12.রামায়ণের খণ্ড সংখ্যা
উঃ  ৭

13.মেঘনাদবধ' মহাকাব্যের সর্গ সংখ্যা
উঃ ৯টি।

14.'বীরাঙ্গনা' কাব্যে পত্র আছে
উঃ ১১টি।

15.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
উঃ ১৩

16.শ্রীকৃষ্ণকীর্রতন কাব্যের পদসংখ্যা
উঃ ৪১৮

17.প্রধান মঙ্গলকাব্য কতটি
উঃ ৩

18.রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি উপন্যাস রচনা করেন ?
উঃ ১২টি।

19.রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন
উঃ ৯টি।

20.মহাশ্মশান' মহাকাব্যের সর্গ সংখ্যা
উঃ ৬০

21.কবর' কবিতায় মোট কতটি চরণ আছে.?..
উঃ ১১৮টি।

22.গীতাঞ্জলি'তে মোট কবিতা ও গান আছে
উঃ ১৫৭টি।

23.শেষের কবিতায় কয়টি কবিতা আছে?
উঃ ১৬ টি।

24.কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয়
উঃ ৫টি।

25.অগ্নিবীণায় কাব্যে কতটি কবিতা রয়েছে ?
উঃ ১২টি

26.কাজী নজরুল ইসলামের বাঁধনহারা উপন্যাসে পত্র সংখ্যা কতটি
উঃ  ১৮ টি

27.ফররুখ আহমেদের ' সাত সাগরের মাঝি" কাব্যে কতটি কবিতা রয়েছ বিষাদসিন্ধু'র খণ্ড
উঃ ৩

28.মৈমনসিংহ গীতিকা'কতটি ভাষায় অনূদিত হয়েছে
উঃ ২৩টি।

29.মৈমনসিংহ গীতিকার কতটি পালা জসিমউদ্দীন সংগ্রহ করেন
উঃ ৩০টি

30) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ

31) বাংলা সাহিত্যের মধ্যযুগের সময় কাল?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক

32) বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ

33) নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ

34) চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক

35) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ

36) বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

37) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

38) চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ

39) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক

40) কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক

41) চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ

42) চর্যাপদ আবিস্কৃত হয়--
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক।

43) অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ

44) চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক

45) চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ

46) চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ

47) বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ ঘ

48) কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ

49) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ

50. রহিম ধোপাকে কাপড় ধুতে দিল → কর্মকারকে দ্বিতীয়া

51. জিজ্ঞাসিব জনে জনে → কর্মে ৭মী

52. বুলবুলিতে ধান খেয়েছে → কর্তায় ৭মী

53. অামাকে যেতে হবে → কর্তায় ২য়া

54. ভাইয়ে ভাইয়ে বেশ মিল → কর্তায় ৭মী

55. বাঘে - মহিষে এক ঘাটে জল খায় → ব্যতিহার কর্তা

56. শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয় → কর্তায় শূন্য

57. সম্বোধন পদে যতি চিহ্ন বসে → কমা

58. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় → নাম প্রকৃতি

59. মেধাবী → মেধা + বীন

60. সংস্কৃত তদ্ধিত প্রত্যয় → মানব

61. নয়ন → নী + অন ( প্রত্যয়)

62. মিশ্ + উক → কৃৎ প্রত্যয়

63. নাবালক শব্দে' না ' উপসর্গটি → ফারসি

64. লাপাত্তা শব্দের ' লা' উপসর্গটি → অারবি ভাষা থেকে

65. অজানা , বিপথ → খাঁটি বাংলা উপসর্গ

66. খাঁটি বাংলা উপসর্গ → অজ

67. নিমরাজি , বে- সামাল , হরেক → বিদেশী উপসর্গ

68. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় → অাই

69. বিভক্তিহীন নাম পদকে বলা হয় → প্রাতিপদিক

70. কারকের সম্বন্ধ কোন পদের সাথে → ক্রিয়া

71. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা

72. বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় → প্রাতিপদিক

73. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য → নতুন শব্দ গঠন

74. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে → কৃৎ প্রত্যয়

75. ধাতুর শেষে 'অন্ত 'প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় → বিশেষণ

76. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু → কর্ম

77. সর্বাঙ্গে ব্যথা , ঔষধ দিব কোথায় → কর্ম কারকে শূন্য

78. অরফ বই পড়ে → কর্মকারকে শূন্য

79.রামায়ণের খণ্ড সংখ্যা
উঃ  ৭

80.মেঘনাদবধ' মহাকাব্যের সর্গ সংখ্যা
উঃ ৯টি।

Previous Model Test - 09 


Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.