Bangladesh Bureau of Statistics (BBS) Previous Question Solution
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
জুনিয়র পরিসংখ্যান সহকারি
পরীক্ষার তারিখ: ০৩.০১.২০২০
১. সংবিধানের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: সম্ + বিধান
২. সঠিক বানান কোনটি?
উত্তর: পিপীলিকা
৩. মণিকাঞ্চনযোগ এর সমার্থক বাগধারা কোনটি?
উত্তর: সোনায়-সোহাগা
৪. যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে?
উত্তর: ঊষর
৫. সাপের খোলসকে এক কথায় কি বলে?
উত্তর: নির্মোক
৬. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তর: ধ্বনি
৭. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
উত্তর: নকশী কাঁথার মাঠ
৮. ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে?
উত্তর: শওকত ওসমান
৯. বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: অগ্নিবীণা
১০. ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি?
উত্তর: অসম্ভব ঘটনা
১১. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
উত্তর: ৩৯টি
১২. ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩ প্রকার
১৪. বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তর: মতিচুর
১৫. যাযাবর এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: স্থায়ী
১৬. কপোল শব্দের অর্থ কি?
উত্তর: গাল
১৭. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তর: জন + এক
১৮. উপস্থিত বুদ্ধি আছে যার-
উত্তর: প্রত্যুৎপন্নমতি
১৯. মাছের মা বাগধারার অর্থ-
উত্তর: নিষ্ঠুর
২০. বাংলা লিপির উৎস কি?
উত্তর: ব্রাহ্মী লিপি
Solved by: Ajgar Ali
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিসিএস)
জুনিয়র পরিসংখ্যান সহকারি
পরীক্ষার তারিখ: ০৩.০১.২০২০
----------------------------------
Ans: to
02. Which one is the correct spelling?
Ans: accessible
03. Khadija prefers mutton__beef.
Ans: to
04. Who is the author of ‘India wins freedom’?
Ans: Abul Kalam Azad
05. What is the adjective of the ‘Heart’?
Ans: Heartening
06. Which is the correct sentence?
Ans: He is a perfect judge.
07. What kind of noun is ‘girl’?
Ans: Common noun
08. ‘By and large’ means?
Ans: mostly
09. What is the verb from of the word ‘Habit’?
Ans: Habituate
10. She told me his name after he___.
11. Ans: had left
12. 11. T. S. Eliot was born in-
13. Ans: USA
14. 12. The man was accused___murder.
15. Ans: of
16. 13. The antonym of ‘scarcity’ is?
17. Ans: Abundance
18. 14. mamtaz was married___Shahjan.
19. Ans: to
20. 15. Translate into English: “সে সাঁতার দিয়ে নদী পার হলো”।
21. Ans: She swam across the river.
22. 16. The synonym of ‘Prohibit’-
23. Ans: ban
24. 17. What you (to do) last night?
25. Ans: did you do
26. 18. The author of ‘A Farewell to Arms’ is-
27. Ans: Ernest Hemingway
28. 19. Which one is the reflexive pronoun?
29. Ans: myself
30. 20. ‘Maiden Speech’ means-
31. Ans: first speech
32. Solved by: Ajgar Ali
---------------------------------
39. উত্তর: United Nations Development Programme
40. ২. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
41. উত্তর: প্যারিস, ফ্রান্স
42. ৩. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
43. উত্তর: ৭২.৩ বছর
44. ৪. সরকার কর্তৃক কোন বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে?
45. উত্তর: ২০২০
46. ৫. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
47. উত্তর: ৪ বছর
48. ৬. SDG এর Goal কয়টি?
49. উত্তর: ১৭টি
50. ৭. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
51. উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
52. ৮. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কোন বছর উদযাপন করা হবে?
53. উত্তর: ২০২১
54. ৯. বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীরবিক্রম কত জন?
55. উত্তর: ১৭৫ জন
56. ১০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
57. উত্তর: সৈয়দ মাইনুল হোসেন
58. ১১. বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
59. উত্তর: ৯টি
60. ১২. বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়?
61. উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২
62. ১৩. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
63. উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
64. ১৪. সৌদি আরবের রাজধানীর নাম কি?
65. উত্তর: রিয়াদ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
জুনিয়র পরিসংখ্যান সহকারি
পরীক্ষার তারিখ: ০৩.০১.২০২০
----------------------------------
72. উত্তর:a³-8b³-6a²b+12ab²
73. ২. x-1/x=2 হলে x^4+1/x^4= কত?
74. উত্তর: 34
75. ৩. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
76. উত্তর: ৫/৯
77. ৪. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও ১ পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
78. উত্তর: ১৮ বছর
79. ৫. বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?
80. উত্তর: ৪ বছর
81. ৬. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোনটির মান কত?
82. উত্তর: ১১০°
83. ৭. একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
84. উত্তর: ১২ মিটার
85. ৮. দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?
86. উত্তর: ২:১
87. ৯. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোনদ্বয়-
88. উত্তর: সূক্ষ্মকোণ
89. ১০. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?
90. উত্তর: ১০০ টাকা
91. ১১. 2x=3y+5 হলে 4x-6y=কত?
92. উত্তর: 10
93. ১২. ১ ইঞ্চি=কত সেন্টিমিটার?
94. উত্তর: ২.৫৪ সেন্টিমিটার
95. ১৩. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c=কত?
96. উত্তর: 20:35:42
97. ১৪. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
98. উত্তর: ২৫
99. ১৫. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
100. উত্তর: ৩০%
Khairul's Advanced Math PDF Book
Copyright Issue: We are not the actual writer or publisher of this book. We highly follow Copyright rules and regulations. So we don't have the ability to change anything inside the boy. We only share PDF for those who have financial problems. We obey and follow the copyright laws when we post something related educational activities. Coyright statement sets out the copyright position of our website. This website and its content is copyright of LearningHomeBD Org - © All rights reserved.
Post a Comment
Use Comment Box ! Write your thinking about this post and share with audience.