Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

Bangla Bornomala - এক নজরে বাংলা বর্ণমালা

এক নজরে বাংলা বর্ণমালা
স্বরবর্ণ - ১১টি ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি
মৌলিক স্বরধ্বনি -৭ টি যৌগিক স্বরধ্বনি - ২টি
হ্রসস্বর স্বরধ্বনি - ৪ টি দীর্ঘস্বর স্বরধ্বনি - ৭টি
যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ - ২৫টি
 
মাত্রা সম্পর্কিত বর্ণ
মমাত্রাহীন -১০ টি মঅর্ধমাত্রা -৫টি মপূর্ণমাত্রা -৩২ টি
মকার - ১০ টি মস্পর্শবর্ণ - ২৫ টি

একটু বিস্তারিত ভাবে দেখে নিতে পারেন বাংলা বর্ণমালার খুঁটিনাটি

বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি
  • স্বরবর্ণ ১১টি
  • ব্যঞ্জণবর্ণ ৩৯টি
হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি 
প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি
 
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি
  • পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে স্বরবর্ণ  ৬টি
  • পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ব্যঞ্জণবর্ণ  ২৬টি
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি
  • অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে স্বরবর্ণ  ১টি
  • অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ব্যঞ্জণবর্ণ  ৭টি
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি 
  • ব্যঞ্জণবর্ণ  ৬টি
  • স্বরবর্ণ ৪টি
বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি
বর্গীয় ধ্বনি আছে ২৫টি  (ক থেকে ম পর্যন্ত)
বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি  (“অ” ছাড়া)
বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি   (ম, ন, ব,য, র)
সৌমিত্র শেখরের বই যে ৬টি
যেমন: ন, ম, য, র ল, ব

বাংলা বর্ণমালা সম্পর্কে আরো কিছু বিষয় জেনে রাখা দরকার -

  • বাংলা বর্ণমালায় কন্ঠ/ জিহবামূলীয় ধ্বনি আছে ৫টি  (“ক” বর্গীয়ধ্বনি)
  • বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে ৮টি  (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
  • বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
  • বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে ৭টি   (“ত” বর্গীয় ধ্বনি + স, ল)
  • বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে ৫টি    (“প” বর্গীয় ধ্বনি)
  • বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে ১৪টি    প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স
  • বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে ১১টি    (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
  • বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি    (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
  • বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি    (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
  • বাংলা বর্ণমালায় নাসিক্য / অনুনাসিকধ্বনি আছে  ৮টি   (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
  • বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি ৪টি   (শ, ষ, স, হ)
  • বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি ৪টি  ব, য, র, ল)
  • বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি ১টি    (ল)
  • বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি ১টি   (র)
  • বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি ১টি   (ড়, ঢ়)
  • বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি ৩টি    (ং, ঃ, ৺)
  • বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি ২টি    (ং, ঃ)
  • বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি ২টি    (ঐ, ঔ)
  • বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বনি  ১টি    (ৎ)
  • বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি  (অ)
  • বাংলা বর্ণমালায় হসন্ত / হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
  • বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি    (য,ব)

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.