online-tutor

Bottom Notice

× Primary Teacher Exam Related Books And Suggestion - Click Here !

Top Ads

Bottom Notification

 চাকরির পরীক্ষায় বিভ্রান্ত করা কিছু প্রশ্নোত্তর 

👦 মুসলিম নারী জাগরনের কবি কে ?
ক) বেগম রোকেয়া
খ) শামসুন্নাহার
উত্তর : শামসুন্নাহার।
বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত
👦 ভিটামিন সি বেশি আছে কোনটিতে ?
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
 আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা
👦 আপেল এ কোন এসিড ?
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।

👦 CPU তে কোনটি থাকে ?
ক) register
খ) memory
উত্তর : register
 Register, CPU এর একটা অংশ, যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে
👦 সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত ?
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
 
👦 বৃহত্তম অর্থনীতির দেশ ?
A) China
B) USA
উত্তর : USA
 জিডিপিতে শীর্ষ -- USA আবার অন্যদিকে, পিপিপিতে শীর্ষ -- China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার
👦 বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট
কোনটি?
A) EU
B) WTO
উত্তর : A
 সবচেয়ে বড় অর্থনৈতিক জোট - EU । সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী - WTO.
👦 ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো ?
ক) ৭.৮
খ) ৭.৯
উত্তর : ৭.৮
 কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে
👦 মোট বীর উত্তম কতজন ?
ক) ৬৮ জন
খ) ৬৯ জন
উত্তর : ৬৯ জন
মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮
জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়
👦 কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে ?
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
 কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল
👦 বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি ?
ক) ১১ টি
খ) ১২ টি
উত্তর : ১২ টি।

👦 ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি ?
ক) ১৫ টি
খ) ২০ টি
উত্তর : ১৫ টি।
 ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি
👦 Control unit -
A) performs mathematical operations
B) performs logical operations
উত্তর : B.
 প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে
👦 বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বিষ্ণু দে
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
 বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে
👦 'গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' - পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ ?
A. সাম্যবাদী
B. জীবন- বন্দনা
উত্তর : জীবন - বন্দনা।
 এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, "গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!"
ঢাকা বিভাগ সম্পর্কিত গুরুপ্তপুর্ন কিছু প্রশ্ন ও উত্তর
 
ঢাকা বাংলার প্রথম রাজধানী করা হয় কখন ?
উত্তর: ১৬১০ সালে
 ঢাকাকে প্রথম বাংলার রাজধানী ঘোষণা করেন - ইসলাম খান
ঢাকার প্রথম ইংরেজি বানান কি ?
উত্তর: Dacca ( Dhaka করা হয় ৫ অক্টোবর ১৯৮২ সালে )

ঢাকার পূর্ব নাম কি ?
উত্তর: জাহাঙ্গীরনগর
 
ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত ?
উত্তর: ৪ টি
 
ঢাকা মহানগরে প্রথম কখন বিদ্যুত্ বাতি জ্বালানো হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯০১ সালে
 
রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন ?
উত্তর: ২ বার
 
স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা পায় ?
উত্তর: ৪ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭)

ঢাকা কতবার বাংলার রাজধানীর মর্যাদা পায় ?
উত্তর: ৫ বার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
 

চলমান ঘটনার ভিত্তিতে কিছু প্রশ্ন
 
পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন সাধারণ জ্ঞান হিসেবে দিতে পারে । কারণ বর্তমানে উন্নয়ন কর্মকান্ডের মধ্যে পদ্মা সেতু অন্যতম তাই এই সেতু সম্পর্কিত প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন । শুধু চাকরির পরীক্ষায় নয় বরং ভাইবা পরিক্ষাতেও এই বিষয়ে কিছু প্রশ্ন করতেই পারে । 
এক কথায় প্রশ্নঃ
১. পদ্মা সেতুর প্রকল্পের নাম কী ?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
 
২. পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত ?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা
 
৩. পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী ?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
 • পদ্মা সেতুর দৈর্ঘ্য - ৬.১৫ কিলোমিটার
 • প্রস্থ - ৭২ ফুটের চার লেনের সড়ক
 • পদ্মা সেতুর সংযোগ সড়ক - দুই প্রান্তে ১৪ কিলোমিটার
 • পদ্মা সেতুর ভায়াডাক্ট - ৩.১৮ কিলোমিটর
 
৪. পদ্মা সেতুর ধরন কেমন ?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
 • পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে - নিচ তলায়
৫. পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন ?
উত্তর : প্রায় ৪ হাজার

 • পদ্মা সেতুর পিলার সংখ্যা - ৪২টি
 • পদ্মা সেতুর পাইলিং গভীরতা - ৩৮৩ ফুট
 • পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা - ৬০ ফুট
৬. পদ্মা সেতুতে কী কী থাকবে ?
 • গ্যাস, 
 • বিদ্যুৎ ও 
 • অপটিক্যাল ফাইবার লাইন 
 • পরিবহন সুবিধা
৬. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার ?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর

৭. প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি ?
উত্তর : ৬টি

৮. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত ?
উত্তর : ২৬৪টি

৯. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত ?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা

১১. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি ?
উত্তর : ৮১টি

Close

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Post Next Post

Sponsord


Author sign up !

Sponsord

Help:

FAQs:

How to download any file from this website ?

You can download all the files on our site. We usually share the link of Google Drive from here you can securely and very quickly collect any PDF or all other files. One more thing to keep in mind is that this site does not post any kind of fake download, so wherever you see PDF download or file download, remember that you can download your desired PDF or other files from that post. Each download button has a timer attached. Basically, it takes some time for the files to be ready, so the download timer is given. There may be some automatic download timers, in which case there is nothing to be afraid of when you see the timer. There will be no accident when the timer runs out. Wait there with some of your precious time.

এই ওয়েবসাইট থেকে যেকোনো ফাইল কিভাবে ডাউনলোড করবেন ?

অনেকে আছেন যারা অযথা কমেন্ট করে জিজ্ঞাসা করেন কিভাবে ডাউনলোড করব তাদের উদ্দেশে বলে দেয় আমাদের এই সাইটের সকল ফাইল আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন । আমরা সাধারণত গুগোল ড্রাইভ এর লিংক শেয়ার করে থাকি এখান থেকে আপনি নিরাপদ এবং খুব দ্রুত যেকোনো পিডিএফ বা অন্যান্য সকল ফাইল সংগ্রহ করতে পারবেন । আর একটি কথা বলে রাখা দরকার এই সাইটটি কোন প্রকার ফেইক ডাউনলোড পোস্ট করে থাকে না সুতরাং যেখানে দেখবেন পিডিএফ ডাউনলোড বা ফাইল ডাউনলোডের কথা বলা আছে মনে রাখবেন আপনি অবশ্যই সেই পোষ্টটি থেকে আপনার কাংখিত পিডিএফ বা অন্যান্য ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারবেন । প্রতিটি ডাউনলোড বাটনে একটি টাইমার সংযুক্ত করা আছে । মূলত ফাইল গুলো প্রস্তুত হতে বেশ কিছুটা সময় লাগে সেকারণে ডাউনলোড টাইমার দেওয়া হয় । কিছু কিছু স্বয়ংক্রিয় ডাউনলোড টাইমার থাকতে পারে, সেক্ষেত্রে টাইমার দেখলে ভয় পাবার কিছু নেই টাইমার শেষ হলে কোন দুর্ঘটনা ঘটবে না আপনার মুল্যবান সময়ের কিছুটা দিয়ে সেখানে অপেক্ষা করুন টাইমার পুরোপুরি শেষ হলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ।

Author sign up !

যারা বিভিন্ন বিষয়ের উপর লিখতে পছন্দ করেন এবং আপনার লিখিত সৃষ্টিকর্ম প্রকাশ করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটের একজন লেখক হিসেবে বিনামূল্যে যোগদান করতে পারেন । লেখক হিসেবে যোগদান করে আপনার লেখাগুলো এই ওয়েবসাইটে পোস্ট করুন । Author sign up !