এখানে প্রায় ৮০০+ MCQ পাবেন এর বেশির ভাগই যেকোনো চাকরির পরীক্ষা বা যেকোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বেশ উপযোগী তাই চেষ্টা করুন যাতে সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করুন । সাধারনত দেখবেন বিগত চাকরির পরীক্ষায় এগুলোই বেশি বেশি বার এসেছে । তাই আপনাদের সুবিধার্থে সবগুলো একত্রে দেওয়া হলো ।
Professors Mental Ability - Full part (14.00 MB)
Download Now !
১.কুকুরের ডাক=বুক্কন
২.রাজহাঁসের ডাক=ক্রেঙ্কার
৩.বিহঙ্গের ডাক/ধ্বনি=কূজন/কাকলি
৪.করার ইচ্ছা=চিকীর্ষা
৫.ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা/তিতিক্ষা
৬.ত্রাণ লাভ করার ইচ্ছা=তিতীর্ষা
৭.গমন করার ইচ্ছা=জিগমিষা
৮.নিন্দা করার ইচ্ছা=জুগুপ্সা
৯.বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
১০.পেতে ইচ্ছা=ঈপ্সা
১১.চোখে দেখা যায় এমন=চক্ষুগোচর
১২.চোখের নিমেষ না ফেলিয়া=অনিমেষ
১৩.গম্ভীর ধ্বনি=মন্দ্র
১৪.মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা
১৫.বিজয় লাভের ইচ্ছা=বিজিগীষা
১৬.প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা
১৭.বাস করার ইচ্ছা=বিবৎসা
১৮.বমন করিবার ইচ্ছা=বিবমিষা
১৯.রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা
২০.আমার তুল্য=সাদৃশ
২১.ইহার তুল্য=ইদৃশ
২২.ঋষির তুল্য=ঋষিকল্প
২৩.দেবতার তুল্য=দেবোপম
২৪.রন্ধনের যোগ্য=পাচ্য
২৫.জানিবার যোগ্য=জ্ঞাতব্য
২৬.প্রশংসার যোগ্য=প্রশংসার্হ
২৭.ঘ্রাণের যোগ্য=ঘ্রেয়
২৮.যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্য
২৯.যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
৩০.যা বলা হয়েছে=বক্ষ্যমাণ
৩১.যা পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব
৩২.যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্ব
৩৩.যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
৩৪.হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়
৩৫.বাতাসে চরে যে=কপোত
৩৬.পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর
৩৭.সরোবরে জন্মায় যাহা=সরোজ
৩৮.সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে=সততসঞ্চরমান
৩৯.যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান
৪০.সকলের জন্য প্রযোজ্য=সর্বজনীন
৪১.সকলের জন্য অনুষ্ঠিত =সার্বজনীন
৪২.প্রায় প্রভাত হয়েছে এমন=প্রভাতকল্পা
৪৩.রাত্রির মধ্যভাগ=মহানিশা
৪৪.স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ
৪৫.স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
৪৬.যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত
৪৭.শক্তির উপাসনা করে যে = শাক্ত
৪৮.এখনও শত্রু জন্মায় নাই যার=অজাতশত্রু
৪৯.এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার=অজাতশ্মশ্রু
৫০.যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর
৫১.অন্যদিকে মন নাই যার=অনন্যমনা
৫২.খেয়া পার করে যে =পাটনী
৫৩.নিজেকে বড় ভাবে যে=হামবড়া
৫৪.নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে=সয়ম্ভূ
৫৫.নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)=নিদাঘ
৫৬.যা গতিশীল = জঙ্গম
৫৭.যে বিষয়ে কোন বিতর্ক নেই=অবিসংবাদী
৫৮.স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
৫৯.অত্যন্ত তরল জল নিঃসরণ =অতিসার/অতীসার
৬০.অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ=দাদন
৬১.অতি উচ্চ ধ্বনি =মহানাদ
৬২.অতিশয় রমণীয়=সুরম্য
৬৩.অণুর ভাব=অণিমা
৬৪.অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী =আনুপূর্বিক
৬৫.অবজ্ঞায় নাক উঁচু করে যে=উন্নাসিক
৬৬.অসির শব্দ=ঝঞ্জনা
৬৭.অন্ধকার রাত্রি =তামসী
৬৮.অশ্বের চালক=সাদী
৬৯.ঈষৎ নীলাভবিশিষ্ট=আনীল
৭০.ঈষৎ উষ্ণ =কবোষ্ণ
৭১.ঈষৎ পাংশু বর্ণ=কয়রা
৭২.আকস্মিক দুর্দৈব =উপদ্রব
৭৩.আঙুর ফল=দ্রাক্ষা
৭৪.আজীবন সধবা যে নারী=চিরায়ুষ্মতী
৭৫.উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন=রিকথ
৭৬.উটের/হস্তীর শাবক=করভ
৭৭.ঋষির দ্বারা উক্ত(কথিত) =আর্য
৭৮.ঋজুর ভাব=আর্জব
৭৯.ঋতুর সম্বন্ধে=আর্তব
৮০.ঔষধের আনুষঙ্গিক সেব্য=অনুপান
৮১.কংসের শত্রু যিনি=কংসারি
৮২.কালো হলুদের মিশানো রঙ=কপিশ,কপিল
৮৩.ক্ষুধার অল্পতা=অগ্নিমান্দ্য
৮৪.কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ=অধঃকায়
৮৫.কৃষ্ণবর্ণ হরিণ=কালসার
৮৬.ক্রীড়নশীল তরঙ্গ =চলোর্মি
৮৭.কাচের তৈরি ঘর=শিশমহল
৮৮.কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে= বীতশ্রদ্ধ
৮৯.কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ=রত্নি
৯০.কপালে আঁকা তিলক=রসকলি
৯১.কচি তৃণাবৃত ভূমি=শাদ্বল
৯২.ক্ষিতি, জল,তেজ বায়ু থেকে সঞ্জাত =চতুভৌতিক
৯৩.গৃহের প্রধান প্রবেশ পথ=দেহলি,দেউড়ি
৯৪.গরম জল=উষ্ণোদক
৯৫.গর্দভের বাসস্থান =খরশাল
৯৬.গুরুগৃহে বাস=অন্তেবাসী
৯৭.গ্রন্থাদির অধ্যায় =স্কন্দ
৯৮.গুরুর পত্নী =গুর্বী
৯৯.গাধার ডাক=রাসভ
১০০.ঘর্ষণ বা পেষণজাত গন্ধ=পরিমল
১০১.ঘোর অন্ধকার রাত্রি =তামসী,তমিস্রা
১০২.চোখের কোণ=অপাঙ্গ
১০৩.ছুতারের বৃত্তি=তক্ষণ
১০৪.চিত্তের তৃপ্তিদায়ক=দিলখোশ
১০৫ জানায় যে=জ্ঞাপক
১০৬.ছিন্ন বস্ত্র=চীর
১০৭.জজের বৃত্তি=জজিয়াতী
১০৮.জলবহুল স্থান =অনুপ,জলা
১০৯.জানা উচিত =জ্ঞেয়
১১০.ত্বরার সঙ্গে বর্তমান=সত্বর
১১১.ত্বরায় গমন করে যে=তুরগ
১১২.তৃণাদির গুচ্ছ=স্তন্ব
১১৩.তরল অথচ গাঢ়=সান্দ্র
১১৪.তোপের ধ্বনি=গুড়ুম
১১৫.তস্করের কাজ=তাস্কর্য
১১৬.তোমার মত=ত্বাদৃশ
১১৭.তার মত=তাদৃশ
১১৮.তনুর ভাব=তনিমা
১১৯.থেমে থেমে চলার যে ভঙ্গি=ঠমক
১২০.দাম উদরে যাহার=দামোদর
১২১.দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত=আধিদৈবিক
১২২.দুরথীর যুদ্ধ =দ্বৈরথ
১২৩.দুই নদীর মধ্যবর্তী স্থান =দোয়াব
১২৪.দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ =রোজনামচা
১২৫.দুগ্ধবতী গাভী=পয়স্বিনী
১২৬.ধান্যাদি পরিমাপকারী =কয়ালি
১২৭.নিবেদন করা হয় যা=নৈবদ্য
১২৮.নির্ভুল মুনিবাক্য=আপ্তবাক্য
১২৯.নিকৃষ্ট ব্যক্তি =অজন
১৩০.নিচে জল আছে যার=অন্তঃসলিলা
১৩১.প্রস্থান করতে উদ্যত =চলিষ্ণু
১৩২.প্রদীপ শীর্ষের কালি=অঞ্জন
১৩৩.পেতে ইচ্ছা=ঈপ্সা
১৩৪.পেটের পীড়া ও তৎসহ জ্বর =জ্বরাতিসার
১৩৫.প্রতিবিধান করার ইচ্ছা=প্রতিবিধিৎসা
১৩৬.পাখির ডানা ঝাপটা =পাখসাট
১৩৭.পায়ে হেঁটে যে গমন করে না=পন্নগ
১৩৮.পায়ে হাঁটা =পদব্রজ
১৩৯.ফিকা কমলা রঙ=বাসন্তী
১৪০.পুরুষের কর্ণভূষণ =বীরবৌলি
১৪১.পূর্ণিমার চাঁদ =রাকা
১৪২.প্রভাতের নবোদিত সূর্য=বালার্ক,বালসূর্য
১৪৩.বসন আলগা যার=অসংবৃত
১৪৪.বীজ বপনের উপযুক্ত সময়=জো
১৪৫.বেলা ভূমিকে অতিক্রম =উদ্বেল
১৪৬.বিশেষ ভাবে দর্শন =বীক্ষণ
১৪৭.ভোরে গাওয়ার উপযুক্ত গান=ভোরাই
১৪৮.মরনের জন্য অনশন =প্রায়োপবেশন
১৪৯.মেঘের ধ্বনি=জীমূতমন্ত্র
১৫০.মন্থন করা হয়েছে=মথিত
১৫১.মাথায় টাক=খলতি
১৫২.যার কিছু নেই=আকিঞ্চন
১৫৩.যাহার বসন (পোশাক) মাটির রঙের=গৈরিকবসনা
১৫৪.যার পঞ্জরাস্থি ক্ষীণ =উনপাঁজুরে
১৫৫.যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না=অসেচনক
১৫৬.বলা হতে যাচ্ছে বা হবে=বক্ষ্যমাণ
১৫৭.যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মে=পূণ্যশ্লোক
১৫৮.যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়=দুরুচ্চার্য
১৫৯.যে স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
১৬০.যা শুনলে দুঃখ দূর হয়=দুঃশ্রব
১৬১.যা গমন করে না=নগ
১৬২.যার স্পৃহা দূর হয়েছে=বীতস্পৃহ
১৬৩.লয় প্রাপ্ত হয়েছে=লীন
১৬৪.শত্রুকে পীড়া দেয় যে=পরন্তপ
১৬৫.শক্তির উপাসনা করে যে=শাক্ত
১৬৬.শাল গাছের ন্যায় দীর্ঘাকার=শালপ্রাংশু
১৬৭.ষাঁড়ের চেহারা তুল্য =ষণ্ডামার্কা
১৬৮.সুদে টাকা খাটানো=তেজারতি
১৬৯.স্বর্গের গঙ্গা=মন্দাকিনী
১৭০.হাতি বাঁধার রজ্জু=আন্দু
১৭১.হস্তী রাখার স্থান =বারী,পিলখানা
১৭২.হস্তী তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড =অঙ্কুশ
১৭৩.হস্তীর চারণভূমি=প্রচার
১৭৪.হত্যা করে যে=হন্তারক
১৭৫.অব্যক্ত মধুর ধ্বনি=কলতান
১৭৬.যার বাসস্থান নেই=অনিকেতন
১৭৭.আয়ুর পক্ষে হিতকর=আয়ুষ্য
১৭৮.ইতয়ার পুত্র=ঐতরেয়
১৭৯.কর্মে অতিশয় তৎপর =করিৎকর্মা
১৮০.কুরুর পুত্র=কৌরব
১৮১.কুন্তীর পুত্র=কৌন্তের
১৮২.চৌত্রিশ অক্ষরে স্তব=চৌতিশা
১৮৩.জয়লাভ করতে অভ্যস্ত যে=জিষ্ণু
১৮৪.জয় করার যোগ্য=জেতব্য
১৮৫.তমঃদূর করে যে=তমোনাশ
১৮৬.দান করে যে কেড়ে নেয়=দত্তাপহারী
১৮৭.দান করার ইচ্ছা=দিৎসা
১৮৮.ন্যায় শাস্ত্রে পণ্ডিত যিনি=নৈয়ায়িক
১৮৯.পিতার ভগিনী=পিতৃষসা
১৯০.পুণ্ডরীক্ষের ন্যায় অক্ষি যার=পুণ্ডরীকাক্ষ
১৯১.বাক্য ও মনের অগোচর=অবাঙ্মনসগোচর
১৯২.ভ্রাতাদের মধ্যে সদ্ভাব =সৌভ্রাত্র
১৯৩.মৃত্যু কামনায় উপবাস=প্রায়োপবেশন
১৯৪.যে আতপ থেকে ত্রাণ করে=আতপত্র
১৯৫.যে সুপথ থেকে ভিন্ন পথে গেছে=উন্মার্গগামী
১৯৬.যে উপরে উঠেছে =আরূঢ়
১৯৭.যে পার হতে ইচ্ছুক=তিতীর্যু
১৯৮.যে অট্টালিকা দেখতে সুন্দর=হর্ম্য
১৯৯.যে নদীর জল পূণ্যদায়ক=পূণ্যতোয়া
২০০.যে অস্ত্র একশত জনকে বধ করতে পারে=শতঘ্নী
২০১.যে বহু বুলি বলে=হরবোলা
২০২.যা বিচারের দ্বারা ঠিক করা যায় না=অপ্রতর্ক্য
২০৩.যা মিলিয়ে যাচ্ছে=অপমৃয়মান
২০৪.যা পূর্বে কথিত বা উল্লিখিত =প্রাগুক্ত
২০৫.যা শল্য ব্যথা দূর করে=বিশল্যকরণী
২০৬.যার উদর বক্রগতি সম্পন্ন=কাকোদর
২০৭.শুনতে ইচ্ছুক=শুশ্রুষু
২০৮.হস্তীর চিৎকার =বৃংচিত
২০৯.রঘুর পুত্র=রাঘব
২১০.পদ্মের ডাঁটা=মৃণাল
২১১.হাতির পিঠে আরোহী বসার স্থান =হাওদা
২১২.যা সহজে অপনীত হবার নয়=দুরপনেয়
২১৩.সন্তানের মত যত্নে=অপত্যনির্বিশেষে
২১৪.যে রমণীর হাসি পবিত্র=শুচিস্মিতা
২১৫.যে রমণীর হাসি সুন্দর=সুহাসিনী
২.সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
৩.থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।
৪.উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৫.পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৬.ইউনিয়ন - ৪৫৬২ টি।
৭.গ্রাম- ৮৭৩৭২ টি।
৮.জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।
৯.জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
১০.পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
১১.জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
১২.শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
১৩.গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
১৪.স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
১৫.মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।
১৬.মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
১৭.জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
১৮.দরিদ্রতার হার - ৩১.৫০%।
১৯.আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।
২০.শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
২১.VAT এর হার- ১৫%।
২২.পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
২৩.সরকারি বস্ত্রকল- ১৮ টি।
২৪.চিনিকল- ১৫ টি।
২৬.সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।
২৭.সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
২৮.জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
২৯.অস্ত্র কারখানা - ১ টি।
৩০সরকারি ইপিজেড- ৮ টি।
৩১.নদী বন্দর - ৩০ টি।
৩২.সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।
৩৩.নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)
৩৪.বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।
৩৫.মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)
৩৬.মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।
৩৭.মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।
৩৮.নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)
৩৯.মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)
৪০.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
৪১.সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
৪২.কাগুজে নোট - ৯ টি।
৪৩.ব্যাংক নোট- ৫ টি।
৪৪.জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
৪৫.শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)
৪৬.সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )
৪৭.আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।
৪৮.সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।
৪৯.নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।
৫০.শিক্ষাস্তর - ৪ টি।
৫১.পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৫ টি।
৫২.আবাদযোগ্য জমি - ২ কোটি একর।
৫৩.চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)
৫৪.বসবাসকারী উপজাতি - ৪৮ টি।
৫৫.পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।
৫৬.জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।
৫৭.উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ৪ টি।
৫৮.ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৫৯.মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৬০.স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)
৬১.হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি
৬২.অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)
৬৩.গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)
1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
13) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই- ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
31) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
32) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
33) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ?
➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ?
➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ?
➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
37) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
38) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
39) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
40) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
➟ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ?
➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ?
➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকন্ড্রিয়াম
65) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ?
➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ?
➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ যকৃতে
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
89) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ➟ ভিটামিন এ
90) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ➟ ভিটামিন বি
91) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ➟ ভিটামিন ডি
92) নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় ? ➟ ফুসফুস
93) ডিপথেরিয়া কোথায় হয় ? ➟ গলায়
94) পাইরিয়া কোথায় হয় ? ➟ দাঁতের মাড়ি
95) দুধের প্রোটিনের নাম কি ? ➟ কেসিন
96) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? ➟ পটাসিয়াম
97) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➟ 0.01 mg/L
98) পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ? ➟ ৯৭%
99) পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ?
➟ বৃহস্পতি
100) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি
Competitive exams
Act on ➯ কোনো কিছু অনুসারে কাজ করা
Act up to ➯ আশানুরুপ কাজ করা
Act upon ➯ কোনো কিছুর উপর নিভর করে
কাজ করা , ক্ষতি করা
Bear off ➯ জয় করে নেওয়া
Bear on ➯ সহ্য করা
Bear out ➯ সমর্থন করা
Bear with ➯ সহ্য করা
Blow away ➯ উড়িয়ে নিয়ে যাওয়া
Blow off ➯ নির্গত করা
Blow out ➯ নিভিয়ে ফেলা
Blow up ➯ উড়িয়ে দেয়া, বিস্ফোরিত
হওয়া
Break away ➯ ভেঙ্গে বের হওয়া
Break down ➯ ভেঙ্গে পড়া
Break in ➯ কথার মাঝে কথা বলা,
জোড়পূর্বক প্রবেশ করা
Break into ➯ ভেঙ্গে প্রবেশ করা
Break out ➯ ছড়িয়ে দেওয়া, বিস্তার লাভ
করা
Break through ➯ জোর করে ঢোকা
Break up ➯ শেষ হওয়া
Bring about ➯ ঘটানো
Bring forth ➯ উৎপন্ন করা
Bring in ➯ আনায়ন করা, প্রচলন করা, দেয়া
Bring up ➯ লালন পালন করা
Call at ➯ কোন স্থানে গিয়ে দেখা করা
Call on ➯ দেখা করা
Call in ➯ ডেকে আনা
Call out ➯ চিৎকার করা, ডেকে পাঠানো
Call off ➯ প্রত্যাহার করা
Call up ➯ স্মরণ করা
Call for ➯ চাওয়া
Carry off ➯ বিজয়ী হওয়া, বাহিত হওয়া,
জীবন নেয়া
Carry on ➯ চালিয়ে যাওয়া
Carry out ➯ পালন করা
Cast aside / Cast off ➯ ছুড়ে ফেলা, বাদ
দেওয়া
Come after ➯ পিছনে তাড়া করা
Come away ➯ **খুলে যাওয়া**
Come by ➯ পাওয়া
Come form ➯ কোন স্থান থেকে আশা
Come of ➯ আসিতেছে, জম্নগ্রহন করা,
উদ্ভত হওয়া
Come off ➯ *আনুষ্ঠিত হওয়া*
Come on ➯ দ্রুত চলা
Come out ➯ প্রকাশিত হওয়া
Come round ➯ সুস্থ হওয়া
Cut down ➯ কাটা বা হ্রাস করা
Cut off ➯ বিচ্ছিন্ন করা, মারা যাওয়া
Cut out ➯ উপযুক্ত, সেবাদান বন্ধ করা,
পরাস্ত করা
Cut up ➯ মর্মাহত হওয়া, টুকরো টুকরো
করা
Do up ➯ অত্যন্ত ক্লান্ত
Do without ➯ কোন কিছু ছাড়া চলা
Dwell on / upon** ➯ চিন্তা করা
Fall back ➯ পিছু হাটা, ফিরে যাওয়া
Fall from ➯ ক্ষমতাচুত্য হওয়া, বাহির হওয়া
Fall in ➯ সারিবদ্ধ হওয়া
Fall in with ➯ সম্মত হওয়া
Fall into ➯ বিভক্ত হওয়া
Fall off ➯ খসে পড়া, ঝরে পড়া
Fall on ➯ ন্যস্ত হওয়া, আক্রমন করা
Fall through ➯ নিস্ফল হওয়া
Get alone ➯ চলা বা চালানো
Get away ➯ পালানো
Get down ➯ নামা, মনোযোগ দেওয়া,
লেখা
Get in ➯ উপস্থিত হওয়া
Get into ➯ মিশে যাওয়া, বিপদে পড়া
Get off ➯ যাএা করা
Get after ➯ অনুসরণ করা
Get on ➯ চলা, অগ্রসর হওয়া
Get out ➯ বের হওয়া, দুর করা
Get through ➯ সেরে উঠা, উত্তির্ণ হওয়া
Get up ➯ ওঠা, তোইরি করা
Give away ➯ সমর্পন করা, দান করা
Give in ➯ মেনে নেওয়া
Give off ➯ দেয়া
Give over to ➯ হস্তান্তর করা
Give up ➯ ত্যাগ করা
Go about ➯ বিস্তার লাভ করা, ঘুরে
বেড়ানো, চালিয়ে যাওয়া
Go after ➯ অনুসারণ করা
Go along ➯ মেনে নেওয়া, নিষ্ঠার সাথে
চালিয়ে যাওয়া
Go away ➯ চলে যাওয়া
Go back on / upon ➯ খেলাপ করা
Go by ➯ অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া
Go down ➯ অস্ত যাওয়া, হ্রাস পাওয়া,
পানিতে ডুবে যাওয়া, মাটিতে পড়া, নষ্ট
হওয়া
Go for ➯ আনতে যাওয়া, আক্রমন করা,
পছন্দ করা
Go in for ➯ পরীক্ষা দেয়া, প্রতিযোগিতা
করা
Go off ➯ প্রস্থান করা, বিস্ফোরিত হওয়া
Go on ➯ চালিয়ে যাওয়া, চালু হওয়া
Go round / around ➯ চক্রাকারে ঘোরা,
যথেষ্ট থাকা
Go through ➯ পাঠ করা
Hand over ➯ সমর্পন করা
Hang about / around ➯ সন্দেহজনকভাবে
ঘোরাফেরা করা, অপেক্ষা করা
Hang back ➯ পশ্চাৎপদ হওয়া
Hang on ➯ কারো ওপর নির্ভর করা,
অপেক্ষা করা
Had better ➯ বরং
Look about ➯ খোঁজ করা
Look after ➯ দেখাশুনা করা
Look at ➯ তাকানো
Look down upon ➯ ঘৃণা করা
Look for ➯ খোঁজা
Look into ➯ তদন্ত করা
Look on / upon ➯ বিবেচনা করা, মনে করা
Look out ➯ বাইরে তাকানো, সজাগ থাকা
Look over ➯ পরীক্ষা-নিরীক্ষা করা
Look through ➯ দ্রুত পড়া
Look to ➯ মনোযোগী হওয়া
Look up ➯ বৃদ্ধি পাওয়া, খুঁজে বের করা
Look up to ➯ সম্মান করা
Look forward ➯ অধীর আগ্রহে অপেক্ষা
করা
Look up ➯ বৃদ্ধি পাওয়া
Make of ➯ নির্মাণ করা, বুঝা
Make off ➯ পালিয়ে যাওয়া
Make out ➯ বুঝা
Make over ➯ অর্পণ করা
Make up ➯ মিটিয়ে ফেলা, ক্ষতিপুরণ
দেয়া, পূর্ণ করা, মনস্থির করা
Make up of ➯ গঠিত হওয়া
Make after ➯ পিছনে ছুটা
Put away ➯ সরিয়ে রাখা, ছেড়ে দেওয়া
Put down ➯ লেখা, দমন করা, ভেঙ্গে
ফেলা
Put forward ➯ উন্থাপন করা
Put off ➯ খোলা, স্থগিত করা
Put on ➯ পরিধান করা, যোগ করা
Put out ➯ নিভানো, প্রসারিত করা
Put together ➯ একএিত করা
Put up ➯ তোলা, লটকানো, বাস করা
Put up with ➯ সহ্য করা
Run about ➯ দ্রুত, এদিক সেদিক
দৌড়াদৌড়ি করা
Run across ➯ হঠাৎ সাক্ষাত হওয়া
Run after ➯ ধাওয়া করা
Run away ➯ পালিয়ে যাওয়া, ঘর ছাড়া,
চুরি করা
Run down ➯ ছুটে/দৌড়েধরা
Run out ➯ ফুরিয়ে যাওয়া
Run over ➯ পিষ্ট হওয়া
Run through ➯ ভেদ করা
Run upon ➯ পরিকল্পনা করা, ধাক্কা
খাওয়া
See off ➯ বিদায় জানানো
See through ➯ তদন্ত করা
Set about ➯ শুরু করা
Set down ➯ নামানো, লেখা
Set in ➯ শুরু হওয়া
Set off ➯ যাএা শুরু করা
Set out ➯ ছাড়িয়ে দেওয়া, যাএা শুরু করা
Set up ➯ স্থাপন করা
Stand against ➯ বাধা দেওয়া, বিরুদ্ধে
দঁড়ানো
Stand aside ➯ সরে দাঁড়ানো
Stand by ➯ পাশে দাঁড়ানো
Run into ➯ পতিত হওয়া, জড়িত হওয়া
Stand for ➯ বুঝানো
Stand off ➯ দুরে থাকা
Stand up for ➯ পক্ষ সমর্থন করা
Sworn in ➯ শপথ গ্রহণ করা
Take after/Turn after ➯ দেখতে এক রকম
হওয়া
Take away ➯ সরিয়ে নেওয়া
Take down ➯ লেখা
Take for ➯ মনে করা, গণ্য করা
Take off ➯ খুলে ফেলা, অনুকরণ করা
Take over ➯ গ্রহণ করা
Take to ➯ অভ্যাস করা, অাসক্ত হওয়া
Tell upon ➯ হানি করা, ক্ষতি করা
Turn after ➯ সদৃশ্য হওয়া
Turn up ➯ নাকচ করা, অগ্রাহ্য করা
Turn off ➯ বন্ধ করা
Turn on ➯ চালু করা
Turn over ➯ উল্টানো
Turn up ➯ হাজির হওয়া
2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
8) As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না
বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে
দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) Cock and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে
মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই
না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ
সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট
দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে
ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক
101) A B C ➫ প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫ অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
104) Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের
ছিটা
105) All but ➫ প্রায়
106) All moonshine ➫ অবান্তর কথা বা
চিন্তা
107) Apple of one’s eye ➫ চোখের মণি
108) Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫ যেন
110) As usual ➫ যথারীতি
111) At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫ স্বাধীনভাবে
113) At least ➫ অন্ততঃ
114) At one’s finger ends ➫ নখদর্পণে
115) At one’s heels ➫ পাছে পাছে
116) At one’s own will ➫ খুশি মতো
117) Bad blood ➫ বিদ্বেষ
118) Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫ পর্দার
আড়ালে
121) Between two fires ➫ উভয় সঙ্কট
122) Bid fair ➫ ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয়
ব্যক্তি
124) Birds of a feather ➫ একরকম স্বভাবের
লোক
125) Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫ কুলাঙ্গার
127) Book worm ➫ গ্রন্থকীট
128) By and by ➫ শীঘ্র
129) Call in question ➫ সন্দেহ করা
130) Call to mind ➫ স্মরণ করা
131) Carry the day ➫ জয়লাভ করা
132) Catch red handed ➫ হাতে নাতে ধরা
133) Chicken hearted fellow ➫ কাপুরুষ
134) Cold war ➫ ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫ পার্থিব আরাম
136) Crying need ➫ জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫ অপরিচিত
139) Dead against ➫ তীব্র বিরোধী
140) Dead language ➫ যে ভাষা এখন
অপ্রচলিত
141) Dead letter ➫ অচল নিয়ম
142) Dead of night ➫ মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ ক্ষীণ আশা
144) Face value ➫ বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫ সর্বত্র
146) Fight shy ➫ এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫ এলোমেলো
অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি
উপভোগ
151) Gala day ➫ উত্সবের দিন
152) Give up the ghost ➫ মরে যাওয়া
153) Golden mean ➫ মধ্যপন্থা
154) Green horn ➫ অনভিজ্ঞ
155) Halmark ➫ শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫ সম্পুর্ণরুপে
157) High time ➫ উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫ উভয় সংকট
159) Host in himself ➫ একাই একশ
160) Household word ➫ পরিচিত নাম
161) Hush money ➫ মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫ তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫ লিখিতভাবে
164) In force ➫ বলবত্
165) In good book of ➫ সুনজরে
166) In one’s teens ➫ তের থেকে উনিশ
বছরের মধ্যে
167) In order to ➫ জন্য
168) In the mean time ➫ ইতিমধ্যে
169) In the same boat ➫ একই বিপদের
সম্মুখীন
170) Iron will ➫ কঠোর সংকল্প
171) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫ বাজে অজুহাত
173) Lion’s stock ➫ হাস্যস্পদ
174) Make up one’s mind ➫ মনস্থির করা
175) Mare’s nest ➫ ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫ অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫ অল্পস্থায়ী
বিস্ময়ের বস্তু
178) Of course ➫ অবশ্যই
179) On the sly ➫ গোপনে
180) Out of order ➫ বিকল
181) Out of sorts ➫ মৃদু অসুস্থ
182) Out of temper ➫ ক্রুব্ধ
183) Red letter day ➫ স্মরণীয় দিন
184) Red tape ➫ আমলাতান্ত্রীকতা
185) Root and branch ➫ সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫ বালির বাঁধ
187) Rough passage ➫ খারাপ সময়
188) Round the clock ➫ সমস্ত দিন
189) Ruling passion ➫ প্রধান আবেগ
190) Salt of earth ➫ আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫ খারাপের মধ্যেও ভালর
আভাস
192) Sixth sense ➫ জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫ অস্থিচর্মসার
194) Sleeping partner ➫ নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫ লেখায় অসতর্কতাবশতঃ
ভুল
196) Slip of tongue ➫ বলায় সামান্য ভুল
197) Slow coach ➫ অপদার্থ
198) Small talk ➫ সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫ শেষ কথা বা কাজ
200) Take one to task ➫ তিরস্কার করা
২। HTTP এর— Hyper Text Transfer Protocol.
৩। HTTPS— Hyper Text Transfer Protocol Secure.
৪। URL— Uniform Resource Locator.
৫। IP— Internet Protocol
৬। VIRUS— Vital Information Resource Under Seized
৭। SIM— Subscriber Identity Module.
৮। 3G— 3rd Generation.
৯। GSM— Global System for Mobile Communication.
১০। CDMA— Code Divison Multiple Access.
১১। UMTS— Universal Mobile Telecommunication System.
১২। RTS— Real Time Streaming
১৩। AVI— Audio Video Interleave
১৪। SIS— Symbian OS Installer File
১৫। AMR— Adaptive Multi-Rate Codec
১৬। JAD— Java Application Descriptor
১৭। JAR— Java Archive
১৮। MP3— MPEG player lll
১৯। 3GPP— 3rd Generation Partnership Project
২০। 3GP— 3rd Generation Project
২১। MP4— MPEG-4 video file
২২। AAC— Advanced Audio Coding
২৩। GIF— Graphic Interchangeable Format
২৪। BMP— Bitmap
২৫। JPEG— Joint Photographic Expert Group
২৬। SWF— Shock Wave Flash
২৭। WMV— Windows Media Video
২৮। WMA— Windows Media Audio
২৯। WAV— Waveform Audio
৩০। PNG— Portable Network Graphics
৩১। DOC— Doc**ent (Microsoft Corporation)
৩২। PDF— Portable Doc**ent Format
৩৩। M3G— Mobile 3D Graphics
৩৪। M4A— MPEG-4 Audio File
৩৫। NTH— Nokia Theme(series 40)
৩৬। THM— Themes (Sony Ericsson)
৩৭। MMF— Synthetic Music Mobile Application File
৩৮। NRT— Nokia Ringtone
৩৯। XMF— Extensible Music File
৪০। WBMP— Wireless Bitmap Image
৪১। DVX এ— DivX Video
৪২। HTML— Hyper Text Markup Language
৪৩। WML— Wireless Markup Language
৪৪। CD— Compact Disk.
৪৫। DVD— Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT— Digital Audio Tape.
৪৮। DOS— Disk Operating System.
৪৯। GUI— Graphical User Interface.
৫০। ISP— Internet Service Provider.
৫১। TCP— Transmission Control Protocol.
৫২। UPS— Uninterruptible Power Supply.
৫৩। HSDPA— High Speed Downlink Packet Access.
৫৪। EDGE — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF— Very High Frequency.
৫৬। UHF— Ultra High Frequency.
৫৭। GPRS— General Packet Radio Service.
৫৮। WAP— Wireless Application Protocol.
৫৯। ARPANET— Advanced Research Project Agency Network.
৬০। IBM— International Business Machines.
৬১। HP— Hewlett Packard.
৬২। AM/FM— Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN — Wireless Local Area Network
৬৪। USB— Universal Serial Bus
1. CPU- Central Processesing Unit
2. CSE- Computer Science & Engineering
3. IT- Information Technology
4. OS- Operating System
5. UPS- Uninterruptible Power Supply
6. RAM- Random Access Memory
7. ROM- Read Only Memory
8. IP- Internet Protocol
9. URL- Uniform Resource Locator
10. WWW- World Wide Web
11. DNS- Domain Name System
12. DoS- Denial of Service
13. DDoS- Destributed Denial of Service
14. VoIP- Voice over Internet Protocol
15. VPN- Virtual Private Network
16. LAN- Local Area Network
17. WAN- Wide Area Network
18. WAP- Wireless Access Point
19. WLAN- Wireless Local Area Network
20. WiMAX- Worldwide Interoperability for Microwave Access
21. MAC – Media Access Control
22. HTML- Hypertext Markup Language
23. HTTP- Hypertext Transfer Protocol
24. ICP- Internet Cache Protocol
25. ISP- Internet Service Provider
26. XML- EXtensible Markup Language
27. CSS- Cross-Site Scripting
28. PHP – PHP Hypertext Processor
29. SHA- Secure Hash Algorithm
30. MD5- Message Digest 5
31. SQL- Structured Query Language
32. TCP- Transmission Control Protocol
33. CD- Compact Disc
34. CD-R- CD-Recordable
35. CD-ROM- CD Read-Only Memory
36. CD-RW- CD-Rewritable
37. DVD- Digital Video Disc
38. DVD-R- DVD-Recordable
39. DVD-ROM- DVD-Read Only Memory
40. DVD-RW- DVD-Rewritable
41. DAT- Digital Audio Tape
42. DIVX- Digital Video Express
43. HDMI- High-Definition Multimedia Interface
44. JPEG- Joint Photographic Experts Group
45. GIF- Graphics Interchange Format
46. PNG- Portable Network Graphics
47. VGA – Video Graphics Array
48. SVGA- Super Video Graphics Array
49. QVGA- Quarter Video Graphics Array
50. Open GL – Open Graphics Library
51. AGP- Accelerated Graphics Port
52. PCI- Peripheral Component Interconnect
53. CRT- Cathode Ray Tube
54. LCD- Liquid Crystal Display
55. LED- Light Emitting Diode
56. ATA- Advanced Technology Attachment
57. SATA- Serial ATA
58. HDD- Hard Disk Drive
59. SD- Secure Digital
60. FAT – File Allocation Table
61. NTFS – New Technology File System
62. USB- Universal Serial Bus
63. API- Application Programming Interface
64. UI- User Interface
65. UAC- User Account Control
66. RTC – Real Time Clock
67. UTC- Coordinated Universal Time
68. DPI- Dots Per Inch
69. BIOS- Basic Input Output System
70. DB- Database
71. FAQ- Frequently Asked Questions
72. PDF – Portable Document Format
73. PnP – Plug and Play
74. PDA- Personal Digital Assistant
75. MP3 – Motion Pictures Experts Group Layer – 3
76. MPEG – Motion Pictures Experts Group
77. AMR- Adaptive Multi-Rate
78. MIDI- Musical Instrument Digital Interface
79. ASCII- American Standard Code for Information Interchange
80. PERL- Practical Extraction and reporting language
81. UNIX – Uniplexed Information and Computer System
82. JS- JavaScript
83. JRE- Java Runtime Environment
84. J2EE- Java 2 Enterprise Edition
85. J2ME- Java 2 Micro Edition
86. J2SE- Java 2 Standard Edition
87. LPI- Linux Professional Institute
88. LUG- Linux User Group
89. P2P- Peer-To-Peer
90. KB- Kilo Byte
91. MB- Mega Byte
92. GB- Giga Byte
93. TB- Tera Byte
94. DOS- Disk Operating System
95. MS-DOS- Microsoft Disk Operating System
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় === ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে ●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উম্নোচন িকরেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উম্নোচনে নেতৃত্ব দেন>. ড.মাকসুদুল আলম
১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন । নাম=অসবর্ন-১ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃকতৈরী প্রথম ল্যাপটপ --এর নাম==দোয়েল
●জাতিসংঘ রেডি বাংলা যাত্রা শুরু করে=২১ফ্রেব্রু:২০১৩
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩ এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট‘‘ওয়াই
ম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কত সালে উতক্ষেপণ করা হবে> ২০১৭সালে। ফ্রান্সের কারিগরি সহয়তায় । , ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের সার্বিক অবস্থান ১৬২ ( ১৯৫ টা দেশের মধ্যে ) - আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আই টি ইউ ) ও UNESCO প্রতিবেদন অনুসারে ।
১.প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? -- অ্যাবাকাস ২.কম্পিউটারের জনক কে? ---. চার্লস ব্যাবেজ
৩.অাধুনিক কম্পিউটারের জনককে --- জন ভন নিউম্যান
৪.কম্পিউটার কে অাবিষ্কার করেন? -- হাওয়ার্ড এইকিন
৫. তারবিহীন / ওয়ারলেস কমিনিউকেশনের জনক -- মার্কনি
►মাইক্রোকম্পিউটারের জনক ---হেনরি এডওয়ার্ড রবাট
৬. বিশ্বের প্রথম স্মার্টফোন -আইবিএম সাইমন।
৭. অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ? - ২০০৭সালে।
৮.বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটারের নাম কি? --- তিয়ানহে-২
৯. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম --অ্যান্ড্রয়েড।(২০০৮সালে ) প্রতিষ্ঠা করেন> এন্ডি রুবিন > ২০০৩সালে। ১০। অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে । প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি? -- ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স । HTC Dream যা T-Mobile নামে পরিচিত।
১১। অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ - ললিপপ।
১২। স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ - চীন
১৩। প্রথম সেলফি তোলেন -- যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার নিজের বাবার দোকনে বসে ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের ৩০বছর বয়সী এক ব্যক্তি।
১৪। ডেটা কমিনিউকেশন ব্যবস্থায় ব্যবহৃত হয় মোট ২টি মডেম।
১৫। ডেটা কমিনিউকেশনের মৌলিক উপাদান -৫টি। যথা :১উতস ২. প্রেরক ৩. মাধ্যম ৪. প্রাপক ৫. গন্তব্য। ======
১.প্রথম ডিজিটাল কম্পিউটার - MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস।
১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে; ৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮১;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
====================================
1.Whice is the fastest computer ? - Super computer
2. The Brain of a computer within the -ALU
3.Which of the following is not example of secondary storage device --RAM
4. In Binary number system , each bit represents a - Character
5. when electrical power is disrupted or cut off , data and programs are lost in --RAM
6.DOS এবং Windows এর Operating system -এর মূল পার্থক্য কি? -Windows graphical user Interface
7. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ? --ADA
৮. কোনটি বাংলা লেখার সফটওয়ার -- বিজয়
৯.ইন্টারনেট চালু হয় -- ১৯৬৯
১০ কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় --১৯৭১
১১. কম্পিউটারের ব্রেইন হলো -- মাইক্রোপ্রসেসর
১২.কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে -- ৩টি অংশ
১৩. Whice one is the popular social networking website? - Facebook
14.কোনটি সিস্টেম সফটওয়্যার --MS Windows
১৫. অপটিক্যাল ফাইবার হচ্ছে -- খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল
১6. কমিউটারে ট্রাসজিস্টর প্রথম ব্যবহৃত হয় কত সালে ? --১৯৫৩
১৭. ব্যাংকের চেকের চেক নম্বর লেকা ও পাড় হয় --MICR
১৮. কে সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন? -- আইজ্যাক আশিমো
১৯. বায়োসেন্সরের ১ম ধারণা দেন কে? -- অধ্যাপক ক্লার্ক
২০. ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন কত সালে? -- ১৯৬৩
২১. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে? --অ্যাপকে
২২.Serial port - এ পিন থাকে -- ৯টি
২৩. ইন্টেলের জনক হিসেবে পরিচিত -গর্ডন ই মুর ও রবার্ট নয়েচ
২৪. বাংলাদেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল‘ বাজারে -১১ অক্টোবর ২০১১
২৫.দ্বিতীয় প্রজন্মের(2G) যাত্রা শুরু হয়েছিল কত সালে থেকে -- ১৯৯১
২৬. খেলাধুলাতে কম্পিউটার একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়াতে সংযুক্ত করা হয় --২০০৪সালে
২৭. Windows-98 কত বিটের? --৩২
২৮. Bluetooth operations use -- Radio Technology
29. Te 'add or Remove programs' utility can be found in -- Control panel
30 .In Computers ,bus width is measured in --Bits
===================
টপিকস: ৩-জি , ৪-জি , ৫-জি ------------------------------
----------
এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে । প্রথম কোথায় চালু হয় , বৈশিষ্ট্য , উদাহরণ থেকে। গুরুত্ব দিন । ---------------------------
৩জি চালুহয় ১৯৯৮সালে। জাপানে। এনটিটি ডোকোমো কোম্পানি চালু করে। ---------------
----------------------------------------------------------------------
Two 4G candidate systems are commercially deployed: the Mobile WiMAX standard (first used in South Korea in 2007), and the first-release Long Term Evolution (LTE) standard (in Oslo, Norway and Stockholm, SwIden since 2009)
3G - ডেটারেট> ২ mbps এর অধিক। .
4G- ডেটারেট>দ্রুতচলনশীল ডিভাইসে> ১০mbps , স্থির ডিভাইসে>১০GBPS . ৫-জি ২০১৬ সালে শুরু হবে দক্ষিণ কোরিয়া। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে। . ৪-জি ৩-জি থেকে ৫০গুন বেশি গুণ বেশি দ্রুতগতি।
৩জি-এর উদারহরণ>> UMTS, IMT-2000, MC-CDMA, EDGE, HSPA,
4জি-এর উদারহরণ>> WiMax2, LTE-advance.
5G>>>> Multiple input multiple output (MiMo)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে.
বৈশিষ্ট্য
২জি- তে সেবা কার্যক্রম চালু হয়।
৩জি:
১। মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস, ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা । ২। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু । ৩। বিল প্রদান । .
৪-জি
১। ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট।
২। 3D প্রযুক্তির ব্যবহার ।
৩। ওয়্যারলেস নেটওয়্যাক সুবিধা।
১. টাচস্কিন প্রযু্ক্তির জনক কে? -- ড. স্যামুয়েল হাস্র্ট
২. বায়োমেট্রিক্স কি? -- এক ধরণের কৌশল বা প্রযু্ক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো , আচার -আচরণ , বৈশিষ্ঠ্য , গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা হয় ।
৩. বায়োইনফরমেট্রিক্স কি? --বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি , ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয় ।
৪. ক্রায়োসার্জারি কি? -- এমন একটি চিকিত্সা পদ্ধতি যা অতি ঠাণ্ডায় অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় ।
৫. সাধারণত ই কর্মাসকে কয় ভাগে ভাগ করা হয় ? - ৪ভাগে। যথা:B2C, B2B, C2B, C2C ।
৬। অবৈধভা যারা হ্যাকিং করে তাদের বলা হয় -- ক্রেকার
৭। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন -- Bing
৮। বাংলাদেশের প্রথম সফটওয়ার নির্মাতা কে? -- মোহাম্মদ হানিফ মিয়া
৯। বাংলাদেশের প্রধান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? - বেসিস। ১৯৯৭।
১০। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হলো -- বিজয় (উদ্ভাবক মোস্তফা জব্বার , ১৬ ডি: ১৯৯৮)
১১. বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফ্রন্টগুলো হলে -- বিজয় , একুশে, অভ্য, লেখনী , বৈশাখী প্রভৃতি ।
১২। সাঁওতালি ভাষায় সফটওয়ার উদ্ভাবক কে ? -- মাইকেল সরেণ ও ফিরোজ আহমেদ।
১৩। বাংলাদেশের তৈরি ল্যাপটপ প্রথম দোয়েল বাজারে আসে কবে? - ১১ অক্টোবর , ২০১১।
১৪। মাদার অব অল ভাইরাস বলা হয় কাকে? -CIHভাইরাসকে ( এটি তৈরি করেন Chen Ing hua নামক তাইওয়ানে নাগরিক)
15. কম্পিউটারে ক্ষেত্রে ডায়াবেটিক নির্ণয়ে ব্যবহৃত হয - বায়োসেন্সর ।( অধ্যাপক ক্লার্ক ১৯৫৬সালে)
COMPUTER -এর কিছু একক
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে -- পিক্সেল
২।Refresh - কে প্রকাশ করা হয় -- হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো -- ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয় -- গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় -- বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয় --মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক -- গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক -- ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক - bps (bits per second)
বিটে ১ বাইট বা ১ কারেক্টার । ১ বাইট =৮বিট ১কিলোবাইট= ১০২৪বাইট ১মেগাবাইট= ১০২৪কিলোবাইট ১গিগাবাইট= ১০২৪মেগাবাইট ১টেরাবাইট- ১০২৪গিগাবাইট।
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Outputডিভাইস ?তাই সব উদাহরণ জানতে হবে
1.Modem 2. Touch screen 3.Digital camera 4. Network card 5.Handset 6. Fax , 7. Audio /Sound card 8.DVD/CD 9. Multi-Function
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
ex: ১। Net 2 Phone 2. Skype 3. MSN Messenger 4. Net Meeting 5. Cool talk
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
১। Facebook ২। Twittar ৩।Google Plus 4. Flickr 5. Vine 6. Meetup 7. Pintarest 8. Instagram 9. Tumblr 10. Tagged 11. Linkedin ১২.বেশত(প্রথম বাংলা ) ১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি -- এ উদাহরণ টপিকস টা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দিন
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ------- ?
তাই সব উদাহরণ জানতে হবে
Package Software --এর উদাহরণ ------------------
1. Word processing Software 2. Spread Analysis Software 3. Database Management Software 4. Computer Aided Design/CAD 5. Graphics Software 6. Graphics Animation Software 7. Desktop Publication Software 8. Multimedia Software 9. Web Browsing Software 10. Presentation Software 11.Web Browsing Software 12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
Word Processing Software এর উদাহরণ
1. , .Microsoft word / Ms Word 2. Word Perfect/WP 3. Lotus Wordpro 4. Word Star 5. PFS Writer 6. Mac Writer 7. Display Writer 8. Dos Writer 9. Word Pad 10. Note Pad 11. Latex
Spreadsheet Analysis Software এর উদাহরণ
1.Visicalc 2.Super calc 3. Lotus 1-2-3, 4. Corel Quatropro 5.Multiplan 6. Sorcim 7. Symphony 8.Numbers 9. Ms Excel
Database Management Software এর উদাহরণ
1.,,, Microsoft Access 2. Microsoft SQL Server 3. ORACLE 4. Corel Paradox , 5. Lotus Approach 6.dbase 7. Foxpro 8. File Maker Pro 9. 4D
List of basic Input Devices, Output devices and Both input-output devices related to computer. .
★Input Devices:
a) Graphics Tablets b) Cameras c) Video Capture Hardware d) Trackballs e) Barcode reader f) Digital camera g) Gamepad h) Joystick i) Keyboard j) Microphone k) MIDI keyboard l) Mouse (pointing device) m) Scanner n) Webcam o) Touchpads p) Pen Input q) Microphone r) Electronic Whiteboard ..
★OUTPUT DEVICES:
1. Monitor 2. Printers (all types) 3. Plotters 4. Projector 5. LCD Projection Panels 6. Computer Output Microfilm (COM) 7. Speaker(s) ..
★★Both Input-OutPut Devices:
1. Modems 2. Network cards 3. Touch Screen 4. Headsets (Headset consists of Speakers and Microphone. *Speaker act Output Device and Microphone act as Input device) 5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also have printer to Print the document) 6.Audio Cards / Sound Card
One word substitution
এক কথায় প্রকাশ
Download Now !
১.কুকুরের ডাক=বুক্কন
২.রাজহাঁসের ডাক=ক্রেঙ্কার
৩.বিহঙ্গের ডাক/ধ্বনি=কূজন/কাকলি
৪.করার ইচ্ছা=চিকীর্ষা
৫.ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা/তিতিক্ষা
৬.ত্রাণ লাভ করার ইচ্ছা=তিতীর্ষা
৭.গমন করার ইচ্ছা=জিগমিষা
৮.নিন্দা করার ইচ্ছা=জুগুপ্সা
৯.বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
১০.পেতে ইচ্ছা=ঈপ্সা
১১.চোখে দেখা যায় এমন=চক্ষুগোচর
১২.চোখের নিমেষ না ফেলিয়া=অনিমেষ
১৩.গম্ভীর ধ্বনি=মন্দ্র
১৪.মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা
১৫.বিজয় লাভের ইচ্ছা=বিজিগীষা
১৬.প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা
১৭.বাস করার ইচ্ছা=বিবৎসা
১৮.বমন করিবার ইচ্ছা=বিবমিষা
১৯.রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা
২০.আমার তুল্য=সাদৃশ
২১.ইহার তুল্য=ইদৃশ
২২.ঋষির তুল্য=ঋষিকল্প
২৩.দেবতার তুল্য=দেবোপম
২৪.রন্ধনের যোগ্য=পাচ্য
২৫.জানিবার যোগ্য=জ্ঞাতব্য
২৬.প্রশংসার যোগ্য=প্রশংসার্হ
২৭.ঘ্রাণের যোগ্য=ঘ্রেয়
২৮.যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্য
২৯.যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
৩০.যা বলা হয়েছে=বক্ষ্যমাণ
৩১.যা পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব
৩২.যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্ব
৩৩.যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
৩৪.হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়
৩৫.বাতাসে চরে যে=কপোত
৩৬.পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর
৩৭.সরোবরে জন্মায় যাহা=সরোজ
৩৮.সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে=সততসঞ্চরমান
৩৯.যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান
৪০.সকলের জন্য প্রযোজ্য=সর্বজনীন
৪১.সকলের জন্য অনুষ্ঠিত =সার্বজনীন
৪২.প্রায় প্রভাত হয়েছে এমন=প্রভাতকল্পা
৪৩.রাত্রির মধ্যভাগ=মহানিশা
৪৪.স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ
৪৫.স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
৪৬.যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত
৪৭.শক্তির উপাসনা করে যে = শাক্ত
৪৮.এখনও শত্রু জন্মায় নাই যার=অজাতশত্রু
৪৯.এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার=অজাতশ্মশ্রু
৫০.যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর
৫১.অন্যদিকে মন নাই যার=অনন্যমনা
৫২.খেয়া পার করে যে =পাটনী
৫৩.নিজেকে বড় ভাবে যে=হামবড়া
৫৪.নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে=সয়ম্ভূ
৫৫.নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)=নিদাঘ
৫৬.যা গতিশীল = জঙ্গম
৫৭.যে বিষয়ে কোন বিতর্ক নেই=অবিসংবাদী
৫৮.স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
৫৯.অত্যন্ত তরল জল নিঃসরণ =অতিসার/অতীসার
৬০.অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ=দাদন
৬১.অতি উচ্চ ধ্বনি =মহানাদ
৬২.অতিশয় রমণীয়=সুরম্য
৬৩.অণুর ভাব=অণিমা
৬৪.অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী =আনুপূর্বিক
৬৫.অবজ্ঞায় নাক উঁচু করে যে=উন্নাসিক
৬৬.অসির শব্দ=ঝঞ্জনা
৬৭.অন্ধকার রাত্রি =তামসী
৬৮.অশ্বের চালক=সাদী
৬৯.ঈষৎ নীলাভবিশিষ্ট=আনীল
৭০.ঈষৎ উষ্ণ =কবোষ্ণ
৭১.ঈষৎ পাংশু বর্ণ=কয়রা
৭২.আকস্মিক দুর্দৈব =উপদ্রব
৭৩.আঙুর ফল=দ্রাক্ষা
৭৪.আজীবন সধবা যে নারী=চিরায়ুষ্মতী
৭৫.উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন=রিকথ
৭৬.উটের/হস্তীর শাবক=করভ
৭৭.ঋষির দ্বারা উক্ত(কথিত) =আর্য
৭৮.ঋজুর ভাব=আর্জব
৭৯.ঋতুর সম্বন্ধে=আর্তব
৮০.ঔষধের আনুষঙ্গিক সেব্য=অনুপান
৮১.কংসের শত্রু যিনি=কংসারি
৮২.কালো হলুদের মিশানো রঙ=কপিশ,কপিল
৮৩.ক্ষুধার অল্পতা=অগ্নিমান্দ্য
৮৪.কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ=অধঃকায়
৮৫.কৃষ্ণবর্ণ হরিণ=কালসার
৮৬.ক্রীড়নশীল তরঙ্গ =চলোর্মি
৮৭.কাচের তৈরি ঘর=শিশমহল
৮৮.কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে= বীতশ্রদ্ধ
৮৯.কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ=রত্নি
৯০.কপালে আঁকা তিলক=রসকলি
৯১.কচি তৃণাবৃত ভূমি=শাদ্বল
৯২.ক্ষিতি, জল,তেজ বায়ু থেকে সঞ্জাত =চতুভৌতিক
৯৩.গৃহের প্রধান প্রবেশ পথ=দেহলি,দেউড়ি
৯৪.গরম জল=উষ্ণোদক
৯৫.গর্দভের বাসস্থান =খরশাল
৯৬.গুরুগৃহে বাস=অন্তেবাসী
৯৭.গ্রন্থাদির অধ্যায় =স্কন্দ
৯৮.গুরুর পত্নী =গুর্বী
৯৯.গাধার ডাক=রাসভ
১০০.ঘর্ষণ বা পেষণজাত গন্ধ=পরিমল
১০১.ঘোর অন্ধকার রাত্রি =তামসী,তমিস্রা
১০২.চোখের কোণ=অপাঙ্গ
১০৩.ছুতারের বৃত্তি=তক্ষণ
১০৪.চিত্তের তৃপ্তিদায়ক=দিলখোশ
১০৫ জানায় যে=জ্ঞাপক
১০৬.ছিন্ন বস্ত্র=চীর
১০৭.জজের বৃত্তি=জজিয়াতী
১০৮.জলবহুল স্থান =অনুপ,জলা
১০৯.জানা উচিত =জ্ঞেয়
১১০.ত্বরার সঙ্গে বর্তমান=সত্বর
১১১.ত্বরায় গমন করে যে=তুরগ
১১২.তৃণাদির গুচ্ছ=স্তন্ব
১১৩.তরল অথচ গাঢ়=সান্দ্র
১১৪.তোপের ধ্বনি=গুড়ুম
১১৫.তস্করের কাজ=তাস্কর্য
১১৬.তোমার মত=ত্বাদৃশ
১১৭.তার মত=তাদৃশ
১১৮.তনুর ভাব=তনিমা
১১৯.থেমে থেমে চলার যে ভঙ্গি=ঠমক
১২০.দাম উদরে যাহার=দামোদর
১২১.দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত=আধিদৈবিক
১২২.দুরথীর যুদ্ধ =দ্বৈরথ
১২৩.দুই নদীর মধ্যবর্তী স্থান =দোয়াব
১২৪.দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ =রোজনামচা
১২৫.দুগ্ধবতী গাভী=পয়স্বিনী
১২৬.ধান্যাদি পরিমাপকারী =কয়ালি
১২৭.নিবেদন করা হয় যা=নৈবদ্য
১২৮.নির্ভুল মুনিবাক্য=আপ্তবাক্য
১২৯.নিকৃষ্ট ব্যক্তি =অজন
১৩০.নিচে জল আছে যার=অন্তঃসলিলা
১৩১.প্রস্থান করতে উদ্যত =চলিষ্ণু
১৩২.প্রদীপ শীর্ষের কালি=অঞ্জন
১৩৩.পেতে ইচ্ছা=ঈপ্সা
১৩৪.পেটের পীড়া ও তৎসহ জ্বর =জ্বরাতিসার
১৩৫.প্রতিবিধান করার ইচ্ছা=প্রতিবিধিৎসা
১৩৬.পাখির ডানা ঝাপটা =পাখসাট
১৩৭.পায়ে হেঁটে যে গমন করে না=পন্নগ
১৩৮.পায়ে হাঁটা =পদব্রজ
১৩৯.ফিকা কমলা রঙ=বাসন্তী
১৪০.পুরুষের কর্ণভূষণ =বীরবৌলি
১৪১.পূর্ণিমার চাঁদ =রাকা
১৪২.প্রভাতের নবোদিত সূর্য=বালার্ক,বালসূর্য
১৪৩.বসন আলগা যার=অসংবৃত
১৪৪.বীজ বপনের উপযুক্ত সময়=জো
১৪৫.বেলা ভূমিকে অতিক্রম =উদ্বেল
১৪৬.বিশেষ ভাবে দর্শন =বীক্ষণ
১৪৭.ভোরে গাওয়ার উপযুক্ত গান=ভোরাই
১৪৮.মরনের জন্য অনশন =প্রায়োপবেশন
১৪৯.মেঘের ধ্বনি=জীমূতমন্ত্র
১৫০.মন্থন করা হয়েছে=মথিত
১৫১.মাথায় টাক=খলতি
১৫২.যার কিছু নেই=আকিঞ্চন
১৫৩.যাহার বসন (পোশাক) মাটির রঙের=গৈরিকবসনা
১৫৪.যার পঞ্জরাস্থি ক্ষীণ =উনপাঁজুরে
১৫৫.যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না=অসেচনক
১৫৬.বলা হতে যাচ্ছে বা হবে=বক্ষ্যমাণ
১৫৭.যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মে=পূণ্যশ্লোক
১৫৮.যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়=দুরুচ্চার্য
১৫৯.যে স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
১৬০.যা শুনলে দুঃখ দূর হয়=দুঃশ্রব
১৬১.যা গমন করে না=নগ
১৬২.যার স্পৃহা দূর হয়েছে=বীতস্পৃহ
১৬৩.লয় প্রাপ্ত হয়েছে=লীন
১৬৪.শত্রুকে পীড়া দেয় যে=পরন্তপ
১৬৫.শক্তির উপাসনা করে যে=শাক্ত
১৬৬.শাল গাছের ন্যায় দীর্ঘাকার=শালপ্রাংশু
১৬৭.ষাঁড়ের চেহারা তুল্য =ষণ্ডামার্কা
১৬৮.সুদে টাকা খাটানো=তেজারতি
১৬৯.স্বর্গের গঙ্গা=মন্দাকিনী
১৭০.হাতি বাঁধার রজ্জু=আন্দু
১৭১.হস্তী রাখার স্থান =বারী,পিলখানা
১৭২.হস্তী তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড =অঙ্কুশ
১৭৩.হস্তীর চারণভূমি=প্রচার
১৭৪.হত্যা করে যে=হন্তারক
১৭৫.অব্যক্ত মধুর ধ্বনি=কলতান
১৭৬.যার বাসস্থান নেই=অনিকেতন
১৭৭.আয়ুর পক্ষে হিতকর=আয়ুষ্য
১৭৮.ইতয়ার পুত্র=ঐতরেয়
১৭৯.কর্মে অতিশয় তৎপর =করিৎকর্মা
১৮০.কুরুর পুত্র=কৌরব
১৮১.কুন্তীর পুত্র=কৌন্তের
১৮২.চৌত্রিশ অক্ষরে স্তব=চৌতিশা
১৮৩.জয়লাভ করতে অভ্যস্ত যে=জিষ্ণু
১৮৪.জয় করার যোগ্য=জেতব্য
১৮৫.তমঃদূর করে যে=তমোনাশ
১৮৬.দান করে যে কেড়ে নেয়=দত্তাপহারী
১৮৭.দান করার ইচ্ছা=দিৎসা
১৮৮.ন্যায় শাস্ত্রে পণ্ডিত যিনি=নৈয়ায়িক
১৮৯.পিতার ভগিনী=পিতৃষসা
১৯০.পুণ্ডরীক্ষের ন্যায় অক্ষি যার=পুণ্ডরীকাক্ষ
১৯১.বাক্য ও মনের অগোচর=অবাঙ্মনসগোচর
১৯২.ভ্রাতাদের মধ্যে সদ্ভাব =সৌভ্রাত্র
১৯৩.মৃত্যু কামনায় উপবাস=প্রায়োপবেশন
১৯৪.যে আতপ থেকে ত্রাণ করে=আতপত্র
১৯৫.যে সুপথ থেকে ভিন্ন পথে গেছে=উন্মার্গগামী
১৯৬.যে উপরে উঠেছে =আরূঢ়
১৯৭.যে পার হতে ইচ্ছুক=তিতীর্যু
১৯৮.যে অট্টালিকা দেখতে সুন্দর=হর্ম্য
১৯৯.যে নদীর জল পূণ্যদায়ক=পূণ্যতোয়া
২০০.যে অস্ত্র একশত জনকে বধ করতে পারে=শতঘ্নী
২০১.যে বহু বুলি বলে=হরবোলা
২০২.যা বিচারের দ্বারা ঠিক করা যায় না=অপ্রতর্ক্য
২০৩.যা মিলিয়ে যাচ্ছে=অপমৃয়মান
২০৪.যা পূর্বে কথিত বা উল্লিখিত =প্রাগুক্ত
২০৫.যা শল্য ব্যথা দূর করে=বিশল্যকরণী
২০৬.যার উদর বক্রগতি সম্পন্ন=কাকোদর
২০৭.শুনতে ইচ্ছুক=শুশ্রুষু
২০৮.হস্তীর চিৎকার =বৃংচিত
২০৯.রঘুর পুত্র=রাঘব
২১০.পদ্মের ডাঁটা=মৃণাল
২১১.হাতির পিঠে আরোহী বসার স্থান =হাওদা
২১২.যা সহজে অপনীত হবার নয়=দুরপনেয়
২১৩.সন্তানের মত যত্নে=অপত্যনির্বিশেষে
২১৪.যে রমণীর হাসি পবিত্র=শুচিস্মিতা
২১৫.যে রমণীর হাসি সুন্দর=সুহাসিনী
-------@--------
General Knowledge Bangladesh
বাংলাদেশ পরিচিতি
১.বিভাগ - ৮ টি, জেলা- ৬৪ টি।২.সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
৩.থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।
৪.উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৫.পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৬.ইউনিয়ন - ৪৫৬২ টি।
৭.গ্রাম- ৮৭৩৭২ টি।
৮.জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।
৯.জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
১০.পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
১১.জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
১২.শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
১৩.গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
১৪.স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
১৫.মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।
১৬.মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
১৭.জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
১৮.দরিদ্রতার হার - ৩১.৫০%।
১৯.আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।
২০.শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
২১.VAT এর হার- ১৫%।
২২.পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
২৩.সরকারি বস্ত্রকল- ১৮ টি।
২৪.চিনিকল- ১৫ টি।
২৬.সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।
২৭.সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
২৮.জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
২৯.অস্ত্র কারখানা - ১ টি।
৩০সরকারি ইপিজেড- ৮ টি।
৩১.নদী বন্দর - ৩০ টি।
৩২.সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।
৩৩.নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)
৩৪.বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।
৩৫.মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)
৩৬.মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।
৩৭.মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।
৩৮.নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)
৩৯.মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)
৪০.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
৪১.সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
৪২.কাগুজে নোট - ৯ টি।
৪৩.ব্যাংক নোট- ৫ টি।
৪৪.জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
৪৫.শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)
৪৬.সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )
৪৭.আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।
৪৮.সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।
৪৯.নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।
৫০.শিক্ষাস্তর - ৪ টি।
৫১.পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৫ টি।
৫২.আবাদযোগ্য জমি - ২ কোটি একর।
৫৩.চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)
৫৪.বসবাসকারী উপজাতি - ৪৮ টি।
৫৫.পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।
৫৬.জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।
৫৭.উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ৪ টি।
৫৮.ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৫৯.মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৬০.স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)
৬১.হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি
৬২.অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)
৬৩.গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)
-----------@-----------
100 competitive MCQ Related Questions
১০০টি গুরুত্বপুর্ন প্রশ্নঃ
1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
2) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
3) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
4) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
13) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই- ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
21) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
25) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
27) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডিসালফাইড
28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
29) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
30) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
31) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
32) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
33) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ?
➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ?
➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ?
➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
37) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
38) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
39) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
40) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
➟ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ?
➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ?
➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকন্ড্রিয়াম
65) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ?
➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ?
➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ যকৃতে
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
89) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ➟ ভিটামিন এ
90) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ➟ ভিটামিন বি
91) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ➟ ভিটামিন ডি
92) নিউমোনিয়া ও যক্ষা কোথায় হয় ? ➟ ফুসফুস
93) ডিপথেরিয়া কোথায় হয় ? ➟ গলায়
94) পাইরিয়া কোথায় হয় ? ➟ দাঁতের মাড়ি
95) দুধের প্রোটিনের নাম কি ? ➟ কেসিন
96) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? ➟ পটাসিয়াম
97) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➟ 0.01 mg/L
98) পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ? ➟ ৯৭%
99) পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ?
➟ বৃহস্পতি
100) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি
-----------@------------
Competitive exams
Important group Verb
Act for ➯ পক্ষে কাজ করাAct on ➯ কোনো কিছু অনুসারে কাজ করা
Act up to ➯ আশানুরুপ কাজ করা
Act upon ➯ কোনো কিছুর উপর নিভর করে
কাজ করা , ক্ষতি করা
Bear off ➯ জয় করে নেওয়া
Bear on ➯ সহ্য করা
Bear out ➯ সমর্থন করা
Bear with ➯ সহ্য করা
Blow away ➯ উড়িয়ে নিয়ে যাওয়া
Blow off ➯ নির্গত করা
Blow out ➯ নিভিয়ে ফেলা
Blow up ➯ উড়িয়ে দেয়া, বিস্ফোরিত
হওয়া
Break away ➯ ভেঙ্গে বের হওয়া
Break down ➯ ভেঙ্গে পড়া
Break in ➯ কথার মাঝে কথা বলা,
জোড়পূর্বক প্রবেশ করা
Break into ➯ ভেঙ্গে প্রবেশ করা
Break out ➯ ছড়িয়ে দেওয়া, বিস্তার লাভ
করা
Break through ➯ জোর করে ঢোকা
Break up ➯ শেষ হওয়া
Bring about ➯ ঘটানো
Bring forth ➯ উৎপন্ন করা
Bring in ➯ আনায়ন করা, প্রচলন করা, দেয়া
Bring up ➯ লালন পালন করা
Call at ➯ কোন স্থানে গিয়ে দেখা করা
Call on ➯ দেখা করা
Call in ➯ ডেকে আনা
Call out ➯ চিৎকার করা, ডেকে পাঠানো
Call off ➯ প্রত্যাহার করা
Call up ➯ স্মরণ করা
Call for ➯ চাওয়া
Carry off ➯ বিজয়ী হওয়া, বাহিত হওয়া,
জীবন নেয়া
Carry on ➯ চালিয়ে যাওয়া
Carry out ➯ পালন করা
Cast aside / Cast off ➯ ছুড়ে ফেলা, বাদ
দেওয়া
Come after ➯ পিছনে তাড়া করা
Come away ➯ **খুলে যাওয়া**
Come by ➯ পাওয়া
Come form ➯ কোন স্থান থেকে আশা
Come of ➯ আসিতেছে, জম্নগ্রহন করা,
উদ্ভত হওয়া
Come off ➯ *আনুষ্ঠিত হওয়া*
Come on ➯ দ্রুত চলা
Come out ➯ প্রকাশিত হওয়া
Come round ➯ সুস্থ হওয়া
Cut down ➯ কাটা বা হ্রাস করা
Cut off ➯ বিচ্ছিন্ন করা, মারা যাওয়া
Cut out ➯ উপযুক্ত, সেবাদান বন্ধ করা,
পরাস্ত করা
Cut up ➯ মর্মাহত হওয়া, টুকরো টুকরো
করা
Do up ➯ অত্যন্ত ক্লান্ত
Do without ➯ কোন কিছু ছাড়া চলা
Dwell on / upon** ➯ চিন্তা করা
Fall back ➯ পিছু হাটা, ফিরে যাওয়া
Fall from ➯ ক্ষমতাচুত্য হওয়া, বাহির হওয়া
Fall in ➯ সারিবদ্ধ হওয়া
Fall in with ➯ সম্মত হওয়া
Fall into ➯ বিভক্ত হওয়া
Fall off ➯ খসে পড়া, ঝরে পড়া
Fall on ➯ ন্যস্ত হওয়া, আক্রমন করা
Fall through ➯ নিস্ফল হওয়া
Get alone ➯ চলা বা চালানো
Get away ➯ পালানো
Get down ➯ নামা, মনোযোগ দেওয়া,
লেখা
Get in ➯ উপস্থিত হওয়া
Get into ➯ মিশে যাওয়া, বিপদে পড়া
Get off ➯ যাএা করা
Get after ➯ অনুসরণ করা
Get on ➯ চলা, অগ্রসর হওয়া
Get out ➯ বের হওয়া, দুর করা
Get through ➯ সেরে উঠা, উত্তির্ণ হওয়া
Get up ➯ ওঠা, তোইরি করা
Give away ➯ সমর্পন করা, দান করা
Give in ➯ মেনে নেওয়া
Give off ➯ দেয়া
Give over to ➯ হস্তান্তর করা
Give up ➯ ত্যাগ করা
Go about ➯ বিস্তার লাভ করা, ঘুরে
বেড়ানো, চালিয়ে যাওয়া
Go after ➯ অনুসারণ করা
Go along ➯ মেনে নেওয়া, নিষ্ঠার সাথে
চালিয়ে যাওয়া
Go away ➯ চলে যাওয়া
Go back on / upon ➯ খেলাপ করা
Go by ➯ অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া
Go down ➯ অস্ত যাওয়া, হ্রাস পাওয়া,
পানিতে ডুবে যাওয়া, মাটিতে পড়া, নষ্ট
হওয়া
Go for ➯ আনতে যাওয়া, আক্রমন করা,
পছন্দ করা
Go in for ➯ পরীক্ষা দেয়া, প্রতিযোগিতা
করা
Go off ➯ প্রস্থান করা, বিস্ফোরিত হওয়া
Go on ➯ চালিয়ে যাওয়া, চালু হওয়া
Go round / around ➯ চক্রাকারে ঘোরা,
যথেষ্ট থাকা
Go through ➯ পাঠ করা
Hand over ➯ সমর্পন করা
Hang about / around ➯ সন্দেহজনকভাবে
ঘোরাফেরা করা, অপেক্ষা করা
Hang back ➯ পশ্চাৎপদ হওয়া
Hang on ➯ কারো ওপর নির্ভর করা,
অপেক্ষা করা
Had better ➯ বরং
Look about ➯ খোঁজ করা
Look after ➯ দেখাশুনা করা
Look at ➯ তাকানো
Look down upon ➯ ঘৃণা করা
Look for ➯ খোঁজা
Look into ➯ তদন্ত করা
Look on / upon ➯ বিবেচনা করা, মনে করা
Look out ➯ বাইরে তাকানো, সজাগ থাকা
Look over ➯ পরীক্ষা-নিরীক্ষা করা
Look through ➯ দ্রুত পড়া
Look to ➯ মনোযোগী হওয়া
Look up ➯ বৃদ্ধি পাওয়া, খুঁজে বের করা
Look up to ➯ সম্মান করা
Look forward ➯ অধীর আগ্রহে অপেক্ষা
করা
Look up ➯ বৃদ্ধি পাওয়া
Make of ➯ নির্মাণ করা, বুঝা
Make off ➯ পালিয়ে যাওয়া
Make out ➯ বুঝা
Make over ➯ অর্পণ করা
Make up ➯ মিটিয়ে ফেলা, ক্ষতিপুরণ
দেয়া, পূর্ণ করা, মনস্থির করা
Make up of ➯ গঠিত হওয়া
Make after ➯ পিছনে ছুটা
Put away ➯ সরিয়ে রাখা, ছেড়ে দেওয়া
Put down ➯ লেখা, দমন করা, ভেঙ্গে
ফেলা
Put forward ➯ উন্থাপন করা
Put off ➯ খোলা, স্থগিত করা
Put on ➯ পরিধান করা, যোগ করা
Put out ➯ নিভানো, প্রসারিত করা
Put together ➯ একএিত করা
Put up ➯ তোলা, লটকানো, বাস করা
Put up with ➯ সহ্য করা
Run about ➯ দ্রুত, এদিক সেদিক
দৌড়াদৌড়ি করা
Run across ➯ হঠাৎ সাক্ষাত হওয়া
Run after ➯ ধাওয়া করা
Run away ➯ পালিয়ে যাওয়া, ঘর ছাড়া,
চুরি করা
Run down ➯ ছুটে/দৌড়েধরা
Run out ➯ ফুরিয়ে যাওয়া
Run over ➯ পিষ্ট হওয়া
Run through ➯ ভেদ করা
Run upon ➯ পরিকল্পনা করা, ধাক্কা
খাওয়া
See off ➯ বিদায় জানানো
See through ➯ তদন্ত করা
Set about ➯ শুরু করা
Set down ➯ নামানো, লেখা
Set in ➯ শুরু হওয়া
Set off ➯ যাএা শুরু করা
Set out ➯ ছাড়িয়ে দেওয়া, যাএা শুরু করা
Set up ➯ স্থাপন করা
Stand against ➯ বাধা দেওয়া, বিরুদ্ধে
দঁড়ানো
Stand aside ➯ সরে দাঁড়ানো
Stand by ➯ পাশে দাঁড়ানো
Run into ➯ পতিত হওয়া, জড়িত হওয়া
Stand for ➯ বুঝানো
Stand off ➯ দুরে থাকা
Stand up for ➯ পক্ষ সমর্থন করা
Sworn in ➯ শপথ গ্রহণ করা
Take after/Turn after ➯ দেখতে এক রকম
হওয়া
Take away ➯ সরিয়ে নেওয়া
Take down ➯ লেখা
Take for ➯ মনে করা, গণ্য করা
Take off ➯ খুলে ফেলা, অনুকরণ করা
Take over ➯ গ্রহণ করা
Take to ➯ অভ্যাস করা, অাসক্ত হওয়া
Tell upon ➯ হানি করা, ক্ষতি করা
Turn after ➯ সদৃশ্য হওয়া
Turn up ➯ নাকচ করা, অগ্রাহ্য করা
Turn off ➯ বন্ধ করা
Turn on ➯ চালু করা
Turn over ➯ উল্টানো
Turn up ➯ হাজির হওয়া
---------@-----------
Important Phrase & Idioms (বাগধারা ও বাক্যাংশ)
all type of competitive exam
1) All of a sudden ➫ হঠাৎ , আকস্মিকভাবে2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
8) As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না
বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে
দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) Cock and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে
মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই
না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ
সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট
দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে
ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক
101) A B C ➫ প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫ অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
104) Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের
ছিটা
105) All but ➫ প্রায়
106) All moonshine ➫ অবান্তর কথা বা
চিন্তা
107) Apple of one’s eye ➫ চোখের মণি
108) Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫ যেন
110) As usual ➫ যথারীতি
111) At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫ স্বাধীনভাবে
113) At least ➫ অন্ততঃ
114) At one’s finger ends ➫ নখদর্পণে
115) At one’s heels ➫ পাছে পাছে
116) At one’s own will ➫ খুশি মতো
117) Bad blood ➫ বিদ্বেষ
118) Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫ পর্দার
আড়ালে
121) Between two fires ➫ উভয় সঙ্কট
122) Bid fair ➫ ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয়
ব্যক্তি
124) Birds of a feather ➫ একরকম স্বভাবের
লোক
125) Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫ কুলাঙ্গার
127) Book worm ➫ গ্রন্থকীট
128) By and by ➫ শীঘ্র
129) Call in question ➫ সন্দেহ করা
130) Call to mind ➫ স্মরণ করা
131) Carry the day ➫ জয়লাভ করা
132) Catch red handed ➫ হাতে নাতে ধরা
133) Chicken hearted fellow ➫ কাপুরুষ
134) Cold war ➫ ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫ পার্থিব আরাম
136) Crying need ➫ জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫ অপরিচিত
139) Dead against ➫ তীব্র বিরোধী
140) Dead language ➫ যে ভাষা এখন
অপ্রচলিত
141) Dead letter ➫ অচল নিয়ম
142) Dead of night ➫ মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ ক্ষীণ আশা
144) Face value ➫ বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫ সর্বত্র
146) Fight shy ➫ এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫ এলোমেলো
অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি
উপভোগ
151) Gala day ➫ উত্সবের দিন
152) Give up the ghost ➫ মরে যাওয়া
153) Golden mean ➫ মধ্যপন্থা
154) Green horn ➫ অনভিজ্ঞ
155) Halmark ➫ শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫ সম্পুর্ণরুপে
157) High time ➫ উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫ উভয় সংকট
159) Host in himself ➫ একাই একশ
160) Household word ➫ পরিচিত নাম
161) Hush money ➫ মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫ তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫ লিখিতভাবে
164) In force ➫ বলবত্
165) In good book of ➫ সুনজরে
166) In one’s teens ➫ তের থেকে উনিশ
বছরের মধ্যে
167) In order to ➫ জন্য
168) In the mean time ➫ ইতিমধ্যে
169) In the same boat ➫ একই বিপদের
সম্মুখীন
170) Iron will ➫ কঠোর সংকল্প
171) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫ বাজে অজুহাত
173) Lion’s stock ➫ হাস্যস্পদ
174) Make up one’s mind ➫ মনস্থির করা
175) Mare’s nest ➫ ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫ অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫ অল্পস্থায়ী
বিস্ময়ের বস্তু
178) Of course ➫ অবশ্যই
179) On the sly ➫ গোপনে
180) Out of order ➫ বিকল
181) Out of sorts ➫ মৃদু অসুস্থ
182) Out of temper ➫ ক্রুব্ধ
183) Red letter day ➫ স্মরণীয় দিন
184) Red tape ➫ আমলাতান্ত্রীকতা
185) Root and branch ➫ সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫ বালির বাঁধ
187) Rough passage ➫ খারাপ সময়
188) Round the clock ➫ সমস্ত দিন
189) Ruling passion ➫ প্রধান আবেগ
190) Salt of earth ➫ আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫ খারাপের মধ্যেও ভালর
আভাস
192) Sixth sense ➫ জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫ অস্থিচর্মসার
194) Sleeping partner ➫ নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫ লেখায় অসতর্কতাবশতঃ
ভুল
196) Slip of tongue ➫ বলায় সামান্য ভুল
197) Slow coach ➫ অপদার্থ
198) Small talk ➫ সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫ শেষ কথা বা কাজ
200) Take one to task ➫ তিরস্কার করা
----------@------------
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ
১। Wi-Fi— Wireless Fidelity.২। HTTP এর— Hyper Text Transfer Protocol.
৩। HTTPS— Hyper Text Transfer Protocol Secure.
৪। URL— Uniform Resource Locator.
৫। IP— Internet Protocol
৬। VIRUS— Vital Information Resource Under Seized
৭। SIM— Subscriber Identity Module.
৮। 3G— 3rd Generation.
৯। GSM— Global System for Mobile Communication.
১০। CDMA— Code Divison Multiple Access.
১১। UMTS— Universal Mobile Telecommunication System.
১২। RTS— Real Time Streaming
১৩। AVI— Audio Video Interleave
১৪। SIS— Symbian OS Installer File
১৫। AMR— Adaptive Multi-Rate Codec
১৬। JAD— Java Application Descriptor
১৭। JAR— Java Archive
১৮। MP3— MPEG player lll
১৯। 3GPP— 3rd Generation Partnership Project
২০। 3GP— 3rd Generation Project
২১। MP4— MPEG-4 video file
২২। AAC— Advanced Audio Coding
২৩। GIF— Graphic Interchangeable Format
২৪। BMP— Bitmap
২৫। JPEG— Joint Photographic Expert Group
২৬। SWF— Shock Wave Flash
২৭। WMV— Windows Media Video
২৮। WMA— Windows Media Audio
২৯। WAV— Waveform Audio
৩০। PNG— Portable Network Graphics
৩১। DOC— Doc**ent (Microsoft Corporation)
৩২। PDF— Portable Doc**ent Format
৩৩। M3G— Mobile 3D Graphics
৩৪। M4A— MPEG-4 Audio File
৩৫। NTH— Nokia Theme(series 40)
৩৬। THM— Themes (Sony Ericsson)
৩৭। MMF— Synthetic Music Mobile Application File
৩৮। NRT— Nokia Ringtone
৩৯। XMF— Extensible Music File
৪০। WBMP— Wireless Bitmap Image
৪১। DVX এ— DivX Video
৪২। HTML— Hyper Text Markup Language
৪৩। WML— Wireless Markup Language
৪৪। CD— Compact Disk.
৪৫। DVD— Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT— Digital Audio Tape.
৪৮। DOS— Disk Operating System.
৪৯। GUI— Graphical User Interface.
৫০। ISP— Internet Service Provider.
৫১। TCP— Transmission Control Protocol.
৫২। UPS— Uninterruptible Power Supply.
৫৩। HSDPA— High Speed Downlink Packet Access.
৫৪। EDGE — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF— Very High Frequency.
৫৬। UHF— Ultra High Frequency.
৫৭। GPRS— General Packet Radio Service.
৫৮। WAP— Wireless Application Protocol.
৫৯। ARPANET— Advanced Research Project Agency Network.
৬০। IBM— International Business Machines.
৬১। HP— Hewlett Packard.
৬২। AM/FM— Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN — Wireless Local Area Network
৬৪। USB— Universal Serial Bus
1. CPU- Central Processesing Unit
2. CSE- Computer Science & Engineering
3. IT- Information Technology
4. OS- Operating System
5. UPS- Uninterruptible Power Supply
6. RAM- Random Access Memory
7. ROM- Read Only Memory
8. IP- Internet Protocol
9. URL- Uniform Resource Locator
10. WWW- World Wide Web
11. DNS- Domain Name System
12. DoS- Denial of Service
13. DDoS- Destributed Denial of Service
14. VoIP- Voice over Internet Protocol
15. VPN- Virtual Private Network
16. LAN- Local Area Network
17. WAN- Wide Area Network
18. WAP- Wireless Access Point
19. WLAN- Wireless Local Area Network
20. WiMAX- Worldwide Interoperability for Microwave Access
21. MAC – Media Access Control
22. HTML- Hypertext Markup Language
23. HTTP- Hypertext Transfer Protocol
24. ICP- Internet Cache Protocol
25. ISP- Internet Service Provider
26. XML- EXtensible Markup Language
27. CSS- Cross-Site Scripting
28. PHP – PHP Hypertext Processor
29. SHA- Secure Hash Algorithm
30. MD5- Message Digest 5
31. SQL- Structured Query Language
32. TCP- Transmission Control Protocol
33. CD- Compact Disc
34. CD-R- CD-Recordable
35. CD-ROM- CD Read-Only Memory
36. CD-RW- CD-Rewritable
37. DVD- Digital Video Disc
38. DVD-R- DVD-Recordable
39. DVD-ROM- DVD-Read Only Memory
40. DVD-RW- DVD-Rewritable
41. DAT- Digital Audio Tape
42. DIVX- Digital Video Express
43. HDMI- High-Definition Multimedia Interface
44. JPEG- Joint Photographic Experts Group
45. GIF- Graphics Interchange Format
46. PNG- Portable Network Graphics
47. VGA – Video Graphics Array
48. SVGA- Super Video Graphics Array
49. QVGA- Quarter Video Graphics Array
50. Open GL – Open Graphics Library
51. AGP- Accelerated Graphics Port
52. PCI- Peripheral Component Interconnect
53. CRT- Cathode Ray Tube
54. LCD- Liquid Crystal Display
55. LED- Light Emitting Diode
56. ATA- Advanced Technology Attachment
57. SATA- Serial ATA
58. HDD- Hard Disk Drive
59. SD- Secure Digital
60. FAT – File Allocation Table
61. NTFS – New Technology File System
62. USB- Universal Serial Bus
63. API- Application Programming Interface
64. UI- User Interface
65. UAC- User Account Control
66. RTC – Real Time Clock
67. UTC- Coordinated Universal Time
68. DPI- Dots Per Inch
69. BIOS- Basic Input Output System
70. DB- Database
71. FAQ- Frequently Asked Questions
72. PDF – Portable Document Format
73. PnP – Plug and Play
74. PDA- Personal Digital Assistant
75. MP3 – Motion Pictures Experts Group Layer – 3
76. MPEG – Motion Pictures Experts Group
77. AMR- Adaptive Multi-Rate
78. MIDI- Musical Instrument Digital Interface
79. ASCII- American Standard Code for Information Interchange
80. PERL- Practical Extraction and reporting language
81. UNIX – Uniplexed Information and Computer System
82. JS- JavaScript
83. JRE- Java Runtime Environment
84. J2EE- Java 2 Enterprise Edition
85. J2ME- Java 2 Micro Edition
86. J2SE- Java 2 Standard Edition
87. LPI- Linux Professional Institute
88. LUG- Linux User Group
89. P2P- Peer-To-Peer
90. KB- Kilo Byte
91. MB- Mega Byte
92. GB- Giga Byte
93. TB- Tera Byte
94. DOS- Disk Operating System
95. MS-DOS- Microsoft Disk Operating System
--------------a----------------
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি Most Important সংক্ষিপ্ত নোট
●বিশ্বে ইন্টারনেট চালু হয় >>. ১৯৬৯ সালে●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় === ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে ●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উম্নোচন িকরেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উম্নোচনে নেতৃত্ব দেন>. ড.মাকসুদুল আলম
১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন । নাম=অসবর্ন-১ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃকতৈরী প্রথম ল্যাপটপ --এর নাম==দোয়েল
●জাতিসংঘ রেডি বাংলা যাত্রা শুরু করে=২১ফ্রেব্রু:২০১৩
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩ এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট‘‘ওয়াই
ম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কত সালে উতক্ষেপণ করা হবে> ২০১৭সালে। ফ্রান্সের কারিগরি সহয়তায় । , ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের সার্বিক অবস্থান ১৬২ ( ১৯৫ টা দেশের মধ্যে ) - আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আই টি ইউ ) ও UNESCO প্রতিবেদন অনুসারে ।
১.প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? -- অ্যাবাকাস ২.কম্পিউটারের জনক কে? ---. চার্লস ব্যাবেজ
৩.অাধুনিক কম্পিউটারের জনককে --- জন ভন নিউম্যান
৪.কম্পিউটার কে অাবিষ্কার করেন? -- হাওয়ার্ড এইকিন
৫. তারবিহীন / ওয়ারলেস কমিনিউকেশনের জনক -- মার্কনি
►মাইক্রোকম্পিউটারের জনক ---হেনরি এডওয়ার্ড রবাট
৬. বিশ্বের প্রথম স্মার্টফোন -আইবিএম সাইমন।
৭. অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ? - ২০০৭সালে।
৮.বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটারের নাম কি? --- তিয়ানহে-২
৯. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম --অ্যান্ড্রয়েড।(২০০৮সালে ) প্রতিষ্ঠা করেন> এন্ডি রুবিন > ২০০৩সালে। ১০। অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে । প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি? -- ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স । HTC Dream যা T-Mobile নামে পরিচিত।
১১। অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ - ললিপপ।
১২। স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ - চীন
১৩। প্রথম সেলফি তোলেন -- যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার নিজের বাবার দোকনে বসে ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের ৩০বছর বয়সী এক ব্যক্তি।
১৪। ডেটা কমিনিউকেশন ব্যবস্থায় ব্যবহৃত হয় মোট ২টি মডেম।
১৫। ডেটা কমিনিউকেশনের মৌলিক উপাদান -৫টি। যথা :১উতস ২. প্রেরক ৩. মাধ্যম ৪. প্রাপক ৫. গন্তব্য। ======
১.প্রথম ডিজিটাল কম্পিউটার - MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস।
১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে; ৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮১;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
====================================
1.Whice is the fastest computer ? - Super computer
2. The Brain of a computer within the -ALU
3.Which of the following is not example of secondary storage device --RAM
4. In Binary number system , each bit represents a - Character
5. when electrical power is disrupted or cut off , data and programs are lost in --RAM
6.DOS এবং Windows এর Operating system -এর মূল পার্থক্য কি? -Windows graphical user Interface
7. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ? --ADA
৮. কোনটি বাংলা লেখার সফটওয়ার -- বিজয়
৯.ইন্টারনেট চালু হয় -- ১৯৬৯
১০ কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় --১৯৭১
১১. কম্পিউটারের ব্রেইন হলো -- মাইক্রোপ্রসেসর
১২.কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে -- ৩টি অংশ
১৩. Whice one is the popular social networking website? - Facebook
14.কোনটি সিস্টেম সফটওয়্যার --MS Windows
১৫. অপটিক্যাল ফাইবার হচ্ছে -- খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল
১6. কমিউটারে ট্রাসজিস্টর প্রথম ব্যবহৃত হয় কত সালে ? --১৯৫৩
১৭. ব্যাংকের চেকের চেক নম্বর লেকা ও পাড় হয় --MICR
১৮. কে সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন? -- আইজ্যাক আশিমো
১৯. বায়োসেন্সরের ১ম ধারণা দেন কে? -- অধ্যাপক ক্লার্ক
২০. ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন কত সালে? -- ১৯৬৩
২১. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে? --অ্যাপকে
২২.Serial port - এ পিন থাকে -- ৯টি
২৩. ইন্টেলের জনক হিসেবে পরিচিত -গর্ডন ই মুর ও রবার্ট নয়েচ
২৪. বাংলাদেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল‘ বাজারে -১১ অক্টোবর ২০১১
২৫.দ্বিতীয় প্রজন্মের(2G) যাত্রা শুরু হয়েছিল কত সালে থেকে -- ১৯৯১
২৬. খেলাধুলাতে কম্পিউটার একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়াতে সংযুক্ত করা হয় --২০০৪সালে
২৭. Windows-98 কত বিটের? --৩২
২৮. Bluetooth operations use -- Radio Technology
29. Te 'add or Remove programs' utility can be found in -- Control panel
30 .In Computers ,bus width is measured in --Bits
===================
টপিকস: ৩-জি , ৪-জি , ৫-জি ------------------------------
----------
এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে । প্রথম কোথায় চালু হয় , বৈশিষ্ট্য , উদাহরণ থেকে। গুরুত্ব দিন । ---------------------------
৩জি চালুহয় ১৯৯৮সালে। জাপানে। এনটিটি ডোকোমো কোম্পানি চালু করে। ---------------
----------------------------------------------------------------------
Two 4G candidate systems are commercially deployed: the Mobile WiMAX standard (first used in South Korea in 2007), and the first-release Long Term Evolution (LTE) standard (in Oslo, Norway and Stockholm, SwIden since 2009)
3G - ডেটারেট> ২ mbps এর অধিক। .
4G- ডেটারেট>দ্রুতচলনশীল ডিভাইসে> ১০mbps , স্থির ডিভাইসে>১০GBPS . ৫-জি ২০১৬ সালে শুরু হবে দক্ষিণ কোরিয়া। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে। . ৪-জি ৩-জি থেকে ৫০গুন বেশি গুণ বেশি দ্রুতগতি।
৩জি-এর উদারহরণ>> UMTS, IMT-2000, MC-CDMA, EDGE, HSPA,
4জি-এর উদারহরণ>> WiMax2, LTE-advance.
5G>>>> Multiple input multiple output (MiMo)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে.
বৈশিষ্ট্য
২জি- তে সেবা কার্যক্রম চালু হয়।
৩জি:
১। মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস, ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা । ২। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু । ৩। বিল প্রদান । .
৪-জি
১। ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট।
২। 3D প্রযুক্তির ব্যবহার ।
৩। ওয়্যারলেস নেটওয়্যাক সুবিধা।
১. টাচস্কিন প্রযু্ক্তির জনক কে? -- ড. স্যামুয়েল হাস্র্ট
২. বায়োমেট্রিক্স কি? -- এক ধরণের কৌশল বা প্রযু্ক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো , আচার -আচরণ , বৈশিষ্ঠ্য , গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা হয় ।
৩. বায়োইনফরমেট্রিক্স কি? --বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি , ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয় ।
৪. ক্রায়োসার্জারি কি? -- এমন একটি চিকিত্সা পদ্ধতি যা অতি ঠাণ্ডায় অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় ।
৫. সাধারণত ই কর্মাসকে কয় ভাগে ভাগ করা হয় ? - ৪ভাগে। যথা:B2C, B2B, C2B, C2C ।
৬। অবৈধভা যারা হ্যাকিং করে তাদের বলা হয় -- ক্রেকার
৭। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন -- Bing
৮। বাংলাদেশের প্রথম সফটওয়ার নির্মাতা কে? -- মোহাম্মদ হানিফ মিয়া
৯। বাংলাদেশের প্রধান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? - বেসিস। ১৯৯৭।
১০। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হলো -- বিজয় (উদ্ভাবক মোস্তফা জব্বার , ১৬ ডি: ১৯৯৮)
১১. বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফ্রন্টগুলো হলে -- বিজয় , একুশে, অভ্য, লেখনী , বৈশাখী প্রভৃতি ।
১২। সাঁওতালি ভাষায় সফটওয়ার উদ্ভাবক কে ? -- মাইকেল সরেণ ও ফিরোজ আহমেদ।
১৩। বাংলাদেশের তৈরি ল্যাপটপ প্রথম দোয়েল বাজারে আসে কবে? - ১১ অক্টোবর , ২০১১।
১৪। মাদার অব অল ভাইরাস বলা হয় কাকে? -CIHভাইরাসকে ( এটি তৈরি করেন Chen Ing hua নামক তাইওয়ানে নাগরিক)
15. কম্পিউটারে ক্ষেত্রে ডায়াবেটিক নির্ণয়ে ব্যবহৃত হয - বায়োসেন্সর ।( অধ্যাপক ক্লার্ক ১৯৫৬সালে)
COMPUTER -এর কিছু একক
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে -- পিক্সেল
২।Refresh - কে প্রকাশ করা হয় -- হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো -- ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয় -- গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় -- বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয় --মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক -- গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক -- ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক - bps (bits per second)
বিটে ১ বাইট বা ১ কারেক্টার । ১ বাইট =৮বিট ১কিলোবাইট= ১০২৪বাইট ১মেগাবাইট= ১০২৪কিলোবাইট ১গিগাবাইট= ১০২৪মেগাবাইট ১টেরাবাইট- ১০২৪গিগাবাইট।
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Outputডিভাইস ?তাই সব উদাহরণ জানতে হবে
1.Modem 2. Touch screen 3.Digital camera 4. Network card 5.Handset 6. Fax , 7. Audio /Sound card 8.DVD/CD 9. Multi-Function
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
ex: ১। Net 2 Phone 2. Skype 3. MSN Messenger 4. Net Meeting 5. Cool talk
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
১। Facebook ২। Twittar ৩।Google Plus 4. Flickr 5. Vine 6. Meetup 7. Pintarest 8. Instagram 9. Tumblr 10. Tagged 11. Linkedin ১২.বেশত(প্রথম বাংলা ) ১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি -- এ উদাহরণ টপিকস টা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দিন
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ------- ?
তাই সব উদাহরণ জানতে হবে
Package Software --এর উদাহরণ ------------------
1. Word processing Software 2. Spread Analysis Software 3. Database Management Software 4. Computer Aided Design/CAD 5. Graphics Software 6. Graphics Animation Software 7. Desktop Publication Software 8. Multimedia Software 9. Web Browsing Software 10. Presentation Software 11.Web Browsing Software 12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
Word Processing Software এর উদাহরণ
1. , .Microsoft word / Ms Word 2. Word Perfect/WP 3. Lotus Wordpro 4. Word Star 5. PFS Writer 6. Mac Writer 7. Display Writer 8. Dos Writer 9. Word Pad 10. Note Pad 11. Latex
Spreadsheet Analysis Software এর উদাহরণ
1.Visicalc 2.Super calc 3. Lotus 1-2-3, 4. Corel Quatropro 5.Multiplan 6. Sorcim 7. Symphony 8.Numbers 9. Ms Excel
Database Management Software এর উদাহরণ
1.,,, Microsoft Access 2. Microsoft SQL Server 3. ORACLE 4. Corel Paradox , 5. Lotus Approach 6.dbase 7. Foxpro 8. File Maker Pro 9. 4D
List of basic Input Devices, Output devices and Both input-output devices related to computer. .
★Input Devices:
a) Graphics Tablets b) Cameras c) Video Capture Hardware d) Trackballs e) Barcode reader f) Digital camera g) Gamepad h) Joystick i) Keyboard j) Microphone k) MIDI keyboard l) Mouse (pointing device) m) Scanner n) Webcam o) Touchpads p) Pen Input q) Microphone r) Electronic Whiteboard ..
★OUTPUT DEVICES:
1. Monitor 2. Printers (all types) 3. Plotters 4. Projector 5. LCD Projection Panels 6. Computer Output Microfilm (COM) 7. Speaker(s) ..
★★Both Input-OutPut Devices:
1. Modems 2. Network cards 3. Touch Screen 4. Headsets (Headset consists of Speakers and Microphone. *Speaker act Output Device and Microphone act as Input device) 5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also have printer to Print the document) 6.Audio Cards / Sound Card