Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Posts

use of shall, should, will, would for improving Spoken English

use of shall, should, will, would for improving Spoken English


Shall এবং Will এর সঠিক ব্যবহারঃ
আজ আমরা শিখব shall, should এবং will, would এর সঠিক
ব্যবহার সম্পর্কে? অনেকেই আছেন, বিশেষ করে
যারা নতুন ইংরাজি শিখছেন- তারা না জেনে
shall, will বা should, would এর ভুল ব্যবহার করেন।
অনেকে মনে করেন এটি না জানলেও চলবে
কিন্তু আমি মনে করি ইংরাজি শিখতে হলে
এগুলো জানার প্রয়োজন আছে। তাই আজকে আমি
shall, should এবং will, would এর সঠিক ব্যবহার নিয়ে
আলোচনা করব। সঙ্গে অবশ্যই উদাহারন থাকবে
spoken English practice করার জন্য। আর তার সাথে
`ব্যবহার গুলোও শিখব, যাতে আমাদের প্রাত্যহিক
জীবনে কাজে আসে।
সাধারণত Future Indefinite Tense এ Shall অথবা Will
ব্যবহার হয়। ভবিষ্যত ঘটনা বা Future incident বুঝাতে:
I ও We এর সাথে shall ব্যবহার হয় । Future Indefinite
Tense চেনার সহজ উপায় হলো - বাংলা বাক্যের
শেষে বো, বে, বেন, ইব, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত
থাকে। চলুন এবার বিষয়টি পরিষ্কার করা যাক
কিছু উদাহারনের সাহায্যে-
এখানে মনে রাখতে হবে, I এবং We এর সাথে
Shall বসে এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।
Shall এবং Will এর ব্যবহারঃ
আমি কাজটি করব।
I shall do the work.
আমরা কাজটি করব।
We shall do the work.
আমি আগামীকাল যাব।
I shall go tomorrow.
আমি কলেজে যাবো।
I shall go to college.
আমরা ব্যায়াম করবো।
We shall take exercise.
তারা ফুটবল খেলবে।
They will play football.
আজ বৃষ্টি হবে।
It will rain today.
সে কখন ফিরবে?
When will he be back?
তুমি খেলবে।
You will play.
সে আজ খেলবে না।
He will not play today.
সবাই তোমাকে ঘৃণা করবে।
Everybody will hate you.
প্রশ্নবোধক বাক্যে যখন shall বা will এর ব্যবহার করা
হয় তখন তা অনুমতি বা প্রার্থনার রূপ ধারন করে।
যেমন-
আমি কি তোমার জন্য এটা করব?
Shall I do it for you?
আমরা কি ড্যান্স করব?
Shall we dance?
আমি কি তোমার ব্যাগ বহন করব?
Shall I carry your bag?
তুমি কি আমাকে বাড়িতে নিয়ে যাবে?
Will you take me home?
তুমি কি আমাকে মনে করিয়ে দেবে?
Will you remind me?
আপনি কি জানালা টা বন্ধ করবেন?
Will you close the window?
আপনি কি আমাকে একটা কাগজ দিবেন?
Will you give me a paper?
তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে?
Will you lend me some money?
এতক্ষন আমরা শিখলাম I এবং We এর সাথে Shall
বসে, বাকি সব ক্ষেত্রে Will বসে, কিন্তু বাক্যে
যদি আদেশ, হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বুঝায়, মানে
বাক্যটিকে জোর দিয়ে বোঝানোর জন্য 2nd এবং
3rd Person এর সাথে shall ব্যবহৃত হয় আর I এবং We এর
সাথে Will ব্যবহৃত হবে।
উদাহারনঃ
আমি তোমাকে উচিত শিক্ষা দেবো।
I will teach you a good lesson.
তুমি আমার আদেশ পালন করবে।
You shall carry out my order.
আমি যাবোই।
I will go.
আমরা অবশ্যই তা করবো।
Surely we will have it.
সে দিল্লী যাবেই।
He shall go to Delhi.
Will এর অতীত কাল বা past form হল Would
সে ভেবেছিল আমি আসব।
He thought that I would come.
সে বলল যে সে তাড়াতাড়ি আসবে।
He said that he would come soon.
অনেক সময় বাক্যে would দ্বারা অতীত অভ্যাস
প্রকাশ করা হয়।
আমি সাঁতার কাটতাম।
I would swim.
সে ধূমপান করত।
He would smoke.
Polite request বা ভদ্রোচিত অনুরোধ বা নমনীয়তার
খাতিরে বা প্রশ্ন করতে would ব্যবহার হয়।
তুমি কি আমার সাথে রাতের খাবার খেতে
চাও?
Would you like to have dinner with me?
আপনি কি এটা কিনতে চান?
Would you like to buy this?
তুমি কফি না চা খাবে?
Would you like coffee or tea?
তুমি কি কিছু খেতে চাও?
Would you like something to eat?
তুমি কি আমার সাথে হাঁটতে যাবে?
Would you like to go for a walk?
দয়া করে দরজাটা বন্ধ করবেন?
Would you please close the door?
দয়া করে আমাকে একটু সাহায্য করবেন?
Would you please help me?
অনুগ্রহ করে আপনার কলমটি দিবেন?
Would you please give me your pen?
Would you please give me a space beside you?
অনুগ্রহ করে আপনার পাশে একটু জায়গা দেবেন?
Would you please close the window?
আপনি কি দয়া করে জানালা টা বন্ধ করতে
পারবেন?
সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে
Should এর ব্যবহার করা হয়।
তোমার কঠোর পরিশ্রম করা উচিত।
You should work hard.
তোমার এখন যাওয়া উচিত।
You should leave now.
তোমার ধূমপান বন্ধ করা উচিত।
You should stop smoking.
তোমার আরও লেখাপড়া করা উচিত।
You should study more.
Request বা অনুরোধ
আপনার কি আমার সাথে যাওয়া উচিত?
Should you go with me?
আমি কি একটা ফোন করতে পারি?
Should I make a phone call, please?
আমি কি অপেক্ষা করব?
Should I wait?

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.