Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

‎IFIC Bank TSO Exam - Final ViVa Question Details


ফাইনাল ভাইভাঃ ফাইনাল ভাইভা তেও তেমন প্রশ্ন করেনা। কথা বলার স্টাইল আর ড্রেস আপ শুধু দেখে(এটা আমার ধারনা)। আমাকে শুধু আমি কি করি আর আমার বাবা কি করে জিজ্ঞেস করে। আর বর্তমান জব সম্পর্কে জেনেছে । মাত্র ২ মিনিটে খেল খতম।
তবে ভালোকরে প্রস্তুতি নিয়ে যেতে হবে । একজনকে কম প্রশ্ন করেছে এর অর্থ আপনাকেউ যে কম করবে তা নয় তাই আপনার প্রস্তুতি ভালো থাকা দরকার ।
তবে একটা বিষয় এর ওপড় বেশি গুরুপ্ত দিতে হবে সেটা আপনার পোশাক । অবশ্যই ফরমাল ড্রেস পরে যাবেন সাথে টাই ও ব্লেজার হলে ভালো হয় ।  যদি ব্লেজার না থাকে তবে ফরমাল এর সাথে টাই পড়তে পারেন ।
জব এর ডিটেইলসঃ এটা এসিস্ট্যান্ট অফিসার গ্রেডের জব। ১ বছর প্রবিশনে ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার। এর পরেই পার্মানেন্ট এবংএসিস্ট্যান্ট অফিসার। প্রথম ১ বছর বেতন বেসিক ১৭২০০ টাকা। সর্বসাকুল্যে ২৮৩৭০ টাকা। ব্রাঞ্চে দিলে সাধারণ ২০০০ টাকা ভাতা পাওয়া যায় মান্থলি। প্রবেশন পিরিয়ড শেষ (১ বছর পর) হলে মোট বেতন সর্বসাকুল্যে ৩৫৯৯০ টাকা। এছাড়া অথরাইজড ব্রাঞ্চ (এডি ব্রাঞ্চ) হলে শনিবারে অফিসের জন্য ৪০০ করে পে করে পারডে (শনিবারে ১০ টা থেকে ২ টা পর্যন্ত)। আপনার নিয়োগ হওয়ার পরে থেকেই গ্রুপ ইন্সুরেন্স এর আওতায় আসবেন। আইএফআইসি ব্যাংক আপনার হয়ে মান্থলী প্রিমিয়াম আলাদা ভাবে পে করবে। আপনি বা আপনার স্পাউস বা আপনার ২ বাচ্চা (সর্বোচ্চ) এই ৪ জনের জন্য বছরে ৪ লাখ করে সর্বোচ্চ কাভারেজ পাবেন চিকিৎসার জন্য। সবার জন্য ১৬ লাখ। ডকুমেন্ট জমা দেয়া সাপেক্ষ এই ইন্সুরেন্স কাভারেজ পাওয়া যায়। তাছারা কোন কারনে মারা গেলে নমিনেটেড ব্যাক্তি বা ব্যাক্তিরা এক কালিন ১৫ লক্ষ টাকা পাবেন। এছারা ব্যাংকের অন্যান্য সুবিধা তো আছেই। যেমনঃ স্যালারী একাউন্ট ফ্রী সাথে একটা পারসোনাল "আমার একাউন্ট" সেটাও কার্ড ফি, চেক ইত্যাদি ফ্রি। সার্ভিসের মান ভাল হলে কয়েক বছরে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ আছে। ব্রাঞ্চে হলে মাসে আরো অতিরিক্ত ২০০০ এবং এডি ব্রাঞ্চ হলে এক্সট্রা ডে এর জন্য ভাতা পাওয়া যাবে।
⬛ খুব খারাফ লাগে যখন আপনি আপনার প্রয়োজন মিটিয়ে চুপ করে এই সাইট থেকে চলে যান । কেনো আপনি কি পারতেন না একটি মাত্র শেয়ার করতে, পারতেন না কমেন্ট করে একটা ভালো রিভিউ দিতে, এখানেই তো কাজের অগ্রহ হারিয়ে যায় ।  শুধুমাত্র আপনাদের জন্য এ্যাডমিনেরা এই সাইটে আপনাদের জন্য উপকারে আসে এমন সকল কিছু আপানাদের সাথে শেয়ার করে । আপনি কখন অন্যের উপকারে আসবেন । অনুরোধ করে বলছি এখান থেকে আপনি যদি এতটুকু উপকার পেয়ে থাকেন তবে সেটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন । 
 
Another Candidate Experience - 
ফাইনাল ভাইভাঃ
ফাইনাল ভাইভা সম্পূর্ন নির্ভর করে বোর্ড মেম্বার দের উপর। আগে থেকে কেউ আপনাকে বলে দিতে পারবেনা কি কি প্রশ্ন ধরতে পারে। ওখানে যারা থাকবেন তাদের মন-মর্জির উপর নির্ভর করে। তবে আমাদের পূর্ববর্তী ,আমাদের ফেজ এবং গ্রুপে বিভিন্ন বড় ভাই-বোন দের কমেন্ট এনালাইসিস করে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি। আশা করি ঘুরেফিরে সবাইকে এগুলাই ধরে।
#নিজের সমন্ধে
#পড়াশুনার ব্যাপার
#পরিবারে সমন্ধে, কে কি করে
# যারা BBA/MBA ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য, এই সাব্জেক্ট পড়ে ব্যাংক এ কেন?
# ব্যাংকিং সেক্টর কেন চুজ করলেন?
#নিজের সাব্জেক্টের অর্জিত জ্ঞান কিভাবে এই পোস্টে কাজে লাগাবেন?
# ঢাকার বাইরে পোস্টিং দিলে যাবেন ত?
# মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত, কিভাবে জব করে সংসার সামলাবেন।
# ড্রিম জব কি?
# সরকারি ব্যাংকে চান্স পেলে থাকবেন নাকি চলে যাবেন?
# TSO এর ফুল ফর্ম, এই পোস্টের রেস্পন্সিবিলিটিগুলা বলেন
# IFIC সমন্ধে (ফুল ফর্ম, যাত্রাকাল,চেয়ারম্যান,এমডি,ব্রাঞ্চ,সাব-ব্রাঞ্চ ইত্যাদি)
# IFIC এর কমার্শিয়াল বিজ্ঞাপন দেখেছেন?
# আগে যে কোম্পানিতে জব করতেন সে সমন্ধে সংক্ষেপে বলুন।
# বাংলাদেশ ব্যাংক সমন্ধে (কাজ,বর্তমান গভর্নর, অর্থমন্ত্রী)
ঘুরেফিরে দেখলাম এই প্রশ্ন গুলোই সবাই কে করে।প্রশ্ন বাংলায় করলে বাংলাতেই উত্তর দিবেন, আর ইংরেজীতে করলে ইংরেজী।তবে সাধারণত বাংলাতেই করে। অনেকে ঢুকে ৩০-৪০ সেকেন্ডেই বেরিয়ে যেতেও দেখেছি।অনেকের ৪-৫ মিনিট ও লেগেছে। মাঝে মধ্যে আপনার টেম্পার চেক করার জন্য কিছু অকওয়ার্ড কথা বলতে পারে( দেখার জন্য আপনি কিভাবে রিয়েক্ট করেন) ।হাসিমুখে ব্যাপার গুলো কাটাবেন।ভুলেও রাগান্বিত বা নার্ভাস হবেন না। দরকার হলে হাসি দিয়ে চুপ করে থাকবেন।তর্ক করে নিজের বিপদ দেকে আনবেন না। 
 
Real Experience:
যারা ফাইনাল ইন্টার্ভিউ দিবেনঃ
**দুইটা জিনিস খুব সিরিয়াসলি মেইন্টেন কইরেন  , আপনার ড্রেস আপ আর কনফিডেন্স ।
**সিরিয়ালি ডাকবে , HR স্যার সব বলে দিবে কি কি বলতে হবে , কিভাবে বলতে হবে । তাই টেনশনের কিছু নাই । MD স্যার বলতে বললে আপনি বলবেন এই সিকুয়েন্সে
১। নাম
২। একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর স্টাডি গ্যাপ থাকলে নিজে থেকেই বলবেন
৩। ফ্যামিলি
৪। জব এক্সপেরিয়ান্স যদি থাকে
**তবে কিছু জিনিস মাথায় রাইখেনঃ
১। MD স্যার সিরিয়াস মানুষ , তাই সিরিয়াসনেস দেখে ঘাবড়ানোর কিছু নাই ।
২। উপরে বললাম HR স্যার বলে দিবে কিভাবে বলতে হবে , MD স্যার বলতে বললে আপনি একদম বলে শেষ করে দিবেন এমন সৌভাগ্য সবার হয় না । কারণ MD স্যার মাঝে মাঝে নিজ থেকে প্রশ্ন করবে , প্রশ্ন এইগুলাই কিন্ত উনি স্পেসিফিক পয়েন্ট জানতে চাইলে আপনার মাথায় প্রি-সেট করা সিকুয়েন্সে হয়তো বলতে পারবেন না , তাই ঘাবড়ানোর কিছু নাই । সুন্দর করে বলতে পারলেই হবে ।
৩। তর্কে যাবেন না ।
৪। হাসিখুশি ফেস পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করে ।
৫। সালাম দিয়েন , ধন্যবাদ দিয়েন । মানে নর্মাল কার্টেসি মেইন্টেইন কইরেন
 

Real Experience:

August 22, 2021

ফাইনাল ভাইভা অভিজ্ঞতাঃ
বাইরে থেকে অনুমতি নিয়ে রুমে ঢুকে স্যারকে আদাব দিলাম, এরপর স্যার বসতে বলার পর বসে তাকে ধন্যবাদ দিলাম। এরপর ল্যাপটপের দিকে তাকিয়ে zoom এ কানেক্টেড থাকা এমডি স্যারকে আদাব দিলাম।
এমডি স্যারঃ আদাব,  অঞ্জন সরকার আপনার পড়াশোনা কোন স্টেজে?
আমিঃ স্যার আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে EEE তে গ্র‍্যাজুয়েশন কম্পলিট করেছি।
এমডি স্যারঃ এখন পড়াশোনার স্টেজ কি?
আমিঃ স্যার, এখন পড়াশোনা করছি না, আপাতত চাকরির চেষ্টাতেই আছি।
এমডি স্যারঃ আমাদের এখানকার চাকরি হলো ফুলটাইম চাকরি, আপনি শখ করে এসে চাকরি করবেন আর চলে যাবেন সেটা আমরা হতে দেবো না।
আমিঃ না স্যার, বিষয়টা আসলে এমন না। আমি যদি এখানে চাকরি পাই তাহলে আমার সর্বোচ্চটুকুই দেয়ার চেষ্টা করবো।
এমডি স্যারঃ আচ্ছা, আপনার পোস্টিং চয়েস কি?
আমিঃ স্যার, আমার ফার্স্ট চয়েস রংপুর, সেকেন্ড চয়েস দিনাজপুর ...(এইটুকু বলার পর আমাকে থামিয়ে দিলেন)
এমডি স্যারঃ আপনি তো পোস্টিং এর ব্যাপারে flexible তাই আপনার একটা সুযোগ আছে। আপনি এখন আসতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার। 
 
Follow Us:


Related Posts

3 comments

  1. need current affairs pdf
  2. Give the download link of Bank Vocabulary Test Paper
  3. Nice work. 🥰🥰 i need all types of pdf for ific job.please. give at this mail id. I will grateful to you.
    debnathVanulal@gmail.com
    Onek onek Thanks🥰😚😌
Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.