সম্পর্ক নষ্ট হওয়ার অন্তরালে একটিমাত্র জনিস জড়িত থাকে সেটি প্রায় অনেকেই জানে কিন্তু কখনো এই ছোট বিষয়টি নিয়ে ভাবে না বলেই সম্পর্ক নষ্ট হয়ে যায় ।
একটি সম্পর্ক কখনো একদিনে গড়ে ওঠে না । অল্প অল্প সময়ে ধীরে ধীরে একটি সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে আমাদের প্রতিনিয়ত লড়ে যেতে হয় । আমরা যেমন অন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি তেমন কিছু মানুষ আছে যারা দায়িত্ব নিয়ে সম্পর্ক ভাঙ্গার কাজ করে চলেছে । তাই আমারা এদের থেকে সবসময় সাবধান থাকি । সবকিছু মেনে চলার পরেও দিনশেষে আমরা আমাদের প্রিয় মানুষটিকে হারায় আমাদের নিজের ভুলের কারনে ।
প্রতিটি সম্পর্ক নষ্ট হওয়ার মূলে থাকে অর্থ বা টাকা । হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি । এটি ছাড়াও অন্য কারন থাকতে পারে তবে সেটা খুব কম অন্য কারন বশত সম্পর্ক নষ্ট হলে সেটির অধিকাংশ ক্ষেত্রেই সমাধান করা যায় । কিন্তু টাকা কারনে সম্পর্ক নষ্ট হলে সেটি আর আগের অবস্থায় ভালো করা সম্বভ হয় না । এবার দেখে নেওয়া যাক কিভাবে টাকা আমাদের সম্পর্ক নষ্টে মূখ্য ভূমিকা রাখে -
আপনার একজন বন্ধু বা বান্ধবি আপনার থেকে টাকা ধার চাইলো আপনার খুব পছন্দের হওয়ায় আপনি কিছু না বুঝে টাকা দিয়ে দিলেন । আপনি শুনতে পারেন এখানে বিপত্তি কোথায় ? হ্যা আছে এবার পরের কথাটি শুনলে বুঝতে পারবেন । সে আপনাকে বলেছিলো এক বা দুই দিন পরে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে । কিন্তু আপনি দেখলেন ৩য় দিন তার ফোন বন্ধ এবং সে তার মোবাইল পরিবর্তন করে ফেলেছে । এবার বলুন আপনার কেমন লাগবে, যে গতকাল আপনার খুব প্রিয় ছিলো আজ মনে হচ্ছে তাকে শেষ করে ফেলি । এই অনুভূতি হওয়াটাই স্বাভাবিক । তবে এমন কিছু করা যাবেই না ।
অথবা, সে আপনার সাথে দেখা করছে কিন্তু দু দিন থেকে ১০ দিন হয়ে যাচ্ছে সে আপনার টাকা ফেরত দিচ্ছে না তখনও আপনার একই ভাবে খারাপ লাগেবে । এক পর্যায়ে আপনাদের সম্পর্ক খারপ হয়ে যাবে । এমনকি দুজনের মধ্যে শত্রুতাও হতে পারে অসম্বভ কিছু না ।
তাই সম্বভ হলে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন এটাই সেরা সমাধান । এখানে একটা প্রশ্নের সৃষ্টি হয়, তবে কেউ বিপদে পরলে কি সাহায্য করবো না ? হ্যাঁ কেনো করবেন না আপনার সামর্থ থাকলে অবশ্যই করবেন । খুব কাছের মানুষ হলে সাহায্য করতেই পারেন, তবে টাকার পরিমান কম হলে ধার না দিয়ে এমনিতেই দিতে পারেন , যদি সে আপনার প্রকৃত ভালোবাসার ব্যাক্তি হয়ে থাকে তবে সেটা এমনিতেই ফেরত পাবেন ।