IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 01
ফাইনাল ভাইভার অভিজ্ঞতাঃ
নক দিয়ে জিজ্ঞেস করে ভেতরে ডুকে স্যারকে একটা সালাম দিলাম। স্যার বসতে বললেন। আমি বসলাম এবং স্ক্রিনে এমডি স্যারকে সালাম দিলাম।
স্যারঃ আপনার নাম কি?
আমিঃ উত্তর দিলাম
স্যারঃ ব্রাঞ্চ প্রিফারেন্স কোথায় দিয়েছেন।
আমিঃ উত্তর দিলাম।(ঢাকার বাহিরে সবগুলো)
স্যারঃ আপনার সিভিতে দাড়ি রাখা ছবি দিয়েছেন কিন্তু এখন দাড়ি কাটলেন কেন?
আমিঃ স্যার ছবিতে দাড়ি থাকলে লুকটা একটু প্রফেশনাল মনে হয় সেটা ভেবে দিয়েছিলাম।(আসলে হাতের কাছে ছবি যেটা ছিলো সেটা দিয়েই এপ্লাই করেছিলাম। এমন প্রশ্নের মুখোমুখি হবো সেটা ভাবতে পারিনি।)
স্যারঃ ঠিক আছে আপনি আসতে পারেন।
আমিঃ ধন্যবাদ স্যার, আসসালামু ওয়ালাইকুম।
---------
সিনিয়রদের কাছে আমার জিজ্ঞেস করার ছিলো, দাড়ির ব্যাপারটা নিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হয়েও কেউ কি ফাইনালি সিলেক্ট হয়েছেন? আমি বুঝতেছিনা আসলে বাদ দেয়ার জন্য এটা মেজর কোন কারন কিনা?
IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 02
#Final_Viva
প্রথমেই বলি ভয় পাওয়া বা টেনশন করার কিচ্ছু নাই।
ফাইনাল ভাইবা অনেকটা ডিরেক্টর বোর্ডের সাথে একটা ফরমাল কনভারসেশন।
সকাল ৯ টার পর পর ই পৌঁছে গিয়েছিলাম। কেও কেও ১০টা ১০.৩০ টার পরে ও ঢুকছে।
সুরমা টাওয়ারের নিচে যেয়ে গেটের সামনে ডেস্কে কথা বললাম, লিফটে ৫ এ যেতে বললো, চলে গেলাম সেখানে।
ওখান থেকে সিরিয়াল অনুযায়ী ১৫ জন করে করে ঐ বিল্ডিং এর লেভেল ১৩ তে নিয়ে গেল।
ওখানে একজন HR বলে দিলেন-
"১/ সিভি (সব পেজে সাইন করা,, পারমানেন্ট এড্রেস কলম দিয়ে বক্স করে হাইলাইট করা) ,
২/ প্রি-ইন্টারভিউ ফর্ম (ফিল আপ করে সাইন করা)
৩/ SSC মার্কশিট" এভাবে সাজিয়ে পিন আপ করতে। তারপর ওগুলো জমা নিয়ে নিলো।
এরপর বললেন, সিরিয়াল অনুযায়ী ভাইবা হবে,
ভাইবা রুমে একজন HR sir ছিলেন, আর কম্পিউটার এ আরো কয়েকজন এড ছিলেন ( ওনারা MD sir and Heigher Authorities,)
আমার সিরিয়াল অনুযায়ী বেল বাজলে ,, HR যেভাবে শিখিয়ে দিয়েছিলেন সেইভাবে দরজা নক করলে ভিতরে যেই স্যার ছিলেন তার কাছপ রুমে ঢোকার জন্য অনুমতি চাইলাম, অনুমতি পেয়ে রুমে ঢুকে সালাম দিলাম, বসতে বললেন, বসলাম। বসে স্ক্রিন এর দিকে তাকিয়ে সালাম দিলাম।
স্ক্রিন থেকে একজন স্যারঃ আপনার নাম?
উত্তর দিলাম
এরপর উনি আমার বাসা এবং তার আশেপাশের এলাকা নিয়ে জিগাস করলেন।
উত্তর দিলাম।
স্কুল আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলেন।
বললাম।
ব্রান্ঞ্চ প্রেফারেন্স জানতে চাইলেন
বললাম। ঢাকা আর খুলনা।
তারপর বললেন এগুলোর কোনটাই খালি নাই, অন্য কোথায় করতে পারবেন?
বললাম স্যার যেখানে দিবেন সেখানে করবো।
বললেন আচ্ছা যান।
সালাম দিয়ে চলে আসলাম।
IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 03
Journey Detail of final viva route
প্রশ্নকর্তা(sir): আপনি কৃষ্ণ দাস with a mocking face.
আমিঃ স্যার আমার বাবার নাম কৃষ্ণ দাস আমি অনিক দাস with a grin
প্রশ্নকর্তা: ও আচ্ছা আচ্ছা স্যরি ম্যাহ্ মিস্টেক
আমিঃ নো স্যার ইটস ওকে(very politely with bottom of my voice)
প্রশ্নকর্তা: out of the blue কী ফরিদপুর!! আপনার সিলেট বাড়ি আবার ফরিদপুর??
আমি আবারও হাসি মুখে কনফিডেন্সের সাথে বললাম স্যার আমার প্রেজেন্ট এ্যাড্রেস সিলেট পার্মানেন্ট এ্যাডড্রেস ফরিদপুর।।
প্রশ্নকর্তা(স্যার): আপনার বাসা ফরিদপুর হলে প্রেজেন্ট এ্যাড্রেস সিলেট কেন??
আমি: দু সেকেন্ড পজ নিয়ে বললাম স্যার আমি BSC eng. করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাই বর্তমান ঠিকানা সিলেট(same facial expression mentioned above)..
প্রশ্নকর্তা(স্যার): oh I see!! So আপনার ব্রাঞ্চ প্রিফারেন্স কী,,আর নেক্সট স্টেপ কী??
আমি: স্যার আমার প্রিফারেন্স সিলেট তবে অন্য কোথাও দিলেও আমার কোন সমস্যা নেই আমি কাজটা করতে পারবো।।
প্রশ্নকর্তা(স্যার): Never ever use any negative word in a viva board(I got Thundered but my white tooth were still visible and obviously not with a fake expression)..The word you use show your psychic character..This kind of bloddy mentality you hold to see the problems..তুমি সমস্যা শব্দটা কেন ইউজ করলা!! You need this job.......... এর পরের কয়েকটা ওয়ার্ড আমি বুঝতে পারিনি (সাউন্ড জড়িয়ে যাচ্ছিলো) কী বলছেন স্যার তবে এ না বোঝা লাইনটির সারমর্ম হচ্ছে ইউ নিড দিস জব সো ইউ হ্যাভ টু ডু ওয়্যারাভার ইউ আস্কড টু ডু।। তারপর বলল সরকারী ব্যাংকের কর্মকর্তা খালি বলবে ঐ দাঁড়ি নাই কমা নাই হেন নাই তেন নাই আর প্রাইভেট সেক্টরে বলে আপনার সাতটা জিনিস ই ঠিকঠাক আছে তবে এই আট নাম্বার টা ঠিক হলেই হয়ে যায়।।এই হলো দু'ধরনের মেন্টালিটি।।তোমাদের তো সাইফুরস টাইফুরস এ এসব ভাইভা টাইবা কী সব ক্লাস করায় তা এসব শেখায় না?? There is the difference in these two types of mentality তুমি বুঝছো,,ডু ইউ গেট ইট ওয়াট আ এম টেলিং
আমি: জ্বী স্যার আমি অবশ্যই মেইনটেইন করব(এটা খুব আস্তে বলতে হয়েছে কারণ স্যার বলেই যাচ্ছিলো বলেই যাচ্ছিলো তাই আমি ইন্টারাপ্ট করে কোন অভদ্রতা করতে চাইনি।। এবং এই পুরোটা সময় স্যার যতক্ষন আমাকে 'সমস্যা' শব্দটা ব্যবহার করার জন্য পুরা ধুইছে এই সময়টুকুতে আমি একবারের জন্যও নার্ভাস হইনি এবং স্যারের সাথে আই কন্টাক্ট রেখে স্যার যা বলেছেন হাসিমুখে সম্মতি জানিয়েছি।।মুখ কালো করিনি বা খারাপ লাগলেও বুঝতে দেই নি।।
পরে স্যার আবারও প্রাইভেট আর গভ: ব্যাংকের ঐ মেটাফর টেনে আবারও জিজ্ঞেস করছেন আর ইউ গেটিং মাহ্ পয়েন্ট??
আমি: জ্বী স্যার আমি বুঝতে পেরেছি(with an wide smiling face) তারপর স্যার বললেন আচ্ছা যাও
আমি অনলাইন অফলাইন সবাইকেই সালাম দিয়ে বের হয়ে আসছি।।
এই ছিল হেইল অব ডিটেইলস জার্নি।। সবার জন্য শুভকামনা।। আমি জানিনা আমার টেম্পারমেন্ট চেক করার জন্য নাকি আসলেই সমস্যা পেয়ে এমন করে ধুইছে আমি জানিনা।। তবে বাকিরা এ ব্যাপারে সাবধান হয়ে যান এ উদ্দেশ্যেই পোস্ট টা করা।। জব হলেও কিছু না,, না হলেও কিছু না, স্রষ্টা সহায়।। খালি মনে মনে বলতেছিলাম স্যার এত এত পজেটিভ ওয়ার্ড বললাম তা দেখলেন না অথচ 'সমস্যা' ওয়ার্ড টাকে পজিটিভলি ইউজ করার পরেও ধইরা বাইন্দা মুরগী ছোলা করে দিলেন।। আপনে তো তাইলে আপনারই দেয়া ঐ সরকারী কর্মকর্তার মত হয়ে গেলেন।। যাই হোক সবার জন্য শুভকামনা।। আপনাদের একটা কথা বলি কেন জানি আমার একটুও না মন খারাপ লাগতেছে না জব টা এত কাছে এসেও হাতছাড়া হয়ে যেতে পারে এটা ভেবেও না,, স্রস্টা সহায়।। সো এন্ড অফ এ প্রোলং জার্নি।। সব শেষে বের হওয়ার সময় জুনিয়র HR কিনা জানিনা, যিনি ইন্সট্রাক্ট করছিলেন বাইরে ঐ স্যার এর কথা বলছি আরকি ঐ স্যার একদম বেরিয়ে আসবার সময় বললেন আপনি অনিক দাস আমি বললাম জ্বী স্যার।। তারপর একবারে কোরিডোর ধরে বাইরে বেরিয়ে আসলাম।। ধন্যবাদ সবাইকে অনেক বকবক করে ফেললাম।। সকলের জন্য শুভকামনা ভালো থাকেন সবাই।। ও আরেকটা কথা আমার আগে একজনও সেইম ভাবেই 'সমস্যা' ওয়ার্ডটা ইউজ করছে বাট তাকে স্যার ধুয়ে দেয়নি।। সো চিল মুডে যান।। হেইল হ্যান্ডস
IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 04
ফাইনাল ইন্টারভিউ
সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম
MD স্যারকে সালাম দিলাম
স্যারঃ নাম কি
মাস্টার্স এর কি খবর
পরিবারে কে কে আছে
যেকোন জায়গায় পোস্টিং দিলে করবেন?
আচ্ছা এখন আসেন।
IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 05
#FINAL_VIVA
ঢুকে চেয়ারে বসে সবাইকে সালাম দিলাম। তারপর ল্যাপটপের মধ্যে ৫ জন ছিল, একজনই কথা শুরু করছে।
"আপনি সিফাত?
জি স্যার।
আপনার বাসা মিরপুর?
জি স্যার।
গ্রামের বাড়ি বরিশালে?
জি স্যার।
পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে?
জি স্যার।
আচ্ছা যান।
জি স্যার।"
IFIC Bank TSO Exam Final VIVA Questions
Examinee - 06
সবাই কমবেশি একটাই প্রশ্ন করে,কমেন্ট করে,মেজেছ করে.... ভাইবাতে কি কি জিজ্ঞেস করে।তাদের জন্য এই পোস্ট টা করা।নিচে যা যা প্রশ্ন দেওয়া হবে সেগুলা বাংলা বা ইংরেজিতে হয়ে থাকে/জিজ্ঞেস করে থাকে।
১)নিজের সম্পর্কে জানতে চাইবে (বাংলা বা ইংরেজিতে)
২)আপনার বিষয় কি বা কি নিয়ে পড়াশোনা করেছেন এবং এই সাবজেক্ট নিয়া ব্যাংকে আসতে চান কেনো?
৩)আগে কোথাও চাকুরির করেছেন,সেটি সম্পর্কে বলেন,যদি এখনো সেখানে থাকেন তাহলে সেটি ছেড়ে এইখানে আসতে চান কেনো?
৪) IFIC মানে কি?
৫) IFIC জব responsibility কি?
৬)one stop banking কি?
৭) কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর কে?
৮) ব্যাংকের সাথে NFI পার্থক্য কি?
৯) TSO/TAO/MTO মানে কি?
১০) ভাইভাতে কোন ধরনের সমস্যা গ্রহনযোগ্য না,যেকোনো কিছু করতেই হবে।
ঘুরেফিরে এইসবই জিজ্ঞেস করে।
ধন্যবাদ।