নিয়োগ প্রক্রিয়াঃ এখানে সর্বমোট ৫ টা পরিক্ষা হবে।
১. এমসিকিউ Test (click Here) [ কোভিড এর জন্য প্রথম ধাপটি Skip করা হচ্ছে ]
২. ইনিসিয়াল ভাইভা
৩. লিখিত (click Here)
৪. কম্পিউটার টেস্ট (click Here)
৫. ফাইনাল ভাইভা (click Here)
IFIC Bank TSO Initial VIVA Experience - 01
Initial Interview ExperienceViva date : 07/09/2021
Duration : 2-3 minutes
Sir: Tell me about yourself.
Me: Answered
Sir: আপনি তো আপনার ট্রাকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি Research এর সাথে জড়িত এবং আপনার লেখাও ছাপানো হচ্ছে। তাহলে কেনো ব্যাংকে আসতে চান?
Me: Answered.
Sir: আপনার তো মাস্টার্স রানিং। তাহলে কিভাবে সব মেনেজ করবেন?
Me: Answered
Sir: Madam আপনার কি কোনো প্রশ্ন আছে ম্যাম?
Medam: ম্যাম বললেন না।
Sir: Okay Akash Saheb. Thanks for Your Journey.
Me: Thank you Sir.
IFIC Bank TSO Initial VIVA Experience - 02
Initial Interview ExperienceViva date : 08/09/2021
Duration : 2-3 minutes
Sir: Tell me about yourself without education background.
Me: Answered
Sir: tell me full meaning of IFIC
Me: International Finance investment Commerce and Bank Limited.
Sir: আমি ত Bank ask করি নাই, Just IFIC বলেছি।
Me: Sorry Sir, IFIC means - International Finance Investment Commerce
Sir: বর্তমান ব্যাংক রেট কত?
Me: 4% sir
Ma'am: আইন পড়ে ব্যাংকে এপ্লাই করেছেন কেন?
Me: গুছিয়ে বলার চেষ্টা করেছি।
Ma'am: Okay, Mr. Mahmud. Mail cheek koriyen.
Sir: You may leave now.
Me: Thank you Sir's and Ma'am bole leave niyechilam.
IFIC Bank TSO Initial VIVA Experience - 03
Initial Viva ExperienceDate -08-09-21
Time -.3.00 pm-5.00 pm
৩ টা থেকে জুমে ঢুকে বসে ছিলাম।। দুবার কানেক্ট হয়ে কেটে গেছে ৩য় বার কানেক্ট হয়ছিল। ৩.২৫ এর দিকে কানেক্ট হয় ফাইনালি?? আস্ক করে আমার সিরিয়াল কত??
আমি ঃ আসসালামু আলাইকুম স্যার
sir : ওয়ালাইকুম আসসালাম। কি করছেন আপনি এখন??
আমি ঃ Sir আমি এখন এমসি করতেছি।।
sir : কোথায়??
আমি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীন ঢাকা কলেজ sir
Sir : কোন সাবজেক্ট??
আমি ঃ জুওলজি sir
Sir : ভাই জুওলজি থেকে পড়ে ব্যাংকে কেন আসতে চান ভাই??
আমি ঃ Sir আসলে আমার আব্বুর খুব সখ আমি ব্যাংকার হই।। আর তাছাড়া ব্যাংক জব টা আমার ও বেশ ভাল লাগে
Sir : এত সখ কেন ভাই?
আমি ঃ Sir জানি না তবে ব্যাংক জব টাকে আমার কাছে খুব ডিসেন্ট মনে হয়
Sir : Bank এর কাজ কী?
আমি ঃ sir বানিজ্যিক bank সাধারণত গ্রাহক দের ঋন সেবা দেবার মাধ্যমে মুনাফা অর্জন করে
sir : bank কোথায় টাকা পায়?
আমি ঃ আমানত থেকে
sir: আর?
Ami : প্রয়োজনে বাংলাদেশ bank commercial bank গুলোকে ঋন দিয়ে সহায়তা করে স্যার
Sir ঃ কোন Bank এ এপ্লাই করছেন??
আমি ঃ IFIC sir
Sir: Full meaning ki??
আমি ঃ International Finance investment and Corporation,,, Sorry sir . international Finance investment and Commerce bank limited sir
Sir : IFIC bank এর একটি প্রোডাক্ট নাম বলেন তো
আমি ঃ Banking service, Investment banking, Corporate banking
sir : মনে করেন আপনাকে ১ কোটি টাকা দেওয়া হলো আর IFIC bank job দেওয়ক হলো আপনি কোনটা নিবেন??
আমি : Bank জব করার সপ্ন টা আমি অনেক দিন ধরে লালন করছি।। তাই আমি ব্যাংক জব কেই প্রেফার করবো
Sir : ১ কোটি টাকা পাইলে ও
আমি ঃ sir আমি আসলে কখনো ভাবি নি ১ কোটি টাকা পেলে কি করবো
Sir : ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান??
আমি ঃ একজন ভাল ব্যাংকার হিসেবে sir
Sir: কোন কোন bank এ এপ্লাই করছেন??
আমি ঃ আমি আর কোন কোন bank এ এপ্লাই করেছি??
Sir: হুম
আমি ঃ সত্য বলতে আমি প্রাইভেট bank গুলোর মধ্যে শুধু আই এফ আই সি তেই এপ্লাই করছি। কেন জানি আমার IFIC bank এর প্রতি একটা ভাল লাগা কাজ করে।। তাছাড়া আমি সব সরকারী bank এ এপ্লাই করছি।। বাংলাদেশ bank এ এপ্লাই করছি আর অনান্য কম্বাইন্ড bank circular এ এপ্লাই করছি
sir : বাংলাদেশ bank আর IFIC bank এ জব হলে আপনি কোনটা করবেন??
আমি ঃ বাংলাদেশ bank এ sir
sir : okay
আমি ঃ আসসালামু আলাইকুম
আর কিছু বলছিল নাকি এখন মনে পড়ছে না
IFIC Bank TSO Initial VIVA Experience - 04
#Initial_Viva_voce (IFIC Bank Limited)SL: 16 (Board 2)
Time: 11:05 am
Board Member:05
Host: আপনি Md. Belal Hossain?
Me: আসসালামু অলাইকুম। জ্বী Sir.
Host: আপনার Serial Number কত?
Me: 16 Sir!
Host: Introduced yourself except educational background?
Me:Answered(পুরা বলার আগেই থামিয়ে দেন)
Host: আপনার মাস্টর্স শেষ হয়েছে?
Me: Answered
Host: MS কোন সাবজেক্টে?
Me: Answered
Host: রেজাল্ট দিছে?
Me: Answered
Host:রেজাল্ট কত?
Me: Answered
Host: Board Chairman কে জিগ্যেস করলো কোনো প্রশ্ন করবে কিনা!
Board Chairman: আপনি যে পোস্টে( TSO) এপ্লাই করেছেন তার Job Responsibility কি?
Me: Answered
Board Chairman: আপনার সাবজেক্ট থেকে Bank এ আসতে চাচ্ছেন কেনো?
Me: Answered
Host: Thank you Belal Hossain.
Me: Welcome Sir!
IFIC Bank TSO Initial VIVA Experience - 05
#Initial_Viva_Experience of TSO :Time : 4:50pm
Board: 1
Your name is Sami, right?
Answered
How are you?
Answered
Tell me your serial number?
Answered
Tell me your self without your educational background?
Answered
আপনি তো একটা জব করছেন কর্পোরেটে, ব্যাংকে কেনো আসতে চান?
উত্তর দিলাম
আপনার সাবজেক্টের সাথে ব্যাংকের কাজ কিভাবে রিলেট করবেন?
উত্তর দিলাম।
আই এফ আই সি এর কিছু প্রোডাক্ট সম্পর্কে বলুন?
উত্তর দিলাম
কথা প্রসঙ্গে গ্রিন ব্যাংকিং উঠে এসেছিল। এটা নিয়ে কি কাজ করে আই এফ আই সি?
বলেছি। কিন্তু কিছুটা গোঁজামিল দিয়েছিলাম। স্যার হেসে দিয়েছেন উত্তর শুনে।
স্যার পরে বুঝিয়ে বলেন ডিটেইলস।
তার পর স্যার ম্যামকে বলেন আর কিছু জিজ্ঞেস করবেন। ম্যাম না বলায় স্যার বললো ঠিক আছে You may leave now.
Thanks দিয়ে বেরিয়ে গেলাম।
IFIC Bank TSO Initial VIVA Experience - 06
ইনিশিয়াল ভাইভা অভিজ্ঞতা২৬.০৮. ২০২১
সকাল ১১-১.০০ টা
বোর্ড ১
সিরিয়াল ৩৭
এলসি কি?এলসি কি কাজে লাগে
-লেটার অফ ক্রেডিট, ডিটেইলস বললাম
ব্যাংকের কাজ কি?
-আমানত সংগ্রহ ও ঋণ প্রদান (ডিটেইলস)
ব্যাংক কিভাবে লাভ করে?
-মূলত ঋণ প্রদান ও আমানত সংগ্রহ (ডিটেইলস)
TSO হিসেবে আপনার ভূমিকা কি হবে?
-ওয়ান স্টপ সার্ভিস প্রদান (ডিটেইলস)
এর আগে কোন ব্যাংকে ফাইনাল ভাইভা দিয়েছেন?
-না, এটাই প্রথম কোন ভাইভা দিয়েছি। এর আগে কোন জায়গায় এপ্লাই করিনি।
কোন কোন ব্যাংকে এপ্লাই করেছেন?
-ট্রাস্ট, ইউসিবি, ব্র্যাক
সরকারি নাকি বেসরকারি ব্যাংক কোন চাকরি প্রেফার করবেন? কেন?
-বেসরকারি, স্কিলস এন্ড ম্যানেজমেন্ট
একই র্যাংকে সরকারি ও বেসরকারি ব্যাংকে জব পেলে কোথায় জয়েন করবেন? কেন?
- ম্যানেজমেন্ট স্কিল এর মাধ্যমে দ্রুত প্রোমোশনের সুযোগ
কখনো সোনালী ব্যাংকের কোন ব্রাঞ্চ ভিজিট করেছেন? তাদের কাজের প্রেসার কেমন দেখেছেন?
-জ্বি, প্রেশার থাকলেও স্কিল ম্যানেজমেন্ট এবং লার্নিং এর সুযোগ কম
কেন IFIC তে যোগ দিতে চান?
- লিডিং ব্যাংক উইথ আ স্কিলড ম্যানেজমেন্ট