You can join our site as an author see more.. Join Now !

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় পাশ করার জন্য বাছাকৃত কিছু প্রশ্ন - এম সি কিউ


এটি সম্পূর্ন পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন । এই পোষ্টের শেষে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে ।

মেকানিজম অব অটোমােবাইলস ইন সিম্পল টার্মস
১। কুলিং ফ্যানের কাজ কী ?
    ক। রেডিয়েটরের পানিকে ঠাণ্ডা করা
    খ। ইঞ্জিন অয়েলকে ঠাণ্ডা করা।
    গ। ব্রেক অয়েলকে ঠাণ্ডা করা
    ঘ। ব্যাটারীকে ঠাণ্ডা করা

২। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?
    ক। ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা
    খ। গিয়ার বক্সের কার্যকারী তাপমাত্রা
    গ। রেডিয়েটরের কর্যকরী তাপমাত্রা
    ঘ। গাড়ির কার্যকারী তাপমাত্রা

৩। গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?
ক। গাড়িতে ব্রেক ওয়েল না থাকলে
খ। গিয়ার ওয়েল না থাকলে
গ। প্রয়ােজনীয় জ্বালানী না থাকলে
ঘ। ক্ল্যাস ওয়েল না থাকলে

৪। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?
ক। ব্রেক ফেল
খ। ইঞ্জিন ওভারহিট
গ। কালাে ধােয়া
ঘ। বিকট আওয়াজ

৫। ক্লাচের কাজ কি?
ক) গাড়ির গতি কম ও বেশী করা
খ) ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযােগ করা ও বিচ্ছিন্ন করা
গ) গাড়িকে নিউট্রাল করা
ঘ) উপরের সবগুলি

৬। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণউত্তর
ক) কুলিং ফ্যান কাজ না করলে
খ) রেডিয়টরে পানি ও মবিল না থাকলে বা কম থাকলে
গ) উপরের সবগুলি

৭। এয়ার ক্লিনারের কাজউত্তর :
ক) ইঞ্জিনকে ঠাণ্ডা করা।
খ) বাতাস ও পেট্রোল এর মিশ্রণ তৈরী করা
গ) বাতাস পরিষ্কার করা।
ঘ) ইঞ্জিন চালু করতে সহায়তা করা

৮। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?
ক) চাকার এলাইনমেন্ট সঠিক না থাকিলে
খ) চাকার হাওয়া কম বা বেশী থাকিলে
গ) অতিরিক্ত মালামাল বহন করিলে
ঘ) উপরের সবগুলাে

৯। মবিলের কাজ কি ?
ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা
খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রােধ করে।
গ) ইঞ্জিন আংশিক ঠাণ্ডা রাখে
ঘ) উপরের সবগুলাে

১০। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি

১১। সাইলেন্সারের কাজ কি?
ক) শব্দকে নিয়ন্ত্রণ করা
খ) ধোঁয়া নির্গমন করা
গ) বায়ু দূষণমুক্ত করা
ঘ) ইঞ্জিনের গরম বাতাস বের করে

১২। ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?
ক) তৈল
খ) গ্যাস
গ) পানি
ঘ) ডিজেল

১৩। গিয়ার স্লিপ করার কারণ কি?
ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে
খ) ক্লাচ ঠিক মতাে কাজ না করলে
গ) গিয়ার ভালাে ভাবে সংযােগ না হলে
ঘ) উপরের সবগুলাে

১৪। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েলা সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
ক) এয়ার লক।
খ) ডেপার লক
গ) অটো লক
ঘ) এন্টি লক

১৫। স্পার্ক প্লাগ কোথায় থাকে?
ক) ডিজেল ইঞ্জিনের ব্লকে
খ) পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে
গ) কার্বুরেটরের ভেতরে
ঘ) ডিস্ট্রিবিউটরের মধ্যে

১৬। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে
ক) এয়ার ক্লিানার
খ) স্পার্ক প্লাগ
গ) কার্বুরেটর
ঘ) মিক্সার

১৭। রেডিয়েটরের কাজ কি?
ক) পানি ঠাণ্ডা করা
খ) রেডিও চালনা
গ) জয়েন্ট পাটর্স
ঘ) কোনটি নয়

চালকের দায়িত্ব ও কর্তব্য
১। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করনীয় কী ?
ক। গাড়ি চালিয়ে যেতে হবে
 খ। সুবিধামতাে স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে
গ। গাড়ি ব্রেক করতে হবে
ঘ। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

২। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানাের সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?
ক। এয়ার ফিল্টার
vখ। ইঞ্জিন ওয়েল ফিল্টার
গ। গিয়ার ওয়েল ফিল্টার
ঘ। ফুয়েল ফিল্টার

৩। ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানাের পর বদল করা উচিত ?
ক) ২,৫০০ কিঃ মিঃ
খ) ৪,০০০ কিঃ মিঃ
গ) ৮,০০০ কিঃ মিঃ
ঘ) প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মােতাবেক নির্দিষ্ট মাইল/কিলােমিটার চলার পর

৪। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে ?
ক। নদীর পানি ।
খ। মিনারেল ওয়াটার
গ। ডিস্টিল্ড ওয়াটার
ঘ। সাগরের পানি

৫। হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয় ?
ক। নির্ধারিত ফিউজ
খ। নির্ধারিত লাইন
গ। ইঞ্জিন ওয়েল
ঘ। সুইচ

৬। টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য
ক) তাৎক্ষনিকভাবে ব্রেক প্রয়ােগ করুন
vখ) এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত ষ্টিয়ারিং ধরে রাখা
গ) গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন
ঘ) গাড়ি এক পার্শ্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন

৭। লুব ওয়েল কোথায় দিতে হয়?
ক) হেড কভারে
খ) ব্যাক কভারে
গ) জয়েন্ট পাটর্স
ঘ) ফুয়েল গেজে

৮। ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
ক) কার্বুরেটরে
খ) রেডিয়েটারে
গ) ব্যাটারিতে
ঘ) ইয়ার ক্লিনারে

৯। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই
ক) ব্রেক পেডেল চাপ দিতে হবে
খ) ক্লাচ পেডেল চাপ দিতে হবে।
গ) এক্সিলেটর পেডেল চাপ দিতে হবে
ঘ) গাড়ির গতি কমাতে হবে

রােড কোড ও রােড সাইন
১। বাধ্যতামূলক না বােধক চিহ্ন থাকে ?
ক) লাল বৃত্তে
খ) নীল ত্রিভূজে
গ) চতুর্ভুজের মধ্যে।
ঘ) নীল বৃত্তে

২। রাস্তায় আলােক সংকেত যেভাবে আসে তা হলাে?
ক) হলুদ-সবুজ-লাল
খ) লাল-হলুদ-সবুজ
গ) লাল-সবুজ-হলুদ
ঘ) সবুজ-লাল-হলুদ

৩। লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর ৫০ কিঃ মিঃ লেখা থাকিলে বুঝায়?
ক) সর্বনিম্ন গতি সীমা ৫০ কিঃ মিঃ
খ) সর্বোচ্চ গতি সীমা ৫০ কিঃ মিঃ
গ) রাস্তা ৫০ কিঃ মিঃ লম্বা
ঘ) রাস্তা ৫০ কিঃ মিঃ দূরে বাঁক।

৪। রােড সাইনকে কোন তিন ভাগে ভাগ করা হয়?
ক) লাল, হলুদ, সবুজ
খ) রােড মার্কিং, সিগন্যাল এবং ট্রাফিক সাইন।
গ) সতর্কতামূলক, বাধ্যতামূলক, রােড মার্কিং
(ঘ) সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক

৫। অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দ্বায়িত্ব কি?
ক) ধীর গতিতে গাড়ী চালাবে।
খ) ট্রেন আসার পূর্ব মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে।
গ) প্রতিবন্ধক না থাকলে অগ্রসর হবে।
ঘ) গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে

৬। রাস্তার মাঝখানে অখন্ডিত একটি সাদা দাগ থাকিলে কি করণীয়?
ক) ওভার টেক করা যাবে।
খ) ওভার টেক করা যাবে না
গ) গাড়ির গতি কমাতে হবে।
ঘ) গাড়ির গতি বাড়াতে হবে

 ৭. এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?
ক) শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য
খ) সাইকেল চলাচল নিষেধ
গ) মােটরসাইকেল চলাচল নিষেধ
ঘ) শুধুমাত্র মােটরসাইকেল চলাচলের জন্য

৮। ফোরহুইলাড্রাইভ কোথায় প্রয়ােগ করতে হয় ?
ক) ভালাে রাস্তায়
খ) পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায়
গ) আঁকা বাঁকা রাস্তায়
ঘ) নিচু রাস্তায়

৯। লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার।
গ) ৫ প্রকার
ঘ) ২ প্রকার



২৪। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?
ক) ৩ প্রকার
গ) ৫ প্রকার
খ) ৪ প্রকার
ঘ) ২ প্রকার

২৫। সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?

  • ক) রাস্তার দিক/দুরুত্বের তথ্য প্রদান করে
  • vখ) সাধারণ তথ্য প্রদান করে 
  • গ) বাধ্যতামূলক তথ্য প্রদান করে।
  • ঘ) সতর্কতামূলক তথ্য প্রদান করে

২৬। গাড়ি চালানাে অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে
ক। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে হবে
vখ। থামার জন্য প্রস্তুতি নিতে হবে।
গ। গাড়ির ষ্টার্ট বন্ধ করতে দিতে হবে
ঘ। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

ট্রাফিক রুলস ও রেগুলেশন
১। ড্রাইভিং লাইসেন্সের ধরন
ক) পেশাদার
গ) পেশাদার এবং অপেশাদার
খ) অপেশাদার
ঘ) কোনটি নয়

২। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
ক) ২৪ বছর
খ) ২৫ বছর
গ) ২০ বছর
ঘ) ১৮ বছর

৩। কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ?
ক) গােল চক্করে
গ) ইউ টার্নের নিকট
খ) অন্ধ বাঁকে
ঘ) হাসপাতাল

৪। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেড লাইট জ্বালাইতে হয় কেন ?
ক) রাস্তা দেখিবার জন্য
খ) গাড়ির অবস্থান বুঝানাের জন্য
গ) ডানে মােড় নিবার জন্য
ঘ) ওভারটেক করার জন্য

৫। বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিৎ ?
ক) ৫০ কিঃ মিঃ/ঘন্টা
খ) ১৫ কিঃ মিঃ/ঘন্টা
গ) ৪৫ কিঃ মিঃ/ঘন্টা
ঘ) ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা

৬। মােটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন ?
ক) ট্রাফিক পুলিশ, পুলিশ সার্জেন্ট, আনসার ও সেনাবাহিনীর সদস্য
খ) পুলিশ সার্জেন্ট, আনসার ও বিআরটিএ'র কমকর্তা
গ) পােষাক পরিহিত সর্বনিম্ন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটিএ'র কর্মকর্তা, মােবাইল কোর্ট
ঘ) মােবাইল কোর্ট, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য

৭। যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা ?
ক। ১০০ টাকা পর্যন্ত
খ। ২০০ টাকা পর্যন্ত
গ। ৩০০ টাকা পর্যন্ত
ঘ। ৪০০ টাকা পর্যন্ত

৮। চলন্ত অবস্থায় গাড়ি থেকে অত্যাধিক ধোয়া নির্গত হলে কত টাকা জরিমানা ?
ক। ১০০ টাকা পর্যন্ত
vখ। ২০০ টাকা পর্যন্ত
গ। ৩০০ টাকা পর্যন্ত
ঘ। ৪০০ টাকা পর্যন্ত

৯। নিষিদ্ধ হর্ণ কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগালে ও ব্যবহার করলে কত টাকা জরিমানা ?
ক। ১০০ টাকা পর্যন্ত
খ। ২০০ টাকা পর্যন্ত
গ। ৩০০ টাকা পর্যন্ত
ঘ। ৪০০ টাকা পর্যন্ত

১০। অননুমােদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনা করলে কত টাকা জরিমানা ?
ক। ৫০০ টাকা পর্যন্ত
খ। ১০০০ টাকা পর্যন্ত
গ। ২০০০ টাকা পর্যন্ত
ঘ। ৩০০০ টাকা পর্যন্ত

১১। প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা ?
ক। ৫০০ টাকা পর্যন্ত
খ। ১০০০ টাকা পর্যন্ত
গ। ২০০০ টাকা পর্যন্ত
ঘ। ৩০০০ টাকা পর্যন্ত

১২। ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?
ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা
গ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা
vখ) ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা
ঘ) ১,৫০০ টাকা পর্যন্ত জরিমানা

১৩। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
ক) ২৪ বছর।
খ) ২৫ বছর
গ) ২০ বছর
ঘ) ১৮ বছর

১৪। শুকনা পাকা রাস্তায় ৫০ কিলােমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব
ক) ২৫ মিটার
খ) ৩৫ মিটার
গ) ৫০ মিটার
ঘ) ২৫ গজ

১৫। একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?
ক) ০৫ ঘন্টা
খ) ১০ ঘন্টা
গ) ১২ ঘন্টা
ঘ) ৭ ঘন্টা

১৬। গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি?
ক) নিকটস্থ থানায় খবর দেওয়া।
গ) পালিয়ে যাওয়া
খ) দুর্ঘটনা কবলিত গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া
ঘ) আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা

১৭। রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর (লুকিং গ্লাস) প্রতি মিনিটে কত বার দেখা উচিৎ?
ক) ৮ বার।
vখ) ৬ বার।
গ) ১০ বার
ঘ) ৩ বার

১৮। মােটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি ?
ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা
খ) ৪০০ টাকা পর্যন্ত জরিমানা
গ) ৩৫০ টাকা পর্যন্ত জরিমানা
ঘ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা

১৯। রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখােমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলাে কি করা উচিত?
ক) ডিম করা উচিত
খ) হাই করা উচিত।
গ) বন্ধ করা উচিত
ঘ) কোটিই না।

২০। প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হল -
ক) প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার দিয়ে স্বাভাবিক গতি বজায় রাখা
খ) ইন্ডিকেটর দিয়ে হর্ন বাজিয়ে নিজেই অগ্রাধিকার দিয়ে স্বাভাবিক গতি বজায় রাখা
গ) ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা
ঘ) যে কোন দিক দিয়ে হর্ন বাজিয়ে প্রবেশ করা যেতে পারে

২১। অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?
ক) ২৪ ও ২৬ বছর
খ) ২৫ ও ২৭ বছর
গ) ২০ ও ২২ বছর।
ঘ) ১৮ ও ২০ বছর

ইনস্যুরেন্স রিকোয়ারমেন্টস
১। মােটরযান আইনে বীমার প্রয়ােজনীয়তা কিসের জন্য?
(ক) প্রথমপক্ষের ঝুকির জন্য
V (খ) তৃতীয় পক্ষের ঝুকির জন্য
(গ) স্থানীয় কর্তৃপক্ষের ঝুকির জন্য
(ঘ) দ্বিতীয় পক্ষের ঝুকির জন্য

২। মােটরযানের বীমা (ইসুরেন্স) কোথায় করতে হয় ?
(ক) বিআরটিএ অফিসে
(খ) সংশ্লিষ্ট ব্যাংকে
(গ) গাড়ির শাে-রুমে।
(ঘ) সাধারণ বীমা কোম্পানিতে

৩। মােটরযানের বীমা (ইস্যুরেন্স) কোন ধরনের বীমার আওতাভুক্ত ?
(ক) সাধারন বীমা
(খ) জীবন বীমা।
(গ) মেয়াদী হিসাব বীমা
(ঘ) তিন কিস্তি বীমা

৪। মােটরযানের বীমার প্রয়ােজনীয়তা মােটরযান অধ্যাদেশে কোন ধারায় বর্ণিত আছে?
(ক) ১০৮ ধারায়
(খ) ১০৯ ধারায়
(গ) ১০৫ ধারায়
(ঘ) ১০২ ধারায়।

৫। অবীমাকৃত মােটরযান চালনা করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে ?
(ক) ২০০ টাকা পর্যন্ত
(খ) ২০০০ টাকা পর্যন্ত
(গ) ৩০০ টাকা পর্যন্ত
(ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৬। অবীমাকৃত গাড়ি চালনার শাস্তি বর্ণনা করা হয়েছে মােটরযান অধ্যাদেশ এর কত ধারায় ?
(ক) ১০০ ধারায়
(খ) ১০১ ধারায়।
(গ) ১০৫ ধারায়
(ঘ) ১৫৫ ধারায়

৭। দুর্ঘটনা ঘটার কত সময়ের মধ্যে বীমা কোম্পানীর নিকট ক্ষতিপূরণের আবেদন করতে
হবে?
(ক) ৬ মাস সময়ের মধ্যে
(খ) ৩ মাস সময়ের মধ্যে
(গ) ২ মাস সময়ের মধ্যে
(ঘ) ১ মাস সময়ের মধ্যে

৮। বীমাকৃত গাড়ির ফিটনেস/টোকেন এর মেয়াদ উত্তীর্ন হয়েছে এমতাবস্থায় দুর্ঘটনায় পতিত হলে বীমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কিনা ?
(ক) হ্যাঁ পাবে যদি বীমার মেয়াদ থাকে
(খ) পাবে না

৯। কম্প্রিহেনসিভ বীমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে ?
(ক) গাড়ি (গাড়ির ক্ষতি পূরণ)
(খ) পথচারী
(গ) ড্রাইভার
(ঘ) গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ই

১০। তৃতীয়পক্ষ বীমার ক্ষেত্রে ক্ষতিপূরন দেয়া হয় না -
(ক) গাড়ির
(খ) আহত ব্যক্তির
(গ) আহত যাত্রীর
(ঘ) আহত পথচারীর

১১। মােটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?
(ক) প্রথমপক্ষ
(খ) কম্প্রিহেনসিভ
(গ) তৃতীয়পক্ষ

১২। তৃতীয়পক্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে কে?
(ক) সরকার
(খ) গাড়ির মালিক
(গ) গাড়ি বিক্রেতা

১৩। ক্ষতিপূরণের জন্য দরখাস্ত করতে পারবেন -
(ক) যিনি নিজে আহত হয়েছেন বা যার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি
(খ) দুর্ঘটনার ফলে কোন ব্যক্তি মারা গেলে তার আইনানুগ উত্তরাধিকারী
(গ) উভয়ই প্রযােজ্য

ফাস্ট এইড
১। ফাষ্ট এইড কি ?
(ক) দ্রুত চিকিৎসা
(খ) দুর্ঘটনা চিকিৎসা
(গ) হাড় জোড়া চিকিৎসা
(ঘ) প্রাথমিক চিকিৎসা

২। ফাষ্ট এইড বাক্সে সাধারনত কি কি থাকে ?
(ক) অক্ৰিজেন সিলিন্ডার
(খ) সামান্য কিছু ঔষধ, এন্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ
(গ) স্ট্রেচার
(ঘ) অপারেশনের ইকুইপমেন্ট


PDF Download Link: https://cutt.ly/YENCnQ4



How to download ?
Find Out File Is Ready To Download and below it you will see Click To Download , as soon as you click on it. That will show 30 seconds time you have to wait till the specified time. Once the countdown is over, Download Now ! Button will be visible. By clicking on Download Now !, your desired file will be Downloaded directly from Google Drive.
Why is the download timer given ?
When you download a PDF file 📘 it may take some time before it is ready to download. Within 20 to 30 seconds the file becomes fully downloadable. Most of the download buttons on our site will take 30 seconds before you will not see the download button. It will be written Download Now! Once clicked, the file will start downloading directly from Google Drive.
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Advertisment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.