online-tutor

Bottom Notice

× Primary Teacher Exam Related Books And Suggestion - Click Here !

Top Ads

Bottom Notification

আপনি জানেন যে, সব বিশ্ববিদ্যালয় ভর্তি এখন অনলাইন ভিত্তিক। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো, আপনি জাবিতেও অনলাইনের মাধ্যমে ২০২০ সেশনের ভর্তির জন্য আবেদন করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,  ছাত্র ভর্তি জন্য আবেদন করতে পারেন, প্রবেশপত্র ডাউনলোড এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আসন পরিকল্পনা চেক করুন। 

জাবি ভর্তি লিঙ্ক ju-admission.org

আপনার যদি ইন্টারনেট সংযোগ থাকে তবে আপনি আপনার বাড়িতে বসেই ভর্তির জন্য আবেদন করতে পারেন। আপনি অনলাইন ভর্তি আবেদন পদ্ধতি জানেন না? তাহলে আপনি আমাদের দেয়া নির্দেশ অনুসরণ করতে পারেন।

আবেদনের জন্য তিনটি ধাপ আছে:

    আবেদনকারীর সঠিক তথ্য প্রদানের জন্য আপনাকে ‘বিল নম্বর’ সংগ্রহ করতে হবে।
    ডিবিবিএল ব্যবহার করে আপনাকে ফি দিতে হবে এবং ‘ট্রানজেকশন আইডি (txnid) সংগ্রহ করতে হবে অথবা আপনি বিকাশ দ্বারা অর্থ প্রদান করতে এবং txnid সংগ্রহ করতে পারেন।
    বিল নম্বর সংগ্রহ করার পর আপনাকে অবশ্যই ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং আবেদনকারীদের ছবি এবং সাইন আপলোড করতে হবে।তারপরে আপনাকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

নোট: আপনার লেনদেন আইডি / বিল নম্বর, পাসওয়ার্ড ফি দেয়ার পর ভুলবেন না। জাবি আপনাকে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দেবে। এটি সংরক্ষণ করুন, এটি প্রবেশপত্র ডাউনলোড করতে কাজে লাগবে।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য:

এসএসসি / এইচএসসি পাশের বছর

বোর্ড এর নাম 

রোল নাম্বার

রেজিস্ট্রেশন নম্বর

মোবাইল নং এবং

ইউনিট নাম নোট: আপনি বিভিন্ন ইউনিটের জন্য আপনার একটি মোবাইল নম্বরই ব্যবহার করতে পারেন তবে একই ইউনিট এর জন্য একই নম্বর ব্যবহার করতে পারবেন না। তবে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি জমার জন্য একই ডিবিবিএল / বিকাশ ব্যবহার করতে পারেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড ২০২০-২১

অনলাইন আবেদন শেষ হওয়ার পর জাবি কর্তৃপক্ষ জাবি ভর্তি নোটিশ ২০২০-২১ ঘোষণা করবে। প্রবেশপত্র ডাউনলোড করতে আপনি লগ ইন করতে বিল নম্বর এবং লেনদেন আইডি দিতে পারবেন। ওয়েবসাইটটিতে দুটি জিনিস আপলোড করা হবে:

    সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজ ছবি: ১ কপি (৩০০ × ৩০০ পিক্সেল)।
    আবেদনকারীদের সাইন ইন করুন: ৩০০ × ৮০ পিক্সেল এবং ৬০ কিলোবাইট।

এহুলোকে স্ক্যান করে জাবি ওয়েবসাইটে আপলোড করতে হবে।  এরপর প্রিন্টের উপর একটি ক্লিক করে প্রিন্ট করে নিন দুই কপি প্রবেশপত্র। একই ভাবে আপনি বাকি সব ইউনিটের প্রবেশপত্র পেতে পারেন।
জাবি ভর্তি পরিক্ষার আসন বিন্যাস এবং ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০-২১

    আপনি আপনার মোবাইল নম্বরটিতে একটি এসএমএস পাবেন যাতে পরীক্ষার কেন্দ্রের নাম, বিল্ডিং এর নাম এবং রুম নম্বর থাকবে।
    এটি জাবির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। আপনি চাইলে সেখানেও দেখতে পারেন।
    ফলাফল ওয়েবসাইটে এক দিনের মধ্যে প্রকাশিত হবে।আপনি তিন দিনের মধ্যে আপনার ফোনে একটি এসএমএস পাবেন যাতে ফলাফল উল্লেখ থাকবে। এটিও জাবি কতৃপক্ষ ই পাঠাবে।

আমরা আশা করি আপনি আমাদের জাবি ভর্তি পরীক্ষার তথ্য গুলোতে উপকৃত হয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। 

অনুষদ ও বিষয় পরিচিতি

ভর্তির পরীক্ষার আগে একটি ছাত্র নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা উচিত। কারণ ভর্তি প্রস্তুতি এক ধরনের। জেইউতে নয়টি ভর্তি ইউনিট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদ এবং তিনটি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ের কতগুলি বিষয় বা কতগুলি অনুষদ জানতে হবে। আপনি বিষয় এবং অনুষদ সম্পর্কে জানেন যখন আপনি আপনার পছন্দের বিষয় এবং অনুষদ ঠিক করতে হবে। আজ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয় ও অনুষদের তথ্য সংগ্রহ করি। তাই আরো ভূমিকা যাক শুরু করা যাক …

ইউনিট এ:  গণিত ও পদার্থ বিজ্ঞান অনুষদ

    গণিত বিভাগ
    পরিসংখ্যান বিভাগ
    রসায়ন বিভাগ
    পদার্থবিজ্ঞান বিভাগ
    ভূতাত্বিক বিজ্ঞান বিভাগ
    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
    পরিবেশ বিজ্ঞান বিভাগ

ইউনিট বি:  সামাজ বিজ্ঞান অনুষদ

    অর্থনীতি বিভাগ
    নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ
    নৃবিজ্ঞান বিভাগ
    ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
    সরকার ও রাজনীতি বিভাগ
    লোক প্রশাসন বিভাগ

ইউনিট সি:  কলা ও মানবিকী অনুষদ

    আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
    ইংরেজি বিভাগ
    ইতিহাস বিভাগ
    দর্শন বিভাগ
    নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
    প্রত্নতত্ত্ব বিভাগ
    বাংলা বিভাগ
    সাংবাদিকতা এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
    চারুকলা বিভাগ

 ইউনিট ডি:   জীববিজ্ঞান বিষয়ক অনুষদ

    উদ্ভিদবিজ্ঞান বিভাগ
    প্রাণিবিদ্যা বিভাগ
    ফার্মেসী বিভাগ
    প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
    মাইক্রোবায়োলজি বিভাগ
    বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
    পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ                                                             

 ইউনিট ই:   ব্যবসায় শিক্ষা অনুষদ

    ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
    মার্কেটিং বিভাগ
    একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ
    ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

 ইউনিট ফল:  আইন অনুষদ

    আইন ও বিচার বিভাগ

ইনস্টিটিউট

ইউনিট জি:  ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ইউনিট এইচঃ    ইনফরমেশন টেকনোলজি

ইউনিট আইঃ  বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট


Close

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Post Next Post

Sponsord


Author sign up !

Sponsord

Help:

FAQs:

How to download any file from this website ?

You can download all the files on our site. We usually share the link of Google Drive from here you can securely and very quickly collect any PDF or all other files. One more thing to keep in mind is that this site does not post any kind of fake download, so wherever you see PDF download or file download, remember that you can download your desired PDF or other files from that post. Each download button has a timer attached. Basically, it takes some time for the files to be ready, so the download timer is given. There may be some automatic download timers, in which case there is nothing to be afraid of when you see the timer. There will be no accident when the timer runs out. Wait there with some of your precious time.

এই ওয়েবসাইট থেকে যেকোনো ফাইল কিভাবে ডাউনলোড করবেন ?

অনেকে আছেন যারা অযথা কমেন্ট করে জিজ্ঞাসা করেন কিভাবে ডাউনলোড করব তাদের উদ্দেশে বলে দেয় আমাদের এই সাইটের সকল ফাইল আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন । আমরা সাধারণত গুগোল ড্রাইভ এর লিংক শেয়ার করে থাকি এখান থেকে আপনি নিরাপদ এবং খুব দ্রুত যেকোনো পিডিএফ বা অন্যান্য সকল ফাইল সংগ্রহ করতে পারবেন । আর একটি কথা বলে রাখা দরকার এই সাইটটি কোন প্রকার ফেইক ডাউনলোড পোস্ট করে থাকে না সুতরাং যেখানে দেখবেন পিডিএফ ডাউনলোড বা ফাইল ডাউনলোডের কথা বলা আছে মনে রাখবেন আপনি অবশ্যই সেই পোষ্টটি থেকে আপনার কাংখিত পিডিএফ বা অন্যান্য ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারবেন । প্রতিটি ডাউনলোড বাটনে একটি টাইমার সংযুক্ত করা আছে । মূলত ফাইল গুলো প্রস্তুত হতে বেশ কিছুটা সময় লাগে সেকারণে ডাউনলোড টাইমার দেওয়া হয় । কিছু কিছু স্বয়ংক্রিয় ডাউনলোড টাইমার থাকতে পারে, সেক্ষেত্রে টাইমার দেখলে ভয় পাবার কিছু নেই টাইমার শেষ হলে কোন দুর্ঘটনা ঘটবে না আপনার মুল্যবান সময়ের কিছুটা দিয়ে সেখানে অপেক্ষা করুন টাইমার পুরোপুরি শেষ হলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ।

Author sign up !

যারা বিভিন্ন বিষয়ের উপর লিখতে পছন্দ করেন এবং আপনার লিখিত সৃষ্টিকর্ম প্রকাশ করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটের একজন লেখক হিসেবে বিনামূল্যে যোগদান করতে পারেন । লেখক হিসেবে যোগদান করে আপনার লেখাগুলো এই ওয়েবসাইটে পোস্ট করুন । Author sign up !