Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

Bangladesh Railway Exam Assistant Station Master Previous Question

Solution of last year's examination question for the post of Assistant Station Master of Bangladesh Railway

১) মিশ্র বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করুন।
মিশ্র বাক্য: যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান।
উত্তর: সরল বাক্য: মাংসভোজী পশু অত্যন্ত বলবান।

২) আকস্মিক এর বিপরীত শব্দ কি?
উত্তর: চিরন্তন।

৩) ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উত্তর: ক+ষ।

৪) কোন বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয়না?
উত্তর: ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনো ণ হয় না।

৫) যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সব শব্দে কি ব্যবহৃত হয়?
উত্তর: সেগুলোর শেষে ‘ত্রী’ হয়।

৬) আমি আজ জ্বর জ্বর বোধ করছি- এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে?
উত্তর: সামান্য।

৭) ’খাসখবর’ শব্দটিতে কি অর্থে ’খাস’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
উত্তর: বিশেষ।

৮) ’আপন ভালো পাগলও বোঝে’-এখানে ভালো কোন পদ?
উত্তর: বিশেষ্য।

৯) শনশন বায়ু বয় – বাক্যটিতে ‘শনশন’ শব্দটি কোন জাতীয় অব্যয়?
উত্তর: অনুকার অব্যয়।

১০) সাতাশ হত যদি একশো সাতাশ— এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
উত্তর: নিত্যবৃত্ত অতীত।

১১) To the Pure, all Things are Pure- বাংলায় অনুবাদ করুন।
উত্তর: আপনি ভাল তো জগৎ ভাল।

১২) Write the opposite gender of the following: Drake, Bee
উত্তর: Duck, Drone.

১৩) Write the Adjective and Adverb of the following noun; Obligation.
উত্তর: Adjective = obligated or obliged. Adverb = obligatorily.

১৪) Write the synonyms of the word ‘Instigate’
উত্তর: Initiate.

১৫) The boy reads a book. What kind of verb ‘reads’ in the sentence is?
উত্তর: Transitive verb.

১৬) Write the antonym of the word ‘satiety’?
উত্তর: Hunger

১৭) What is the meaning of ‘Soft Soap’?
উত্তর: Use flattery in order to persuade (তোষামুদে)

১৮) ‘The news will shock you’ make it passive.
উত্তর: You will be shocked by the news.

১৯) Make it positive – Zakir is the most brilliant of all student in the class.
উত্তর: No other student is so brilliant as Zakir in the class.

২০) Make the sentence simple- He is poor but he is honest.  
উত্তর: In spite of his poverty he is honest.

২১) Every mother loves her child- make it negative.
উত্তর: There is no mother but loves her child.

২২) Fill in the blank: I don’t feel __ Rahman. All his problem are entirely his creation.
উত্তর: For

২৩) Correct the sentence: Of all the man I’ve ever met, he is the rudest.
উত্তর: To all of the men I have ever met, he is the rudest.

২৪) Make the sentence indirect: He said to them, “Friends, help me”.
উত্তর: He requested to them help him.

২৫) Translate into English: ঠিক মধ্যরাতে দরজায় মৃদু টোকা পড়ল।
উত্তর: Someone Knocked on the door just middle in the night.

২৬) একজন দোকানদার ১২ দিনে ৫০০ টাকা আয় করল। তার প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে অবশিষ্ট দিনগুলির গড় আয় কত?
উত্তর: ৪২.৫ টাকা।

২৭) একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
উত্তর: ৪৮ টাকা।

২৮) ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি. ট্রেনটি ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
উত্তর: ৩০০ মিটার।

২৯) ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?
উত্তর: ৫৬ কিলোগ্রাম।

৩০) সম্পুর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পুর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
উত্তর: ১ ঘণ্টা ১৫ মিনিট।

৩১) 3x+4–9.3x+1/3x+2 এর মান কত?
উত্তর: 6

৩২) 2x+3y/3x+2y = 5/6 হলে x:y = কত?
উত্তর: 8:3

৩৩) x2+2xy-2yz-z2 এর উৎপাদকে বিশ্লেষণ কর।
উত্তর: (x-z) (x+z+2y)

৩৪) 5+8+11+14+….. এই ধারার কততম পদ ৩২০?
উত্তর: ১০৬ তম পদ।

৩৫) দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩:২ হলে বৃত্ত দু্ইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
উত্তর: ৯:৪

৩৬) দুইজন লোক একটি বিন্দু থেকে যাত্রা করে বিপরীত দিকে ৪ মিটার গিয়ে বামে ঘুরে আরো ৩ মিটার গেলেন তাদের মধ্যে এখন দূরত্ব কত?
উত্তর: ১০ মিটার।

৩৭) একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬ ডিগ্রী হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
উত্তর: ৪২ ডিগ্রী।

৩৮) একটি ফুটবল টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহন করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে কতটি খেলা পরিচালনা করতে হবে?
উত্তর: ১৫ টি।

৩৯) একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গসেমি?
উত্তর: ২৫ বর্গ.সেমি

৪০) x+1/x=2 হলে x/x2+x-1 এর মান কত?
উত্তর: 1

৪১) পাখি পালন বিদ্যাকে ইংরেজিতে কি বলে?
উত্তর: এভিকালচার [Aviculture]

৪২) মাশরুমে কোন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায়না?
উত্তর: মাসকারিন

৪৩) সমুদ্রের গভীরতা নির্নায়ক যন্ত্রের নাম কি?
উত্তর: ফ্যাদোমিটার

৪৪) সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম কি?
উত্তর: আলোক শক্তি

৪৫) পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
উত্তর: ফিশন

৪৬)  ড্রাই আইস তৈরীতে কি ব্যবহার করা হয়?
উত্তর: কার্বন ডাই অক্সাইড [CO2]

৪৭) সিমেন্ট তৈরির অন্যতম প্রধান উপাদান কি?
উত্তর: জিপসাম

৪৮) সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ কত?
উত্তর: ১০ নিউটন [10N]

৪৯) আদ্রতা ৯০% বলতে কি বুঝায়?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%

৫০) অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করতে কোন উপাদান প্রয়োগ করা হয় কেন?
উত্তর: জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করা সম্ভব হয়।

৫১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে

৫২) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত- উক্তিটি কার?
উত্তর: প্রমথ চেীধুরীর

৫৩) মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?
উত্তর: ফয়েজ আহমদকে

৫৪) উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যাওয়ার কারণ কি?
উত্তর: কারণ ঐ উচ্চতায় বায়ুর চাপ কম

৫৫) জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে?
উত্তর: জেনোফেন

৫৬) সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী?
উত্তর: বায়ু প্রবাহ

৫৭) ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
উত্তর: জিব্রাল্টার প্রণালী

৫৮) পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর: তাইওয়ান

৫৯) নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
উত্তর: মাওরি

৬০) ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালের ১লা ফেব্রুয়ারি কি বার ছিল?
উত্তর: রবিবার

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.