পূর্বের ওয়েবসাইট ডিজাইন পার্ট - ০১ ও পার্ট -০২ এর মাধ্যমে দেখানো হয়েছে ওয়েবসাইট ডিজাইন কাকে বলে কিভাবে একটি ওয়েবসাইট বিনামূল্যে তৈরি করবেন । আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কোন পার্ট স্কিপ করে যাবেন না, যদি কোন একটি পাঠ করেন তবে আপনি পুরোপুরি ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন না অথবা ওয়েবডিজাইন পুরোপুরি শিখতে পারবেন না । তাই পূর্বের কোন পার্ট যদি না করে থাকেন তবে প্রথমে সেই পার্টি সম্পন্ন করে আসুন । কারণ শুরুতে বেশি আলোচনা করলেও ধীরে ধীরে অ্যাডভান্স কাজগুলো নিয়ে কথা বলবো তাই আপনি যদি বেসিক বিষয়গুলো ভালো করে না বুঝেন তবে অ্যাডভান্স কাজগুলো কখনোই করতে পারবেন না ।
যেমন বর্ণমালা না শিখে আপনি কখনোই একটি বাক্য তৈরি করতে পারবেন না ঠিক একইভাবে ওয়েব ডিজাইন এর বেসিক না শিখলে আপনি কখনোই অ্যাডভান্স কাজ বুঝতে পারবেন না ।
ওয়েব ডিজাইন সম্পূর্ণ বাংলা এই অনুশীলনের মাধ্যমে কি করে খুব সহজে একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেটি ডিজাইন করে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন এটি সম্পূর্ণ ধারণা আপনাকে দিয়ে দেয়া হবে এবং প্রয়োগ করে দেখানো হবে যাতে আপনার শিখতে কোন সমস্যা না হয় ।
কত কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসা যাক । এই অধ্যায়টি থেকে কি কি শিখতে পারবেন চলুন প্রথমে সেটি দেখে নেয়া যাক -
যেহেতু ব্লগার নেয়া কথা বলা হয়েছিল এবং কিভাবে একটি নতুন ওয়েবসাইট বিনামূল্যে বানানো যায় ব্লগার ব্যবহার করে সেটিও দেখানো হয়েছিল তাই প্রথমে ব্লগার ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট বানাবেন এ বিষয়টি সম্পূর্ণ শেখানো হয়ে গেলে পরে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাবেন সে বিষয়ে যাব ।
আজকের অধ্যায়ন -
- ব্লগার লে আউট বা ডাসবোর্ড পরিচিতি
- ব্লগার টেম্পলেট পরিচিতি
- ব্লগার টেমপ্লেট এর মধ্যে কি ধরনের কোড থাকে
- কিভাবে ব্লগার টেমপ্লেট নিজের মতো করে সাজাবেন
- কিভাবে প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট পাবেন
- ব্লগার টেমপ্লেট এর ফুটার ক্রেডিট সেকশন কিভাবে এডিট করবেন
ব্লগার লে-আউট বা ডাসবোর্ড পরিচিতিঃ
ওয়াডপ্রেস অথবা ব্লগার যে CMS (Content Management System) প্ল্যাটফর্ম ব্যবহার করুন না কেন আপনাকে অবশ্যই একটি ড্যাশবোর্ড দেয়া হবে । যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের পোস্ট নিয়ন্ত্রণ করা ওয়েবসাইট কাস্টমাইজেশন করা ওয়েবসাইট এর থিম পরিবর্তন করা ইত্যাদি কাজগুলো করতে পারবেন । ধরে নিতে পারেন এটি আপনার ওয়েবসাইটের ইন্টার্নাল একটি অংশ যেটি সাধারণ ভিজিটরগন কখনোই দেখতে পারবেনা । সাধারণ ভিজিটরগন যেটি দেখতে পারবে সেটি হলো আপনার ওয়েবসাইটের এক্সটার্নাল বা বাহিক অংশ । যেহেতু ব্লগার সাইট নিয়ে কথা বলা হচ্ছে তাই ব্লগারের সম্পর্কে প্রথমে দেখানো হবে পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ও পরিচিতি নিয়ে আলোচনা করা হবে ।
- Post - আপনি নতুন কোনো পোস্ট লিখতে চাইলে এই পোস্টমাডাম এর উপর ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে যেখানে আপনি আপনার আর্টিকেলটি লিখতে পারবেন ।
- Stats - এখানে আপনার ব্লগের ভিজিটর গুলো দেখাবে ।
- Comments - আপনার সাইটে ভিজিটর কমেন্ট করলে সেটাই কমেন্ট অপশন দেখাবে ।
- Earnings - আপনার ওয়েবসাইটটি এডসেন্স এর সাথে কানেক্ট করার জন্য এবং সরাসরি এডসেন্স একাউন্টে প্রবেশের জন্য এই অপশনটিতে প্রবেশ করতে হবে ।
- Pages - আপনার ওয়েবসাইটের অধীনে ভিন্ন ভিন্ন পেজ তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারবেন ।
- Layouts - ওয়েবসাইটের থিমটি কিভাবে ম্যানেজ করবেন সেটি লেআউট নির্ধারণ করে দেয় । অর্থাৎ আপনার সাইটের বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে সাজানোর জন্য এ অপশনটি ব্যবহার করা হয় ।
- Theme - অপশন দিতে গিয়ে আপনার পছন্দমত থিম নির্বাচন করতে পারবেন কাস্টমাইজ থিম আপলোড করতে পারবেন ।
- Settings - সেটিং অপশনে আরো বেশ কিছু বিষয় বস্তু সংযোজন করা আছে যেগুলো নিয়ন্ত্রণ করে আপনার সাইটটি আরও একটু স্বতঃস্ফূর্তভাবে পারবেন ।
- Reading List - ব্লগারের অফিশিয়াল কনটেন্ট গুলো এখানে থাকবে
- View blog - এ অপশনটি ছাপ দিলে আপনার ওয়েবসাইটের একটা ভিউ দেখতে পারবেন বা আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ।