Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !

ই-কমার্স সাইট তৈরি করবো কিভাবে এবং সর্বনিম্ন কত টাকায় একটি ই-কমার্স সাইট তৈরি করা যাবে !

The cost of creating an e-commerce site

নির্ভর করে হোস্টিং এবং সিএমএস এর উপর । আপনি যদি একেবারে কম দামি সেয়ার্ড হোস্টিং আর ফ্রি থিম দিয়ে ইকমার্স বানান তবে আপনার সর্বনিম্ন ৩০০০ টাকা খরচ হতে পারে । একটি ই-কমার্স সাইট দাঁড় করাতে কী কী প্রয়োজন অথবা ই কমার্স বিজনেস শুরু করতে সর্বনিম্ন কত টাকা প্রয়োজন ? এটি নতুন বিজনেস শুরু করতে যাওয়া প্রত্যেক উদ্যোক্তার আগ্রহের বিষয় ।

ই-কমার্স বিজনেসে প্রাথমিকভাবে যে ৬ টি খরচ আপনাকে করতে হবে -

  • ✅ ডোমেন নাম
  • ✅ হোস্টিং
  • ✅ ই-কমার্স ওয়েবসাইট থিম
  • ✅ অনলাইন পেমেন্ট সুবিধা
  • ✅ প্রোডাক্ট ফটোগ্রাফি
  • ✅ ডিজিটাল মার্কেটিং

এগুলো ই-কমার্স সাইটের মূল উপাদান তাই এগুলো লাগবেই । এছাড়াও আরো কিছু আছে যেগুলোর মাধ্যমে আপনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন -

  • ✅ অ্যান্ড্রয়েড অ্যাপস
  • ✅ হোম ডেলিভারি বা  পণ্য ডেলিভারি অপশন
  • ✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা

ইকমার্স বিজনেসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসম্মত ই কমার্স ওয়েবসাইট।সহজে ব্যবহার যোগ্য লাইট ওয়েট ই-কমার্স ওয়েবসাইট কাস্টমার পছন্দ করে । সহজে নেভিগেশন করা যায় এমন ইকমার্স ওয়েবসাইট ই-কমার্স সেল বৃদ্ধি করতে কার্যকরী ভুমিকা রাখে । আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের সুস্পষ্ট ও বিস্তারিত তথ্য প্রদান, সহজে পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পেতে সহায়তা, অর্ডার প্রক্রিয়া সহজ হলে ই কমার্স ওয়েবসাইট থেকে বেচাকেনার পরিমাণ বেড়ে যায় ।

এবার খরচ সম্পর্কে জেনে নিন  যদিও  খরচ গুলি সময়ের সাথে কিছু কম বা বেশি হতে পারে । তবে একটা প্রাথমিক ধারণা নিতে পারেন এখান থেকে -
প্রয়োজনীয় উপাদান সম্ভাব্য খরচ
✅ ডোমেন নাম বাৎসরিক ৯০০ – ১,৪০০ টাকা
✅ হোস্টিং বাৎসরিক ৫,৫০০ – ১৫,০০০ টাকা
✅ ই-কমার্স ওয়েবসাইট থিম / ওয়েব ডেভলপমেন্ট ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা
✅ অনলাইন পেমেন্ট সুবিধা সর্বনিম্ন পেমেন্ট গেটওয়ে ১৫,০০০ টাকা
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি সর্বনিম্ন ১০০০ টাকা
✅ ডিজিটাল মার্কেটিং সর্বনিম্ন ৫,০০০ টাকা
✅ অ্যান্ড্রয়েড অ্যাপস সর্বনিম্ন ১৫,০০০ টাকা
✅ হোম ডেলিভারি বা পণ্য ডেলিভারি অপশন তৃতীয় পক্ষের সাথে চুক্তি অনুযায়ী
✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা নিজের ইচ্ছা অনুযায়ী

উপরের যে সবগুলো অবদানের কথা উল্লেখ করা হয়েছে এগুলো একটি ই-কমার্স সাইট তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে কাজ করে এবং যেসকল খরচ সমূহ দেখানো হয়েছে এগুলো থেকে আপনি প্রাথমিক একটি ধারণা পাবেন । তবে আপনি নিজেও জানেন ভালোর কোন শেষ নেই আপনি যত বেশি সুন্দর ভাবে নিজের ব্যবসা গ্রাহকের নিকট উপস্থাপন করতে পারবেন বর্তমান কম্পিটিটিভ যুগে টিকে থাকার জন্য তত বেশি সক্ষম হবেন । তবে কেউ যদি মনে করে, সে খুব স্বল্প বিনিয়োগের মাধ্যমেও ই-কমার্স সাইট বানাতে পারবেন । এমনকি বিনামূল্যে একটি ই-কমার্স সাইট তৈরি করা যায় । তবে স্থায়ীভাবে আপনার যদি কোন কিছু করার ইচ্ছা থাকে সে ক্ষেত্রে আমি বলব কিছু অর্থ বিনিয়োগ করে প্রফেশনাল এবং মানসম্মত একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করাই ভালো ।

খুব কম খরচে প্রফেশনাল ই-কমার্স সাইট তৈরি করবো কিভাবে ?

খুব কম খরচে প্রফেশনাল ই-কমার্স সাইট তৈরি করা সম্ভব তবে এ ক্ষেত্রে আপনার নিজেকেই বেশ কিছু বিষয়ে দক্ষ  হতে হবে । উপরের তালিকা গুলো থেকে যে সকল উপাদান সমূহ দেখলেন এরমধ্যে অধিকাংশ কাজগুলো আপনাকে অন্য কাউকে দিয়ে করাতে হবে ।  যেমনঃ
✅ ই-কমার্স ওয়েবসাইট থিম / ওয়েব ডেভলপমেন্ট
✅ অনলাইন পেমেন্ট সুবিধা
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি
✅ ডিজিটাল মার্কেটিং
✅ অ্যান্ড্রয়েড অ্যাপস
✅ হোম ডেলিভারি বা পণ্য ডেলিভারি অপশন
✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা
লক্ষ্য করে দেখুন ই-কমার্স সাইটের যতগুলো উপাদান ছিল এর মধ্যে অধিকাংশই যখন আপনি অন্যকে দিয়ে করাবেন তখন অবশ্যই সাইট তৈরির খরচ বেড়ে যাবে ।  তবে এর মধ্যে কিছু কিছু কাজ যদি আপনি নিজেই  পারেন তবে সেগুলো নিজে করলে সে ক্ষেত্রে খুব কম খরচে ই-কমার্স সাইট নির্মাণ করা সম্ভব ।
তবে একজন মানুষ সকল বিষয়ে দক্ষ হতে পারেনা । তাই এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে  নিজের ই-কমার্স থিম নিজেই সেটাপ করে একটি বড় ধরনের খরচ বাঁচাতে পারবেন ।

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.