What is a blogger ?
What is WordPress ?
Difference between WordPress and Blogger !

ব্লগার কি - ব্লগার একটি সাইট যেখানে আমরা আমাদের প্রয়োজনমতো ব্লগ তৈরি
করে পাবলিশ করতে পারি । ব্লগার সকল গ্রাহকের জন্য উন্মুক্ত একটি
প্ল্যাটফর্ম । ব্লগার গুগোল এর একটি প্রডাক্ট এবং এটি সম্পন্ন ফ্রী ।
ব্লগারে আপনি চাইলেই আপনার নিজের একটি ওয়েবসাইট প্রকাশ করতে পারেন । এখানে
আপনার নিজের আর্টিকেল কনটেন্ট ফটো ভিডিও আপলোড করে সেটি খুব সহজেই পাবলিশ
করতে পারেন ।
ব্লগার ব্যবহারের সুবিধা:এটি সম্পূর্ণ একটি ফ্রি প্ল্যাটফর্ম
কোন ওয়েব হোস্টিং লাগেনা
ডোমেইন নেম সারাই সাবডোমেইন ব্যবহার করে চালানো যায়
গুগলের প্রডাক্ট হাওয়ায় এটি নিরাপদ ।
এটি ব্যবহার করার জন্য কোনরূপ চার্জ করা হয় না
কোডিং সম্পর্কে জ্ঞান না থাকলেও ব্লগার ব্যবহার করা যায় তবে যারা এডভান্স ইউজার তাদের জন্য কোডিং আবশ্যক
ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস একটি প্ল্যাটফর্ম , এটি ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট এর অভ্যন্তরীণ অংশ সাজিয়ে তৈরি করা হয় । এখানে আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল ফটো ভিডিও আপলোড করে সেটা পাবলিশ করা যায় ।
ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা:
এডভান্স লেভেল ও ই-কমার্স সাইট তৈরি করতে হবে ওয়াডপ্রেস এর ব্যবহার করতে হয়
ক্লায়েন্ট লগ-ইন প্যানেল তৈরি করা যায়
ওয়ার্ডপ্রেস এর প্লাগিন ব্যবহার করে বিভিন্ন রকমের কার্য সম্পাদন করা যায়
প্রফেশনাল ওয়েবসাইট তৈরি সহায়তা করে
প্রফেশনাল ও বাণিজ্যিক ওয়েবসাইট তৈরি করা যায়
অ্যাডভান্স ওয়েবসাইট তৈরিতে অবশ্যই ওয়ার্ডপ্রেস এর প্রয়োজন হয়
কোডিং সম্পর্কে জ্ঞান থাকা জরুরী