What 10 Things You Should Never Do ?
১. নিজের ব্যাক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকেতাকে বলে ফেলবেন না । আপনি ভাবেত পারেন সমস্যার গুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন কিন্তু না এতে হিতে বিপরীত হতে পারে ।
২. যুগের সঙ্গে তাল মেলানো বা নিজেকে কুল প্রমাণ করার জন্য কখনও স্মোক করবেন না কিংবা মাদকদ্রব্য গ্রহণ করবেন না ।এতে নিজেকের ঝুকির মধ্যে ফেলে দিবেন ।
৩. কোন মানুষকে তার জাতি বা চামড়ার রং বা ধর্মের জন্য ছোট করবেন না ! সকলেই মানুষ, আপনি হয়তো জানেনে না তার মধ্যে অনেক ভালো গুন আছে ।
৪. কেউ জিজ্ঞাসা না করলে বা জানতে না চাইলে কাউকে যেচে জ্ঞান দিতে যাবেন না । সম্বভ হলে কথা কম বলার অভ্যাস করে তুলুন ।
৫. আপনার করা প্রত্যেকটি কাজের জন্য মানুষকে এক্সপ্লেইন করতে যাবেন না । আপনার করা কাজ সঠিক হলে কাজই তার ব্যাখ্যা দিয়ে দেবে মানুষকে।
৬. নিজের ভালোবাসা প্রমান করতে কখনো হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ
খাওয়া, রাগ করে বাড়িতে ভাত না খাওয়া, কিংবা কারোর বিছানায় যাওয়া এটা
করবেন না। মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসেনা বা প্রমাণ করা যায়
না ।
৭. সবচেয়ে গুরুপ্তপুর্ন এটি মেনে চলুন , ক্যারিয়ার এবং ভালোবাসার ক্ষেত্রে সর্বদা ক্যারিয়ার কেই প্রাধান্য দেবেন । ক্যারিয়ার না থাকলে ভালোবাসার মানুষের হাত ধরে ফুটপাতে বসে থাকাটা নিশ্চয়ই ভালো দেখাবে না । টাকার অভাবে দীর্ঘ বছরের ভালোবাসাও নষ্ট হতে দেখেছি আমি !
৮. নিজের বোনের গায়ে কখনো হাত তুলবেন না। কারণ আপনি তার আঘাতকারী নন বরং তার সব থেকে অন্যতম বড় আশ্রয় স্থল ও ভরসাস্থল।
৯.আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না ।কারণ
আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে ! বা ভবিষ্যতে এর
প্রভাব কি হতে পারে!
১০. নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কখনো কারো
সঙ্গে অহেতুক তর্ক যুদ্ধে জড়িয়ে পড়বেন না ! এই ধরনের ঘটনা দেখলে এড়িয়ে
চলুন কমেন্ট সেকশন ত্যাগ করুন ।