What bad habits do we make unknowingly ?
১) জনসন্মুখে জোড়ে হাই তোলা
২) হাই তোলার সময় মুখ না ঢাকা
৩) কারও সামনে নাক কান খোঁচানো
৪) কারও সন্মুখে হাত বা নখ দিয়ে দাঁতে আটকানো খাবার বের করা
৫) না ঢেকে হাঁচি কাশি দেওয়া
৬) শব্দ করে খাওয়া
৭) যে হাতে খাবার খাচ্ছি সেই এঁটো হাত দিয়েই তরকারির চামচ বা গ্লাস ধরা
৮) কারও সামনে থুতু ফেলা
৯) বিকট শব্দ করে ঢেঁকুর তোলা
১০) কারও উপস্থিতিতে শব্দ করে নাক ঝাড়া বা পরিষ্কার করা
১১) চেঁচিয়ে ও উদ্ভট অঙ্গভঙ্গি করে আড়মোড়া ভাঙ্গা।